নির্বাসিত ৬ গণতন্ত্রপন্থীর পাসপোর্ট বাতিল করল হংকং
হংকংয়ে জাতীয় নিরাপত্তা অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং পুলিশ কর্তৃক পলাতক এই ছয়জনের মধ্যে সাবেক আইনপ্রণেতা নাথান ল এবং ব্রিটিশ দূতাবাস কর্মী সাইমন চেং রয়েছেন। সাইমন চেংকে ২০১৯ সালের আগস্টে চীনে ১৫ দিনের জন্য আটক করা হয়েছিল। অন্যরা হলেন ফিন লাউ, শ্রমিক অধিকারকর্মী ক্রিস্টোফার মুং, ফোক কা-চি ও চোই মিং-দা