জুবাইদুল ইসলাম, শেরপুর
জীবিকার প্রয়োজনে প্রতিদিনই ভিক্ষা করে বেড়ান অসহায় কিছু মানুষ। তাঁদের ভাগ্যে ঠিকমতো জুটে না ভালো খাবার। তাঁরা করতে পারেন না একটু আনন্দও। তাই তাঁদের মনের খোরাক মেটাতে শেরপুরে গত মঙ্গলবার দিনব্যাপী অর্ধশতাধিক ভিক্ষুককে নিয়ে স্থানীয় গোল্ডেন ভ্যালী পার্কে এক ব্যতিক্রমী আয়োজন করেন একদল যুবক। একটি দিন ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। সেখানে ছিল গান-বাজনা, বিভিন্ন খেলাধুলা ও উন্নতমানের খাবারের আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, রাত পোহালেই ভিক্ষার থলে আর থালা-বাটি নিয়ে ভিক্ষা করতে বের হতে হয় ভিক্ষুকদের। তাঁরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আর যা পান তা দিয়ে কোনরকমে দিন কাটান। নানা সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে-ফূর্তিতে মেতে উঠলেও ভিক্ষুকদের জীবনে সেটা যেন প্রায় অকল্পনীয়। তাই ভিক্ষুকদের নিয়ে একটি দিন আনন্দে কাটাবার পরিকল্পনা করেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার যুবক রিজভী আহমেদ। তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়নে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ মো. হানিফ, কায়সার মাহমুদ রাজুসহ বেশ কয়েকজন উদ্যমী ব্যক্তি।
গত মঙ্গলবার অর্ধশতাধিক ভিক্ষুককে নিয়ে সদর উপজেলার সুলতানপুর এলাকায় বিলাসবহুল গোল্ডেন ভ্যালী পার্কে আয়োজন করা হয় ‘ভিক্ষা বিলাস’ নামে এক ব্যতিক্রমী বনভোজনের। ‘আমরা কজন’ এর ব্যানারে আয়োজিত এ বনভোজনে ছিল বিভিন্ন খেলাধুলা ও গানবাজনাও। মহিলা ভিক্ষুকদের বালিশ খেলা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হাড়ি ভাঙ্গা ও নিজস্ব প্রতিভা প্রকাশে গান গাওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুপুরে সকল ভিক্ষুকদের নিয়ে একসাথে সবাই বাহারি খাবার পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার প্রদান, করোনাকালীন সুরক্ষায় মাস্ক ও যাতায়াত বাবদ নগদ অর্থ দেওয়া হয় তাদেরকে। এসব আয়োজন চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বনভোজনে আসা ভিক্ষুক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা তো সারাদিন ভিক্ষা করি। পরে বাড়িত গিয়া কোনরকমে খাওয়াদাওয়া কইরা শুয়ে পড়ি। আমরা এরকম পিকনিক খালি দেখছি। আর আইজকা আমগরে নিয়া পিকনিক করতাছে। আমরা খুব মজা করলাম। আর ভালা ভাল খাবারও খাইলাম। মনে খুব আনন্দ লাগতাছে।’ ভিক্ষুক মোছা. শরিফা বেগম, বলেন, ‘আমরা এত সুন্দর জায়গাত আগে আসি নাই আগে। আজকা এইখানে আইসা খুব ভালা লাগতাছে। একই অনুভূতি ব্যক্ত করেন ভিক্ষুক আব্দুর রহমান, সাফিয়া বেগম, কেনি বেগম, আমেনা বেগমসহ বেশ কয়েকজন।’
বনভোজনের উদ্যোক্তা মো. রিজভী আহমেদ, মো. সৈয়দ হানিফ ও মো. কায়ছার মাহমুদ রাজু বলেন, ‘যারা ভিক্ষা করে জীবনযাপন করেন তারাও তো মানুষ। তাদের একটি দিন আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।
জীবিকার প্রয়োজনে প্রতিদিনই ভিক্ষা করে বেড়ান অসহায় কিছু মানুষ। তাঁদের ভাগ্যে ঠিকমতো জুটে না ভালো খাবার। তাঁরা করতে পারেন না একটু আনন্দও। তাই তাঁদের মনের খোরাক মেটাতে শেরপুরে গত মঙ্গলবার দিনব্যাপী অর্ধশতাধিক ভিক্ষুককে নিয়ে স্থানীয় গোল্ডেন ভ্যালী পার্কে এক ব্যতিক্রমী আয়োজন করেন একদল যুবক। একটি দিন ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। সেখানে ছিল গান-বাজনা, বিভিন্ন খেলাধুলা ও উন্নতমানের খাবারের আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, রাত পোহালেই ভিক্ষার থলে আর থালা-বাটি নিয়ে ভিক্ষা করতে বের হতে হয় ভিক্ষুকদের। তাঁরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আর যা পান তা দিয়ে কোনরকমে দিন কাটান। নানা সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে-ফূর্তিতে মেতে উঠলেও ভিক্ষুকদের জীবনে সেটা যেন প্রায় অকল্পনীয়। তাই ভিক্ষুকদের নিয়ে একটি দিন আনন্দে কাটাবার পরিকল্পনা করেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার যুবক রিজভী আহমেদ। তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়নে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ মো. হানিফ, কায়সার মাহমুদ রাজুসহ বেশ কয়েকজন উদ্যমী ব্যক্তি।
গত মঙ্গলবার অর্ধশতাধিক ভিক্ষুককে নিয়ে সদর উপজেলার সুলতানপুর এলাকায় বিলাসবহুল গোল্ডেন ভ্যালী পার্কে আয়োজন করা হয় ‘ভিক্ষা বিলাস’ নামে এক ব্যতিক্রমী বনভোজনের। ‘আমরা কজন’ এর ব্যানারে আয়োজিত এ বনভোজনে ছিল বিভিন্ন খেলাধুলা ও গানবাজনাও। মহিলা ভিক্ষুকদের বালিশ খেলা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হাড়ি ভাঙ্গা ও নিজস্ব প্রতিভা প্রকাশে গান গাওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুপুরে সকল ভিক্ষুকদের নিয়ে একসাথে সবাই বাহারি খাবার পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার প্রদান, করোনাকালীন সুরক্ষায় মাস্ক ও যাতায়াত বাবদ নগদ অর্থ দেওয়া হয় তাদেরকে। এসব আয়োজন চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বনভোজনে আসা ভিক্ষুক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা তো সারাদিন ভিক্ষা করি। পরে বাড়িত গিয়া কোনরকমে খাওয়াদাওয়া কইরা শুয়ে পড়ি। আমরা এরকম পিকনিক খালি দেখছি। আর আইজকা আমগরে নিয়া পিকনিক করতাছে। আমরা খুব মজা করলাম। আর ভালা ভাল খাবারও খাইলাম। মনে খুব আনন্দ লাগতাছে।’ ভিক্ষুক মোছা. শরিফা বেগম, বলেন, ‘আমরা এত সুন্দর জায়গাত আগে আসি নাই আগে। আজকা এইখানে আইসা খুব ভালা লাগতাছে। একই অনুভূতি ব্যক্ত করেন ভিক্ষুক আব্দুর রহমান, সাফিয়া বেগম, কেনি বেগম, আমেনা বেগমসহ বেশ কয়েকজন।’
বনভোজনের উদ্যোক্তা মো. রিজভী আহমেদ, মো. সৈয়দ হানিফ ও মো. কায়ছার মাহমুদ রাজু বলেন, ‘যারা ভিক্ষা করে জীবনযাপন করেন তারাও তো মানুষ। তাদের একটি দিন আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