Ajker Patrika

নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানের শপথ

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫০
Thumbnail image

মাগুরা সদরের ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁদের এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম তাঁদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, পৌরসভা মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছীন কবীর, জেলা নির্বাচন কর্মকতা অলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শপথ নেওয়া চেয়ারম্যানেরা হলেন রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, কসুন্দি ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান মোল্যা, আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস, জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, মঘি ইউনিয়নে হাচনা হেনা, গোপালগ্রাম ইউনিয়নে নাসিরুল ইসলাম মিলন, বেরইল পলিতা ইউনিয়নে এনামুল হক রাজা, কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুল ইসলাম টিপু, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের মুফতি ওসমান গণি, হাজীপুরের মোজাহারুল ইসলাম আখরোট এবং হাজরাপুরের কবির হোসেন প্রমুখ।

গত ১১ নভেম্বর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবশিষ্ট বগিয়া ইউনিয়নের নির্বাচন সীমানা সংক্রান্ত মামলার কারণে স্থগিত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত