গৃহিণী থেকে উদ্যোক্তা
পুকুরের চারপাশে পেঁপে আর কলাগাছ। তার এক পাশে রয়েছে সেমিপাকা খামারের শেড। এখানে রয়েছে উন্নত জাতের গাভি ও ষাঁড়। আরেক পাশে রয়েছে হাঁসের ছানা। নতুন করে তৈরি হচ্ছে দেশি মুরগি রাখার ঘর। খামারের উত্তর পাশে জমা হচ্ছে গবাদিপশুর বর্জ্য। সে বর্জ্য জৈব সার হিসেবে ব্যবহার করা হয় চাষাবাদে। ভবিষ্যতে এ বর্জ্য দিয়ে