Ajker Patrika

গাজীপুর সিটি নির্বাচন: ১ মেয়র প্রার্থীসহ ৩৭ জনে মনোনয়ন প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ১৮
গাজীপুর সিটি নির্বাচন: ১ মেয়র প্রার্থীসহ ৩৭ জনে মনোনয়ন প্রত্যাহার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ সোমবার এক মেয়র প্রার্থী ও ৩৬ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এ নির্বাচনে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৮ জন,  সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৭৭ জন এবং ওয়ার্ডের কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৩৯ জন। কাল মঙ্গলবার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এ নির্বাচনে মেয়র পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে ঋণ খেলাপি সংক্রান্ত কারণে আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমসহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। আজ সোমবার আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এখন মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এ ছাড়া, নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলরের ১৯টি পদের বিপরীতে মোট ৮২ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বাছাইকালে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। পরে আপিলে একজন বৈধতা পান। কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় মোট প্রার্থী রয়ে গেছেন ৭৭ জন।

নগরীর ৫৭টি সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে মনোনয়ন দাখিল করেন ২৮৯ জন। তাদের মধ্যে বাছাইয়ে ১৭ জন বাদ পরেন। পরে আপিলে ৩ জন ফিরে আসেন। তাদের মধ্যে ৩৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৫৭টি ওয়ার্ডে এখন কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২৩৯ জন। 

ফরিদুল ইসলাম আরও বলেন, প্রত্যাহারের শেষদিনে নগরীর সাধারণ ১৫ নম্বর ওয়ার্ডে  কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে ৩ জন প্রার্থী প্রত্যাহারের শেষদিনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

ফয়সাল আহমেদ সরকার জাতীয়তাবাদী শ্রমিক দলের গাজীপুর মহানগরীর আহ্বায়ক বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত