Ajker Patrika

দুই পর্যায়ে মিলবে টিসিবির পণ্য

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫: ২১
Thumbnail image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গতকাল রোববার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে। পবিত্র রমজান মাস সামনে রেখে নিম্ন আয়ের মানুষদের এই সুবিধা দেওয়া হচ্ছে।

রাজশাহী: সকাল ১০টায় মহানগরীর মহিষবাথান কলোনি মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। মহানগরের সাত এবং ৯ উপজেলার ২০ পয়েন্টে পণ্য দেওয়া শুরু হয়েছে। শহরের ৫৫ হাজার এবং উপজেলা ও পৌরসভা এলাকায় ১ লাখ ৪৪ হাজার ১৪০ পরিবারকে ভর্তুকি মূল্যে এসব পণ্য দেওয়া হচ্ছে। তবে প্রথম দিন কোনো কোনো পয়েন্টে দুপুর পর্যন্ত ট্রাক না পৌঁছানোর খবর পাওয়া গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। এসব পণ্যের সঙ্গে ৩ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ছোলা, পেঁয়াজ ও খেজুর যুক্ত করা হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারছে। দাম পড়ছে প্রতি লিটার তেল ১১০ টাকা এবং প্রতি কেজি চিনি ৫৫ ও মসুরের ডাল ৬৫ টাকা। ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল দেওয়া হচ্ছে।

বাঘা: দুপুরে উপজেলা চত্বরে বিক্রি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, রমজান মাসে কতিপয় ব্যবসায়ীর পণ্য মজুত করার কারণে দাম বৃদ্ধি পায়। কিন্তু এবার সে সুযোগ নেই। রমজানের পূর্বে সরকার ১ কোটি গরিব দুঃখী পরিবারের মধ্যে দুই দফা করে পণ্য সরবরাহ করবে। তার পাশাপাশি রমজান মাসে বাজার মনিটরিং হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা গরিব মানুষদের কখনোই বিপদে ফেলতে চাই না। পণ্য মজুত রাখার বিষয়ে আইন রয়েছে। সেখানে একজন ব্যবসায়ী কী পরিমাণ পণ্য মজুত রাখতে পারবেন তা স্পষ্ট বলা আছে। এদিক থেকে যদি কোনো ব্যবসায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি পণ্য মজুত রাখেন, তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তানোর: দুপুর ১২টায় পৌরশহরের তালন্দ বাজারে বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।

এই সুবিধা পাচ্ছে উপজেলার মোট ১৮ হাজার ৭৩১ পরিবার। কার্ডধারী ভোক্তারা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় জনপ্রতিনিধিদের সঙ্গে উপজেলা প্রশাসনের ট্যাগ টিম কাজ করছে।

দুর্গাপুর: নান্দিগ্রাম মাদ্রাসা মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। ইউএনও সোহেল রানা জানান, উপজেলায় ১৩ হাজার ৭৯০ পরিবার এই বিশেষ সুবিধা পাবেন। টিসিবির পণ্য কোনো ভোক্তা যদি বিক্রি করার চেষ্টা করেন তাহলে তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

মোহনপুর: বিকেল সাড়ে ৩টায় কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিক্রি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। উপজেলার ১১ হাজার ১৯৮ পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। গতকাল কেশরহাট পৌরসভার ছয়টি ওয়ার্ডসহ ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটী, মৌগাছি, বাকশিমইল ও জাহাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পণ্য বিক্রয় করা হয়। আজ সোমবার বাকি ওয়ার্ডগুলোতে বিক্রয় করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত