Ajker Patrika

মানুষের ‘সম্পদ ও ক্ষমতার ক্ষুধাকে’ নিন্দা জানিয়ে বড়দিনে পোপের বার্তা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১১: ৫২
Thumbnail image

ইউক্রেন যুদ্ধ ও বিশ্বজুড়ে অন্যান্য সংঘাতের কথা উল্লেখ করে পোপ ফ্রান্সিস মানুষের সম্পদ ও ক্ষমতার ক্ষুধার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা কত যুদ্ধ দেখছি। এর ভুক্তভোগী মূলত দুর্বল ও অসহায় মানুষ।’ 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, পবিত্র বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি যুদ্ধ, দারিদ্র্য ও অবিচারের শিকার হচ্ছে আমাদের শিশুরা।’ 

 ৮৬ বছর বয়সী ধর্মগুরু পোপ ফ্রান্সিস হুইলচেয়ারে করে গির্জায় প্রবেশ করেন। এরপর উপাসকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ‘মানুষের সম্পদ অর্জন ও ক্ষমতার ক্ষুধা তার মা-বোন-আত্মীয়-স্বজন এমনকি প্রতিবেশীকেও গ্রাস করে ফেলে।’ 

বিবিসি বলেছে, আজ রোববার পোপ ফ্রান্সিস সেন্ট পিটার ব্যাসিলিকার ব্যালকনি থেকে সারা বিশ্বের ক্যাথলিকদের আশীর্বাদ ও বার্তা পাঠাবেন। 

এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করলে পোপ ফ্রান্সিস রাশিয়াকে দোষারোপ না করে সতর্ক করেছিলেন। এ জন্য তিনি ইউক্রেনের জনগণের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তবে গত জুনে তিনি রুশ বাহিনীর নৃশংসতার নিন্দা করেছিলেন। 

এরপর গত অক্টোবরেও আর্জেন্টাইন ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত