মাদারীপুরে হত্যা মামলার আসামি শেখ হাসিনা-শাজাহান খানসহ ৭০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার রাতে সদর থানায় মামলা করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শাজাহান খান, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের নামে ও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।