Ajker Patrika

সিলেট সিটি নির্বাচন: মেয়র পদে ৫ জনের মনোনয়ন সংগ্রহ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ২২
সিলেট সিটি নির্বাচন: মেয়র পদে ৫ জনের মনোনয়ন সংগ্রহ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ সোমবার বিকেলে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। 

বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন-মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার। 

এ ছাড়া ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে (মহিলা) ৭২ জন ও ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট ২১ জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত