বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বা ডেপুটি গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ১৪ বছর আগে দেওয়া এক বক্তৃতার রেশ টেনে তাঁর বিরুদ্ধে এই মামলার অনুমতি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন অরুন্ধতী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না। ভারতীয় সেনারা বলপূর্বক অঞ্চলটির দখল নিয়েছে। ফলে অঞ্চলটির স্বাধীনতার জন্য সব রকম চেষ্টা করা উচিত।
ওই বক্তব্য নিয়ে সুশীল পণ্ডিত নামে এক ব্যক্তির অভিযোগের পর এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলায়ই শুক্রবার অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
১৪ বছর আগের ঘটনায় এমন সময়ে এই মামলার অনুমতি দেওয়া হলো, যার কিছুদিন আগেই টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছিল, এবার জোট সরকার গঠন করায় বিজেপি হয়তো কিছুটা সংযত হবে। কিন্তু এ ঘটনায় এমন সমীকরণ ভুল প্রমাণিত হয়েছে। দৃশ্যত সংযত হওয়ার বদলে আগের মতোই দমননীতি অব্যাহত রেখেছে দলটি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।
অরুন্ধতী রায় ছাড়াও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের দুজনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ১৯৯৭ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর জন্য ম্যান বুকার পুরস্কারজয়ী অরুন্ধতী রায় দীর্ঘদিন থেকেই পরিবেশ ও মানবাধিকারের বিষয়ে সোচ্চার।
বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বা ডেপুটি গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ১৪ বছর আগে দেওয়া এক বক্তৃতার রেশ টেনে তাঁর বিরুদ্ধে এই মামলার অনুমতি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন অরুন্ধতী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না। ভারতীয় সেনারা বলপূর্বক অঞ্চলটির দখল নিয়েছে। ফলে অঞ্চলটির স্বাধীনতার জন্য সব রকম চেষ্টা করা উচিত।
ওই বক্তব্য নিয়ে সুশীল পণ্ডিত নামে এক ব্যক্তির অভিযোগের পর এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলায়ই শুক্রবার অরুন্ধতী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
১৪ বছর আগের ঘটনায় এমন সময়ে এই মামলার অনুমতি দেওয়া হলো, যার কিছুদিন আগেই টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছিল, এবার জোট সরকার গঠন করায় বিজেপি হয়তো কিছুটা সংযত হবে। কিন্তু এ ঘটনায় এমন সমীকরণ ভুল প্রমাণিত হয়েছে। দৃশ্যত সংযত হওয়ার বদলে আগের মতোই দমননীতি অব্যাহত রেখেছে দলটি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।
অরুন্ধতী রায় ছাড়াও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের দুজনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ১৯৯৭ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর জন্য ম্যান বুকার পুরস্কারজয়ী অরুন্ধতী রায় দীর্ঘদিন থেকেই পরিবেশ ও মানবাধিকারের বিষয়ে সোচ্চার।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে