Ajker Patrika

মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থা এখনও ‘সংকটজনক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থা এখনও ‘সংকটজনক’

মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতি হয়েছে। গত ১০ বছরে মতপ্রকাশ বা জিআরএক্স স্কোর ৮ পয়েন্ট কমেছে। বর্তমানে ১২ স্কোর নিয়ে মতপ্রকাশের শ্রেণিগত দিকের সর্বনিম্ন স্তর ‘সংকটজনক’ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮ তম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্ট ২০২৪’ প্রকাশ করেছে আর্টিকেল নাইনটিন। সংস্থাটির (দক্ষিণ এশিয়া) আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম প্রতিবেদনের তথ্য তুলে ধরেন।

আর্টিকেল নাইনটিনের প্রতিবেদন অনুসারে, ২০০০ সাল থেকে মতপ্রকাশের স্কোর বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, দুই যুগে বাংলাদেশের স্কোর কমেছে ৩২ পয়েন্ট। ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৪, যেটি মতপ্রকাশের শ্রেণিগত দিক থেকে ‘বাধাগ্রস্ত’ হিসেবে বিবেচিত। ‘বাধাগ্রস্ত’ থেকে ‘অতি বাধাগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হয় ২০০৬ সালে।

পরবর্তী বছর ২০০৭ সালে আরও ১০ পয়েন্ট কমে স্কোর নেমে আসে ২৯ এ। পরের দুই বছর ২০০৮ ও ২০০৯ সালে স্কোর ৫ পয়েন্ট বেড়ে ৩৪ এ উন্নীত হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরবর্তী বছরগুলোতে। ২০১৩ সালে স্কোর ছিল ২০। আর ২০১৪ সালে স্কোর ৪ পয়েন্ট কমে ১৬ স্কোর নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো মতপ্রকাশের সংকটজনক শ্রেণিতে ঢুকে পড়ে। যা থেকে বাংলাদেশ এখনো উত্তরণ ঘটাতে পারেনি। অর্থাৎ ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গত ১০ বছরে স্কোর কমেছে ৮ পয়েন্ট।

স্কোরের ভিত্তিতে মতপ্রকাশের স্বাধীনতাকে পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে ০–১৯ স্কোর হলে সংকটজনক, অতি বাধাগ্রস্ত ২০–৩৯, বাধাগ্রস্ত ৪০–৫৯, স্বল্প বাধাগ্রস্ত ৬০–৭৯ ও মুক্ত ৮০–১০০। অর্থাৎ ১২ স্কোর নিয়ে বাংলাদেশ মতপ্রকাশের সর্বনিম্ন শ্রেণি ‘সংকটজনক’ অবস্থানে রয়েছে।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক তিনটি সূচকেই নেতিবাচক স্কোর। সবচেয়ে বেশি খারাপ করেছে সাংবাদিকদের হয়রানি মুক্ত পরিবেশে কাজ করার স্বাধীনতার সূচকটিতে। ২০০৭ সালের পর থেকেই দেশে সাংবাদিকদের হয়রানি মুক্ত পরিবেশের সূচকটি নেতিবাচক স্কোর করতে শুরু করে এবং গণমাধ্যমের সেল্ফ সেন্সরশিপের স্কোরও নেতিবাচক হয়ে পড়ে। এই প্রবণতা পরবর্তী দেড় দশকের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আলোচনায় অংশ নেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত