Ajker Patrika

বোয়ালখালীতে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রতিনিধি বোয়ালখালী, চট্টগ্রাম
বোয়ালখালীতে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে এক গৃহবধূকে কক্ষে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা–পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের মীরপাড়ার জাহান ম্যানশনের একটি ফাঁকা কক্ষে ধর্ষণের শিকার হন ওই নারী।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বোয়ালখালী থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের মীরপাড়ার বদি আলমের ছেলে কামাল হোসেন ওরফে প্রকাশ ধামা কামাল, নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন ও সারোয়াতলী খিতাপচর ৫ নম্বর ওয়ার্ডের আবুল বশরের স্ত্রী রোকেয়া বেগম।

মামলার বাদী জানান, শনিবার বিকেলে তাঁর ৭ মাসের কন্যা সন্তান অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়ে পূর্ব পরিচিত রোকেয়া বেগমের কাছে ফোনে দুই হাজার টাকা ধার চান। রোকেয়া বেগম রফিক নামের এক ব্যক্তির মাধ্যমে জাহান ম্যানশনের ভাড়া বাসায় নিয়ে যান। এ সময় রোকেয়া বেগম এবং ওই এলাকার কামাল ও গিয়াস উদ্দিন নামের দুই ব্যক্তি পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে যান। তাঁরা হাতের মোবাইল ছিনিয়ে নেন। এতে বাঁধা দিলে তাঁরা চড় থাপ্পড় মারতে থাকে এবং রোকেয়া বেগম কক্ষ থেকে বের হয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেন। এরপর ওই দুজন পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত