Ajker Patrika

চলছে স্ক্যামের মৌসুম, ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে করণীয়

প্রযুক্তি ডেস্ক
চলছে স্ক্যামের মৌসুম, ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে করণীয়

বড়দিন হলো স্ক্যামের মৌসুম! এই সময়টাতে ফেসবুক ব্যবহারকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা। এ সময় ডিজিটাল স্ক্যামের পরিমাণ ব্যাপকভাবে বাড়ে। এ কারণে ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা নিশ্চিত করাটা যে কোনো সময়ের চেয়ে এই সময়টাতে বেশি দরকারি। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, স্ক্যামার এবং হ্যাকারেরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ব্যবহারকারীর কেনাকাটার অভ্যাস, বড়দিনের মতো উৎসবের আমেজ এবং নতুন প্রযুক্তির সুযোগ নিয়ে থাকে। সারা বিশ্বে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। ফলে সামাজিক মাধ্যমটি স্ক্যামারদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। 

দক্ষিণ আফ্রিকার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবার স্মার্টের সিইও জেমি আহকটার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে বলেন, ‘এই বড়দিনে ফেসবুক ব্যবহারে নিরাপদ থাকার জন্য ব্যবহারকারীদের প্রতি প্রথম উপদেশ হচ্ছে—অন্যান্য কোম্পানির যেসব অ্যাপ বা প্ল্যাটফর্মে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা হয় তার বৈধতা যাচাই করা। যদিও এই অ্যাপগুলোর বেশির ভাগই বৈধ। ব্যবহারকারীদের বেশির ভাগই মূলত কুইজ বা গেম অ্যাপ ফেসবুকের মাধ্যমে লগইন করে ব্যবহার করেন।’ 

জেমি আহকটার আরও বলেন, ‘সমস্যা হলো, এই অ্যাপগুলো সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট হ্যাক করতে বা ব্যক্তিগত তথ্য চুরি করতে ব্যবহার করতে পারে ৷ তবে সুসংবাদ হলো, অ্যাপগুলো থেকে লগইন ডেটা মুছে দেওয়া খুব সহজ। এটি করতে অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে গিয়ে ফেসবুকের বাইরের অ্যাপের হিস্ট্রি মুছে ফেলা যায়। এ কাজ করতে কয়েক মিনিটের বেশি সময় লাগে না। প্রতি ছয় মাসে অন্তত একবার অফ-ফেসবুক হিস্ট্রি মুছে ফেললে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় থাকবে।’ 

অনেক হ্যাকার এবং স্ক্যামার ব্যবহারকারীর প্রিয়জনের ছদ্মবেশ ধরে অ্যাকাউন্ট হ্যাক করার কিংবা তথ্য চুরির চেষ্টা করবে। ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট হ্যাক না করেও ব্যবহারকারীর নগদ টাকা হাতিয়ে নেওয়ার একটি সহজ উপায়। যেমন: উপহার বা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন, চিকিৎসার জন্য সাহায্য চাওয়া ইত্যাদি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিক্সেল প্রাইভেসির ‘কনজিউমার প্রাইভেসি চ্যাম্পিয়ন’ ক্রিস হাউক বলেন, ‘অনুদান, ঋণ এবং অন্যান্য আর্থিক সমস্যার জন্য বন্ধু বা পরিবারের কাছ থেকে আসা বার্তা ভালো করে খতিয়ে দেখুন।’ 

ক্রিস আরও বলেন, ‘বিভিন্ন ওয়েবসাইটের পেজে আসা বিজ্ঞাপনগুলোতে ক্লিক করা উচিত নয়। এটি ব্যবহারকারীর টাকা এবং ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার জন্য স্ক্যামারদের মধ্যে জনপ্রিয় একটি উপায়। সুরক্ষিত থাকার সর্বোত্তম উপায়গুলো হলো—একটি জটিল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট নিরাপদ করা; ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার না করা এবং কখনোই সংক্ষিপ্ত বা সহজ পাসওয়ার্ড বেছে না নেওয়া।’ 

সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান নো–বিফোরের সাইবার-বিশেষজ্ঞ এরিখ ক্রন বলেন, ‘বড়দিনের সময় নিজেকে অনলাইনে নিরাপদ রাখার কিছু সেরা উপায় প্রয়োগের জন্য বিশেষ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন নেই। যেসব ব্যবহারকারী একই পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করেন তাঁরাই সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। কারণ সাইবার অপরাধীরা জানে, তারা যদি একটি পাসওয়ার্ড পায় তবে সেটি অন্য প্ল্যাটফর্মেও কাজ করার সম্ভাবনা রয়েছে।’ 

সাইবার-বিশেষজ্ঞ স্যাম কারি বলেন, ‘ব্যবহারকারীদের উচিত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং “টু ফ্যাক্টর অথেনটিকেশন” সুবিধা চালু করা। এ ছাড়া, নির্দিষ্ট সময় পরপর পাসওয়ার্ড বদলে ফেলা একটি ভালো চর্চা। এর ফলে অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বদলি–পদায়নে অস্থিরতা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত