Ajker Patrika

বোয়ালখালীতে পৌর নির্বাচন শান্তিপূর্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৪
বোয়ালখালীতে পৌর নির্বাচন শান্তিপূর্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন পৌর এলাকার ভোটাররা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ২৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। বেলা ১১টার দিকে ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি বুথে প্রবেশের অভিযোগে মো. জাবেদ নামের এক ব্যক্তিকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রিজ), ২ নম্বর ওয়ার্ডে সিরাজুল হক (উট পাখি), ৩ নম্বর ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল (ড্রয়ার), ৪ নম্বর ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু (উট পাখি), ৬ নম্বর ওয়ার্ডে মো. নাছের (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হক (ব্ল্যাকবোর্ড), ৮ নম্বর ওয়ার্ডে মো. পারভেজ (ডালিম) ও ৯ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (ব্রিজ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি (আনারস), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জোবাইদা বেগম (আনারস) ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শাহনাজ পারভিন নিলু (চশমা) নির্বাচিত হয়েছেন।

এর আগে কোনো প্রার্থী না থাকা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী জহুরুল ইসলাম। নির্বাচনে ৯ ওয়ার্ডে ৫১ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত