শুভ বড়দিন আজ
ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে কয়েক দিন ধরেই সাধ্যমতো সাজানো হয়েছে রাজধানীসহ দেশের পবিত্র গির্জাগুলো। শুধু গির্জাতেই নয়, খ্রিষ্টধর্মাবলম্বীদের মহল্লা এবং অনেক বাড়িতেও সাজ সাজ রব। বিভিন্ন প্রতিষ্ঠানেও ব্যস্ততা ছিল ক্রিসমাস ট্রি সাজানোর, বাহারি কেক বানানোর। এত সব আয়োজনের লক্ষ্য