গোলটেবিল বৈঠক
আজকের পত্রিকা ডেস্ক

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
এর পরও নানা সংকটের মধ্য দিয়ে চলতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। নীতির বৈরিতা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স আরোপ, ভালো মানের শিক্ষার্থী ও শিক্ষকের সংকটেও ভুগতে হয় তাদের। এই সংকটের একটা বড় অংশের সমাধান হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করলে। কিন্তু দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিন দশকের বেশি সময় পেরোলেও তা চালু করা যায়নি।
তাই পিএইচডি প্রোগ্রাম দ্রুততম সময়ে চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, উপাচার্য, উপ-উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা। রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক গোলটেবিল বৈঠকে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বর্তমান অবস্থা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে আজকের পত্রিকা।
বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুযোগ দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার পরিবেশ দিতে হবে। চাকরির বাজারে তারা কীভাবে ভূমিকা রাখছে, তা দেখতে হবে।
পিএইচডি প্রোগ্রাম চালু করার আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন সবুর খান। পিএইচডি পলিসি (নীতিমালা) হয়ে গেছে; কিন্তু জারি করা হচ্ছে না—এই তথ্য জানিয়ে তিনি বলেন, পিএইচডি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে অনেকে দু-একজন বা দু-একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংগতি তুলে ধরেন। কিন্তু দু-একজনকে দিয়ে পুরো জাতিকে বিবেচনা করা ঠিক নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা তুলে ধরেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, মানসম্মত শিক্ষক পাওয়া অত্যন্ত কঠিন। যাঁরা বিদেশে পিএইচডি করছেন, তাঁরা দেশে আসতে চান না। সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ আছে। বেসরকারিতেও এটা থাকা উচিত।
তবে সরকারি-বেসরকারিতে বিশ্ববিদ্যালয়কে ভাগ করাটা বোকামি বলে মন্তব্য করেন আবুল কাশেম মিয়া। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চলবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দিতে হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কড়া ভাষায় কথা বলে, আর সরকারিগুলোকে নরম ভাষায় কথা বলে। সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মধ্যম ক্যাটাগরির (মানের) শিক্ষার্থী পায়। তাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য অনেক কষ্ট করতে হয়। সে জন্য যে শিক্ষক দরকার, তা পাওয়া যাচ্ছে না। শিক্ষক উৎপাদনের উদ্যোগ নিতে হবে। পিএইচডি প্রোগ্রাম থাকতে হবে।
সরকারি বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য যেন আপন ভাই ও সৎভাইয়ের মতো। এ মন্তব্য করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে রয়েছে, তা নয়। র্যাঙ্কিংয়ে কোনো কোনো দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি। এগুলোর মধ্যে ১০৬টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ৩ লাখ ৪১ হাজার ৫৮ শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২১, যা সন্তোষজনক মনে করে ইউজিসি। তবে শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি সেকেন্ড (বিশ্ববিদ্যালয়ে) হয়েও স্বপ্ন দেখিনি শিক্ষক হব। কিন্তু এখন মধ্যম মানের মেধাবীরাও শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছে।’
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়ে কিছুটা ভিন্ন কথা বলেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘কেউ মনে করেন, এটি করা উচিত। আবার কেউ বলবেন, আরেকটু ভাবা উচিত। পিএইচডি নিয়ে ব্যাড এক্সাম্পল (খারাপ উদাহরণ) সৃষ্টি হয়েছে।’ তাঁর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম না থাকলেও গবেষণার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় গবেষণায় কত বিনিয়োগ করছে, সেটা দেখা উচিত বলে মতপ্রকাশ করেন তিনি।
শিক্ষক-সংকটের কথা জানিয়ে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, ‘আমরা লেকচারারকে দিয়ে ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছি। কারণ, আমাদের হাত-পা বাঁধা। আমাদের টিচার নেই।’
এসব সংকট সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সে ধারায় যেতে পারেনি বলে মনে করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর আরোপের বিষয়ে তিনি বলেন, ‘বৈষম্যমূলক সরকারের সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যাক্স বসানো হয়েছিল। ইনকাম যার নাই, সে কেন ট্যাক্স দেবে? আমাদের প্রফিট হওয়ার সুযোগ কোথায়?’
