‘আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব বেহাত হতে চলেছে’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হাসনাত বলেন, ‘আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব বেহাত হতে চলেছে। মীর জাফরের এক ভুলে ২০০ বছর গোলামি করতে হয়েছে। জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করলে কত বছর গোলামি করতে হবে, তা খোদা ভালো জানেন।’ সমাবেশস্থলে স্টেজে রাখা চেয়ার দেখে বক্তব্য দেওয়ার সময় ক্ষোভ প্রকাশ