মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে একটি পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টাঙিয়ে দুর্বৃত্তরা চলে যায়।
আজ শনিবার ভোররাতে মাদারীপুর সদর উপজেলার আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চলমান পরিস্থিতিতে মাদারীপুরের জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেওয়া হয়।
প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্তকেন্দ্রে ঘুমিয়ে পড়েন ওই দুই নৈশপ্রহরী। ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাব ভাঙচুর করা হয়।
এ সময় দুর্বৃত্তদের বাধা দিলে নৈশপ্রহরী আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা-পুলিশের একটি দল আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্তকেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্তকেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্তকেন্দ্র থেকে পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে বলে জানান তিনি।
মাদারীপুরে একটি পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টাঙিয়ে দুর্বৃত্তরা চলে যায়।
আজ শনিবার ভোররাতে মাদারীপুর সদর উপজেলার আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চলমান পরিস্থিতিতে মাদারীপুরের জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেওয়া হয়।
প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্তকেন্দ্রে ঘুমিয়ে পড়েন ওই দুই নৈশপ্রহরী। ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাব ভাঙচুর করা হয়।
এ সময় দুর্বৃত্তদের বাধা দিলে নৈশপ্রহরী আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা-পুলিশের একটি দল আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্তকেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্তকেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্তকেন্দ্র থেকে পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে বলে জানান তিনি।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
৩ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
৫ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
৯ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের...
১৩ মিনিট আগে