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় দখল দেখেছি। ভবিষ্যতে আমরা যেন রাজনৈতিক চাপে না পড়ি।’ বিভিন্ন ক্ষেত্রে পিএইচডিধারীর আধিক্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ ও প্রশাসনে পিএইচডির উৎপাত দেখি। এত পিএইচডি দিয়ে আমরা কী করব?’
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনুদান বাড়ানোর ওপর জোর দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. আসাদ উল্লাহ আল-হোসেন। তিনি বলেন, যে অনুদান দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহেলা করা হচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি থেকে শিক্ষার্থী নিচ্ছে না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক এ এম এম হামিদুর রহমান তাঁদের বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেন, ‘আমরা দেশে এবং সারা বিশ্বে ভালো অবস্থানে আছি। আমাদের ২২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। আর তিনজন বিদেশি শিক্ষক রয়েছেন।’
বৈঠকে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। বৈঠক সঞ্চালনা করেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী।

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
এর পরও নানা সংকটের মধ্য দিয়ে চলতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। নীতির বৈরিতা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স আরোপ, ভালো মানের শিক্ষার্থী ও শিক্ষকের সংকটেও ভুগতে হয় তাদের। এই সংকটের একটা বড় অংশের সমাধান হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করলে। কিন্তু দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিন দশকের বেশি সময় পেরোলেও তা চালু করা যায়নি।
তাই পিএইচডি প্রোগ্রাম দ্রুততম সময়ে চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, উপাচার্য, উপ-উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা। রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক গোলটেবিল বৈঠকে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বর্তমান অবস্থা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে আজকের পত্রিকা।
বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুযোগ দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার পরিবেশ দিতে হবে। চাকরির বাজারে তারা কীভাবে ভূমিকা রাখছে, তা দেখতে হবে।
পিএইচডি প্রোগ্রাম চালু করার আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন সবুর খান। পিএইচডি পলিসি (নীতিমালা) হয়ে গেছে; কিন্তু জারি করা হচ্ছে না—এই তথ্য জানিয়ে তিনি বলেন, পিএইচডি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে অনেকে দু-একজন বা দু-একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংগতি তুলে ধরেন। কিন্তু দু-একজনকে দিয়ে পুরো জাতিকে বিবেচনা করা ঠিক নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা তুলে ধরেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, মানসম্মত শিক্ষক পাওয়া অত্যন্ত কঠিন। যাঁরা বিদেশে পিএইচডি করছেন, তাঁরা দেশে আসতে চান না। সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ আছে। বেসরকারিতেও এটা থাকা উচিত।
তবে সরকারি-বেসরকারিতে বিশ্ববিদ্যালয়কে ভাগ করাটা বোকামি বলে মন্তব্য করেন আবুল কাশেম মিয়া। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চলবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দিতে হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কড়া ভাষায় কথা বলে, আর সরকারিগুলোকে নরম ভাষায় কথা বলে। সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মধ্যম ক্যাটাগরির (মানের) শিক্ষার্থী পায়। তাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য অনেক কষ্ট করতে হয়। সে জন্য যে শিক্ষক দরকার, তা পাওয়া যাচ্ছে না। শিক্ষক উৎপাদনের উদ্যোগ নিতে হবে। পিএইচডি প্রোগ্রাম থাকতে হবে।
সরকারি বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য যেন আপন ভাই ও সৎভাইয়ের মতো। এ মন্তব্য করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে রয়েছে, তা নয়। র্যাঙ্কিংয়ে কোনো কোনো দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি। এগুলোর মধ্যে ১০৬টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ৩ লাখ ৪১ হাজার ৫৮ শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২১, যা সন্তোষজনক মনে করে ইউজিসি। তবে শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি সেকেন্ড (বিশ্ববিদ্যালয়ে) হয়েও স্বপ্ন দেখিনি শিক্ষক হব। কিন্তু এখন মধ্যম মানের মেধাবীরাও শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছে।’
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়ে কিছুটা ভিন্ন কথা বলেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘কেউ মনে করেন, এটি করা উচিত। আবার কেউ বলবেন, আরেকটু ভাবা উচিত। পিএইচডি নিয়ে ব্যাড এক্সাম্পল (খারাপ উদাহরণ) সৃষ্টি হয়েছে।’ তাঁর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম না থাকলেও গবেষণার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় গবেষণায় কত বিনিয়োগ করছে, সেটা দেখা উচিত বলে মতপ্রকাশ করেন তিনি।
শিক্ষক-সংকটের কথা জানিয়ে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, ‘আমরা লেকচারারকে দিয়ে ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছি। কারণ, আমাদের হাত-পা বাঁধা। আমাদের টিচার নেই।’
এসব সংকট সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সে ধারায় যেতে পারেনি বলে মনে করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর আরোপের বিষয়ে তিনি বলেন, ‘বৈষম্যমূলক সরকারের সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যাক্স বসানো হয়েছিল। ইনকাম যার নাই, সে কেন ট্যাক্স দেবে? আমাদের প্রফিট হওয়ার সুযোগ কোথায়?’
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় দখল দেখেছি। ভবিষ্যতে আমরা যেন রাজনৈতিক চাপে না পড়ি।’ বিভিন্ন ক্ষেত্রে পিএইচডিধারীর আধিক্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ ও প্রশাসনে পিএইচডির উৎপাত দেখি। এত পিএইচডি দিয়ে আমরা কী করব?’
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনুদান বাড়ানোর ওপর জোর দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. আসাদ উল্লাহ আল-হোসেন। তিনি বলেন, যে অনুদান দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহেলা করা হচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি থেকে শিক্ষার্থী নিচ্ছে না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক এ এম এম হামিদুর রহমান তাঁদের বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেন, ‘আমরা দেশে এবং সারা বিশ্বে ভালো অবস্থানে আছি। আমাদের ২২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। আর তিনজন বিদেশি শিক্ষক রয়েছেন।’
বৈঠকে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। বৈঠক সঞ্চালনা করেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী।
গোলটেবিল বৈঠক
আজকের পত্রিকা ডেস্ক

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
এর পরও নানা সংকটের মধ্য দিয়ে চলতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। নীতির বৈরিতা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স আরোপ, ভালো মানের শিক্ষার্থী ও শিক্ষকের সংকটেও ভুগতে হয় তাদের। এই সংকটের একটা বড় অংশের সমাধান হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করলে। কিন্তু দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিন দশকের বেশি সময় পেরোলেও তা চালু করা যায়নি।
তাই পিএইচডি প্রোগ্রাম দ্রুততম সময়ে চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, উপাচার্য, উপ-উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা। রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক গোলটেবিল বৈঠকে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বর্তমান অবস্থা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে আজকের পত্রিকা।
বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুযোগ দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার পরিবেশ দিতে হবে। চাকরির বাজারে তারা কীভাবে ভূমিকা রাখছে, তা দেখতে হবে।
পিএইচডি প্রোগ্রাম চালু করার আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন সবুর খান। পিএইচডি পলিসি (নীতিমালা) হয়ে গেছে; কিন্তু জারি করা হচ্ছে না—এই তথ্য জানিয়ে তিনি বলেন, পিএইচডি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে অনেকে দু-একজন বা দু-একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংগতি তুলে ধরেন। কিন্তু দু-একজনকে দিয়ে পুরো জাতিকে বিবেচনা করা ঠিক নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা তুলে ধরেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, মানসম্মত শিক্ষক পাওয়া অত্যন্ত কঠিন। যাঁরা বিদেশে পিএইচডি করছেন, তাঁরা দেশে আসতে চান না। সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ আছে। বেসরকারিতেও এটা থাকা উচিত।
তবে সরকারি-বেসরকারিতে বিশ্ববিদ্যালয়কে ভাগ করাটা বোকামি বলে মন্তব্য করেন আবুল কাশেম মিয়া। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চলবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দিতে হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কড়া ভাষায় কথা বলে, আর সরকারিগুলোকে নরম ভাষায় কথা বলে। সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মধ্যম ক্যাটাগরির (মানের) শিক্ষার্থী পায়। তাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য অনেক কষ্ট করতে হয়। সে জন্য যে শিক্ষক দরকার, তা পাওয়া যাচ্ছে না। শিক্ষক উৎপাদনের উদ্যোগ নিতে হবে। পিএইচডি প্রোগ্রাম থাকতে হবে।
সরকারি বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য যেন আপন ভাই ও সৎভাইয়ের মতো। এ মন্তব্য করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে রয়েছে, তা নয়। র্যাঙ্কিংয়ে কোনো কোনো দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি। এগুলোর মধ্যে ১০৬টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ৩ লাখ ৪১ হাজার ৫৮ শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২১, যা সন্তোষজনক মনে করে ইউজিসি। তবে শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি সেকেন্ড (বিশ্ববিদ্যালয়ে) হয়েও স্বপ্ন দেখিনি শিক্ষক হব। কিন্তু এখন মধ্যম মানের মেধাবীরাও শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছে।’
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়ে কিছুটা ভিন্ন কথা বলেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘কেউ মনে করেন, এটি করা উচিত। আবার কেউ বলবেন, আরেকটু ভাবা উচিত। পিএইচডি নিয়ে ব্যাড এক্সাম্পল (খারাপ উদাহরণ) সৃষ্টি হয়েছে।’ তাঁর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম না থাকলেও গবেষণার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় গবেষণায় কত বিনিয়োগ করছে, সেটা দেখা উচিত বলে মতপ্রকাশ করেন তিনি।
শিক্ষক-সংকটের কথা জানিয়ে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, ‘আমরা লেকচারারকে দিয়ে ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছি। কারণ, আমাদের হাত-পা বাঁধা। আমাদের টিচার নেই।’
এসব সংকট সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সে ধারায় যেতে পারেনি বলে মনে করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর আরোপের বিষয়ে তিনি বলেন, ‘বৈষম্যমূলক সরকারের সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যাক্স বসানো হয়েছিল। ইনকাম যার নাই, সে কেন ট্যাক্স দেবে? আমাদের প্রফিট হওয়ার সুযোগ কোথায়?’
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় দখল দেখেছি। ভবিষ্যতে আমরা যেন রাজনৈতিক চাপে না পড়ি।’ বিভিন্ন ক্ষেত্রে পিএইচডিধারীর আধিক্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ ও প্রশাসনে পিএইচডির উৎপাত দেখি। এত পিএইচডি দিয়ে আমরা কী করব?’
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনুদান বাড়ানোর ওপর জোর দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. আসাদ উল্লাহ আল-হোসেন। তিনি বলেন, যে অনুদান দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহেলা করা হচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি থেকে শিক্ষার্থী নিচ্ছে না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক এ এম এম হামিদুর রহমান তাঁদের বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেন, ‘আমরা দেশে এবং সারা বিশ্বে ভালো অবস্থানে আছি। আমাদের ২২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। আর তিনজন বিদেশি শিক্ষক রয়েছেন।’
বৈঠকে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। বৈঠক সঞ্চালনা করেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী।

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
এর পরও নানা সংকটের মধ্য দিয়ে চলতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। নীতির বৈরিতা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স আরোপ, ভালো মানের শিক্ষার্থী ও শিক্ষকের সংকটেও ভুগতে হয় তাদের। এই সংকটের একটা বড় অংশের সমাধান হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করলে। কিন্তু দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিন দশকের বেশি সময় পেরোলেও তা চালু করা যায়নি।
তাই পিএইচডি প্রোগ্রাম দ্রুততম সময়ে চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, উপাচার্য, উপ-উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা। রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক গোলটেবিল বৈঠকে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বর্তমান অবস্থা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে আজকের পত্রিকা।
বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুযোগ দিতে হবে। সুস্থ প্রতিযোগিতার পরিবেশ দিতে হবে। চাকরির বাজারে তারা কীভাবে ভূমিকা রাখছে, তা দেখতে হবে।
পিএইচডি প্রোগ্রাম চালু করার আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন সবুর খান। পিএইচডি পলিসি (নীতিমালা) হয়ে গেছে; কিন্তু জারি করা হচ্ছে না—এই তথ্য জানিয়ে তিনি বলেন, পিএইচডি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে অনেকে দু-একজন বা দু-একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংগতি তুলে ধরেন। কিন্তু দু-একজনকে দিয়ে পুরো জাতিকে বিবেচনা করা ঠিক নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা তুলে ধরেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, মানসম্মত শিক্ষক পাওয়া অত্যন্ত কঠিন। যাঁরা বিদেশে পিএইচডি করছেন, তাঁরা দেশে আসতে চান না। সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ আছে। বেসরকারিতেও এটা থাকা উচিত।
তবে সরকারি-বেসরকারিতে বিশ্ববিদ্যালয়কে ভাগ করাটা বোকামি বলে মন্তব্য করেন আবুল কাশেম মিয়া। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চলবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দিতে হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কড়া ভাষায় কথা বলে, আর সরকারিগুলোকে নরম ভাষায় কথা বলে। সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মধ্যম ক্যাটাগরির (মানের) শিক্ষার্থী পায়। তাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য অনেক কষ্ট করতে হয়। সে জন্য যে শিক্ষক দরকার, তা পাওয়া যাচ্ছে না। শিক্ষক উৎপাদনের উদ্যোগ নিতে হবে। পিএইচডি প্রোগ্রাম থাকতে হবে।
