ক্রীড়া ডেস্ক
দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। বৃষ্টি বাগড়া দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ৬১ বল খেলা হওয়ার পর হঠাৎই ফ্লাডলাইট বিপর্যয় দেখা দেয়। কিছুক্ষণ পর ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, এইচপিসিএ স্টেডিয়ামে একটা বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগ দেখা দেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।
বিসিসিআইয়ের বিবৃতি দেওয়ার পরই ধর্মশালা স্টেডিয়াম থেকে দল ও দর্শকেরা বেরিয়ে গেছেন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটার ও কোচেরা বাসে ওঠেন টিম হোটেলে যাওয়ার জন্য। যেখানে প্রায় ১০ মিনিট আগে ক্রিকেটার-কোচদের পরিবারের সদস্যরা মাঠ ছেড়ে চলে গেছেন। ভেন্যু সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে পাঞ্জাব। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করে আউট হয়েছেন। নটরাজনের বলে আর্য আউট হওয়ার পরই পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ঘটে মাঠে আলো বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা৷ পাঞ্জাবের আরেক ওপেনার প্রভসিমরান সিং ২৮ বলে ৭ চারে করেন ৫০ রান।
দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। বৃষ্টি বাগড়া দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ৬১ বল খেলা হওয়ার পর হঠাৎই ফ্লাডলাইট বিপর্যয় দেখা দেয়। কিছুক্ষণ পর ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, এইচপিসিএ স্টেডিয়ামে একটা বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগ দেখা দেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।
বিসিসিআইয়ের বিবৃতি দেওয়ার পরই ধর্মশালা স্টেডিয়াম থেকে দল ও দর্শকেরা বেরিয়ে গেছেন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটার ও কোচেরা বাসে ওঠেন টিম হোটেলে যাওয়ার জন্য। যেখানে প্রায় ১০ মিনিট আগে ক্রিকেটার-কোচদের পরিবারের সদস্যরা মাঠ ছেড়ে চলে গেছেন। ভেন্যু সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ও ভেন্যু পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ধীরে ধীরে মাঠ খালি করতে বলছেন। এমন ঘোষণার কিছুক্ষণ আগে ধর্মশালা থেকে ২০০ কিলোমিটার দূরে জম্মুতে সেনাঘাঁটিতে হামলা হয়েছে। ক্রিকবাজ থেকে আরও জানা গেছে, ধর্মশালায় ব্ল্যাকআউট হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে পাঞ্জাব। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করে আউট হয়েছেন। নটরাজনের বলে আর্য আউট হওয়ার পরই পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ঘটে মাঠে আলো বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা৷ পাঞ্জাবের আরেক ওপেনার প্রভসিমরান সিং ২৮ বলে ৭ চারে করেন ৫০ রান।
হারারেতে এ সপ্তাহের সোমবার দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ত্রিদেশীয় সিরিজ। সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় পেয়েছিল প্রোটিয়ারা। জিম্বাবুয়ে আজ খেলবে টুর্নামেন্টে প্রথম জয় খুঁজতে। বাংলাদেশ সময় আজ বেলা ৫টায় হারারেতে শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড ম্যাচ
৯ মিনিট আগেদিয়োগো জোতার মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও তিনি যে অমর হয়ে আছেন সকলের মনে। টেনিস কোর্ট, ক্রিকেট স্টেডিয়াম—সব খানেই তাঁকে স্মরণ করছেন খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের হল অব ফেমে নাম উঠে গেল জোতার।
২৬ মিনিট আগেপ্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই।
১ ঘণ্টা আগেএশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
২ ঘণ্টা আগে