Ajker Patrika

বাগান করে স্বাবলম্বী

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)
বাগান করে স্বাবলম্বী

প্রবাস থেকে ফিরে চাকরির জন্য নানা জায়গায় গিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর মো. নেজাম উদ্দিন। এতে ব্যর্থ হয়ে চাষাবাদ ও মাছ চাষে মনোযোগী হন তিনি। এতেই ভাগ্য ফিরেছে তাঁর।

জীবিকার তাগিদে ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাড়ি জমিয়েছিলেন নেজাম। সেখানে স্টোর কিপারের চাকরি করেন ৭ বছর। এর পর দেশে ফেরার পর নতুন করে ভিসা না পাওয়ায় আর বিদেশ যাওয়া হয়নি নেজামের। ২০১৬ সালে ৬০ শতক জায়গা ইজারা নিয়ে শুরু করেন চাষাবাদ। ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে খনন করেন পুকুর। শুরু করেন মাছ চাষ। সেই পুকুরের পাড়ে চাষ করেন লাউ, শিম, বেগুন, ঢেঁড়স ও পেঁপে।

গত বছরের অক্টোবর মাসে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পেঁপে চাষের প্রদর্শনী শুরু করেন তিনি। ১৬০টি উন্নত ‘রেড লেডি’ জাতের পেঁপের চারা রোপণ করেন পুকুরের চারপাশে। ইতিমধ্যে ১ হাজার ১০০ কেজি পাকা পেঁপে বিক্রি করে আয় করেছেন ৭০ হাজার টাকা। আরও ৩ হাজার কেজির মতো পেঁপে এখন গাছে রয়েছে নেজামের। 

তিনি বলেন, ‘দেশের অনেক জায়গায় চাকরির জন্য ধর্ণা দিয়েছি। কিন্তু পাইনি। এরপর ভগ্নিপতির কাছ থেকে ৬০ শতক জমি ইজারা নিয়ে চাষাবাদের কাজ শুরু করেছি। এখন মোটামুটি ভালোই আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, এসএসিপি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে নেজামকে উন্নত জাতের পেঁপে চারা, সার ও সার্বিক সহায়তা দেয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত