Ajker Patrika

সরকারি ছুটির দুই দিন যুদ্ধ করবেন না পুতিন

সরকারি ছুটির দুই দিন যুদ্ধ করবেন না পুতিন

আগামী শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রীকে ইউক্রেনের ফ্রন্টলাইনে এই যুদ্ধবিরতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হবে মস্কোর স্থানীয় সময় ১২টা বা গ্রিনিচ মান সময় ৯টা। রাশিয়ার অর্থোডক্স ক্রিসমাস বা বড়দিনের সঙ্গে এ সময় মিলে যায়।

পুতিন ইউক্রেনকেও এ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে কিয়েভ তাৎক্ষণিকভাবে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ‘আপনাদের ভণ্ডামি আপনাদের কাছেই রাখুন!’

আজ সকালে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধের পর পুতিন যুদ্ধবিরতির ও ঘোষণা দিলেন। কিরিল সংঘাতের সঙ্গে জড়িত ‘সব পক্ষকে’ অস্ত্র সংবরণ এবং বড়দিনে যুদ্ধবিরতি দেওয়ার অনুরোধ জানান।

জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে রাশিয়ার অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে। চার্চ প্রধানের অনুরোধেই সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন পুতিন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে: ‘ (কিরিলের) আহ্বান বিবেচনায় নিয়ে, প্রেসিডেন্ট এতদ্দ্বারা রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।’

প্রেসিডেন্ট পুতিনের এই নির্দেশে ইউক্রেনকে সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের বৃহৎ জনগোষ্ঠী অর্থোডক্স খ্রিষ্টধর্মে বিশ্বাসী, তাঁরা এমন এলাকায় বসবাস করছেন যেখানে সংঘাত চলছে। তাঁরা যেন শুক্রবার বড়দিনের আগের দিন (ক্রিসমাস ইভ) এবং শনিবার বড়দিন উদ্‌যাপন করতে পারেন।

এর পরপরই টুইটারে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা পোদোলিয়াক বলেন, ‘যতক্ষণ না দখল করা সমস্ত এলাকা থেকে রুশ বাহিনী প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো “অস্থায়ী যুদ্ধবিরতি” হতে পারে না।’

পূর্ব ইউরোপের অর্থোডক্স চার্চগুলোর মধ্যে রাশিয়ার অর্থোডক্স চার্চটি সবচেয়ে বড়। ইউক্রেনের কিছু লোক ২৫ ডিসেম্বর, অন্যরা ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করেন। সেখানে দুই দিনই সরকারি ছুটি থাকে।

এ বছর প্রথমবারের মতো ইউক্রেনের অর্থোডক্স চার্চ (ইউওসি) বলেছে, তারা পশ্চিম ইউক্রেনের অন্যান্য সম্প্রদায়ের মতো ২৫ ডিসেম্বর ক্রিসমাস উদ্‌যাপনের অনুমতি দেবে।

ওই গির্জাটি ২০১৮ সালে একই ধরনের নাম যুক্ত ইউওসি থেকে আলাদা হয়ে যায়। যদিও রাশিয়ার সামরিক অভিযানের আগে পর্যন্তও এই চার্চ মস্কোর ধর্মীয় নেতাদের সঙ্গেই ছিল। কিছু শীর্ষ পাদ্রির বিরুদ্ধে এখনো গোপনে মস্কোকে সমর্থন করার অভিযোগ রয়েছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পুতিনকে ইউক্রেনে ‘একতরফা’ যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন। তিনি যুদ্ধবিরতি দিয়ে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি ভবনে নতুন বছরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন রুশ সেনা নিহতের খবর বেরোনোর পর এরদোয়ান এ আহ্বান জানান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, নববর্ষের প্রাক্কালে মধ্যরাতে মাকিভকাতে ইউক্রেনের হামলায় ৮৯ জন নিহত হয়েছে। ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের আক্রমণে হতাহতের যে হিসাব মস্কো স্বীকার করেছে তার মধ্যে এটিই সর্বোচ্চ। তবে ইউক্রেনের দাবি, নিহত প্রায় ৪০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত