Ajker Patrika

ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে ধুয়ে দিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মে ২০২৫, ১৯: ৪৯
ভারতীয় গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ শহীদ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো
ভারতীয় গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ শহীদ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো

সামাজিকমাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা খবর। ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ অত্যানুধিক অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ করছে দুই প্রতিবেশী দেশ। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেই ভারতীয় গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন শহীদ আফ্রিদি।

খেলার মাঠে যেমন প্রতিপক্ষের ‘যম’ ছিলেন আফ্রিদি, এখনো সে ধরনের মানসিকতা ধরে রেখেছেন তিনি। ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে পাকিস্তানি এই অলরাউন্ডার আর চুপ করে বসে থাকতে পারলেন না। যেখানে ভারত-পাকিস্তান দুই দেশের সংবাদমাধ্যমে যুদ্ধ নিয়ে প্রচারিত সংবাদগুলোর দিকে তাকালে কখনো ভারতকে তুলনামূলক এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, আবার কখনোবা এগিয়ে থাকছে পাকিস্তান। আফ্রিদি আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ভারতীয় গণমাধ্যম সাংবাদিকতার নৈতিকতা, সঠিকতা, নির্ভরযোগ্যতা ধরে রাখার পরিবর্তে নিজেদের হাসির পাত্র বানাচ্ছে। নির্ভরযোগ্য সংবাদ কক্ষ ধরে রাখার পরিবর্তে কার্টুন নেটওয়ার্ক হয়ে গেছে। শুধু খেলার জন্য নয়, শান্তি ধরে রাখতে হলেও স্টাম্প আবার মাঠে পোঁতা উচিত।’

ভারত-পাকিস্তান যুদ্ধে প্রতিদিনই শোনা যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। দুই প্রতিবেশী দেশের যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই শেষভাগে এসে স্থগিত হয়ে পড়েছে। এমন ঘটনায় আফ্রিদির হৃদয়ে প্রচুর ‘রক্তক্ষরণ’ হচ্ছে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘সীমান্ত, ধর্ম, রাজনীতি সবকিছুর উর্ধ্বে খেলাধুলা। আজ এটা আক্রমণের শিকার হয়েছে। পিএসএল চলে গেছে দুবাইয়ে। আইপিএল স্থগিত করেছে। ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে পড়েছে। ক্রিকেট একসময় আমাদের সবাইকে একত্রিত করেছিল। এখন এটা রক্তাক্ত হচ্ছে।’

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছিল, ড্রোনটি ভারত থেকে পাঠানো হয়েছে। ফলে পিএসএল স্থগিত করা হয়েছে। আমিরাতে পিএসএলের বাকি অংশ আয়োজনের বিষয়টি পিসিবি গতকাল রাতেই চূড়ান্ত করে ফেলেছে। পরে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ধর্মশালায় গতকাল পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬১ বল খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির বাগড়ায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচটি নিরাপত্তা শঙ্কায় বাধ্য হয়ে মাঝপথে বাতিল করা হয়েছে। সেই ম্যাচ বাতিলের ২৪ ঘণ্টা না জেতেই আইপিএল স্থগিত করা হয়েছে। এমনকি মাঝপথে থেমে যাওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করেছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন থেকে জানা যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যেহেতু আগেভাগেই দুবাইকে বেছে নিয়েছে, ভারতের প্রস্তাবে তাই সাড়া দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে লিগ পর্বে। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনালসহ ১৬ ম্যাচ হওয়ার কথা। আর পিএসএলের বাকি আছে ৮ ম্যাচ। যার মধ্যে লিগ পর্বের ম্যাচ চারটি। ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যুতে গতকালও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আফ্রিদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত