মাগুরা হাসপাতালে পানির সংকট
‘সকালে দুইবার আইছি, দেখেন কল আছে, চাপ দেওয়ার ডান্ডি নাই। এখন পানি উঠাবো কী করে? রোগী আনছি সেই বুনাগাতি থেকে গতকাল। গরিব মানুষ কিনে পানি খাওয়ার উপায় নাই। এই শীতে এখন কনে যাব পানি নিয়ে আসতি? এত বড় হাসপাতাল, কত ঝকঝকে আর তকতকে ভেতরে আর তার টিউবওয়েল মাত্র একটি। এটা কিরাম কতা?’