সিলেটকে বিধ্বস্ত করে প্লে-অফে তামিমরা
সুমন খানের বল সোজা আম্পায়ারের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারলেন তামিম ইকবাল। রানের জন্য হালকা একটু দৌড় তামিম দিলেও মুশফিকুর রহিমকে পরে না করেছেন। কারণ, বলের গন্তব্য কোথায় সেটা তো তামিম বুঝতে পেরেছেন। সেই চারে একই সঙ্গে ফিফটি, ফরচুন বরিশালের জয় দুটিই নিশ্চিত করেছেন এই তারকা ক্রিকেটার।