Ajker Patrika

কক্সবাজার পৌর নির্বাচন: বিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে আ.লীগ থেকে বহিষ্কার 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার পৌর নির্বাচন: বিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে আ.লীগ থেকে বহিষ্কার 

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) মেয়র পদপ্রার্থী হওয়ায় মাসেদুল হক রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দলীয় এ সিদ্ধান্তের কথা জানান। 

জেলা আওয়ামী লীগ জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে দল থেকে ৭ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করছেন। 

কিন্তু মাসেদুল হক রাশেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি মাঠ থেকে সরে দাঁড়াননি। মাসেদুল সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

কক্সবাজার শহরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রাশেদের পরিবার। তাঁর বাবা প্রয়াত একেএম মোজাম্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

রাশেদের তিন ভাই ও এক বোন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এদের মধ্যে শাহীনুল হক মার্শাল গত বছর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছোট ভাই কায়সারুল হক জুয়েল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল। 

বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, পৌরবাসীর দাবির প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন। যেহেতু এটা স্থানীয় নির্বাচন। এখানে দলীয় বিষয় প্রভাব পড়বে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত