Ajker Patrika

পৌর নির্বাচনের দুই দিনেও ফল না জানার দাবি ৩ প্রার্থীর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
পৌর নির্বাচনের দুই দিনেও ফল না জানার দাবি ৩ প্রার্থীর

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ২ দিন পেরিয়ে গেলেও ভোটের ফলাফল জানতে পারেননি বলে অভিযোগ করেছেন ৩ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তাঁরা। 
 
লিখিত আবেদন করেছেন ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম। 
 
আবেদনকারী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ দেরি করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি। 
 
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও সুরাহা পায়নি। ফলাফল জানতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। 
 
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাঁদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’ 
 
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলামকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত