বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর পদে লড়ছেন বিএনপির ১৮ নেতা
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। দলের হুঁশিয়ারি সত্ত্বেও বিএনপির ১৮ নেতা আজ শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাঁরা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেতাদের মধ্যে যেমন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েছেন, তেমনি ওয়ার্ড নেতারাও রয়েছেন।