সরকারি বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য যেন আপন ভাই ও সৎভাইয়ের মতো। এ মন্তব্য করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে রয়েছে, তা নয়। র্যাঙ্কিংয়ে কোনো কোনো দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি। এগুলোর মধ্যে ১০৬টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ৩ লাখ ৪১ হাজার ৫৮ শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২১, যা সন্তোষজনক মনে করে ইউজিসি। তবে শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি সেকেন্ড (বিশ্ববিদ্যালয়ে) হয়েও স্বপ্ন দেখিনি শিক্ষক হব। কিন্তু এখন মধ্যম মানের মেধাবীরাও শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছে।’
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়ে কিছুটা ভিন্ন কথা বলেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘কেউ মনে করেন, এটি করা উচিত। আবার কেউ বলবেন, আরেকটু ভাবা উচিত। পিএইচডি নিয়ে ব্যাড এক্সাম্পল (খারাপ উদাহরণ) সৃষ্টি হয়েছে।’ তাঁর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম না থাকলেও গবেষণার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় গবেষণায় কত বিনিয়োগ করছে, সেটা দেখা উচিত বলে মতপ্রকাশ করেন তিনি।
শিক্ষক-সংকটের কথা জানিয়ে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, ‘আমরা লেকচারারকে দিয়ে ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছি। কারণ, আমাদের হাত-পা বাঁধা। আমাদের টিচার নেই।’
এসব সংকট সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সে ধারায় যেতে পারেনি বলে মনে করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর আরোপের বিষয়ে তিনি বলেন, ‘বৈষম্যমূলক সরকারের সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যাক্স বসানো হয়েছিল। ইনকাম যার নাই, সে কেন ট্যাক্স দেবে? আমাদের প্রফিট হওয়ার সুযোগ কোথায়?’
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় দখল দেখেছি। ভবিষ্যতে আমরা যেন রাজনৈতিক চাপে না পড়ি।’ বিভিন্ন ক্ষেত্রে পিএইচডিধারীর আধিক্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পুলিশ ও প্রশাসনে পিএইচডির উৎপাত দেখি। এত পিএইচডি দিয়ে আমরা কী করব?’
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা অনুদান বাড়ানোর ওপর জোর দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. আসাদ উল্লাহ আল-হোসেন। তিনি বলেন, যে অনুদান দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহেলা করা হচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি থেকে শিক্ষার্থী নিচ্ছে না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক এ এম এম হামিদুর রহমান তাঁদের বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেন, ‘আমরা দেশে এবং সারা বিশ্বে ভালো অবস্থানে আছি। আমাদের ২২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। আর তিনজন বিদেশি শিক্ষক রয়েছেন।’
বৈঠকে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। বৈঠক সঞ্চালনা করেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী।

প্রতিবছরের ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে ৮ জুলাই ঢাকায় আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস...
১১ জুলাই ২০২৫
আগামীর পৃথিবী গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি। নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে নিজেদের পরিবার গঠনের ক্ষেত্রে তারুণ্যকে ক্ষমতায়ন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। সম্পর্ক, পরিবার গঠন, পিতামাতার ভূমিকা গ্রহণ বিষয়ে সচেতন...
০৯ জুলাই ২০২৫
মাসিক বা পিরিয়ড নারীজীবনের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আমাদের দেশে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে অস্বস্তিতে পড়েন। মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। প্রতিবছরের ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মে আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত
২৮ মে ২০২৫
নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে জনসমক্ষে আলোচনা ও সচেতনতা জরুরি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার ভেঙে বিষয়টিকে নারী ও পুরুষ সবার কাছে সহজ ও স্বাভাবিক করে তুলতে সবাইকে কাজ করতে হবে। স্যানিটারি প্যাডের সহজলভ্যতা, তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এবং ব্যবহারের পরে পরিবেশসম্মতভাবে ফেলে দেওয়ার দিক
২৫ মে ২০২৫প্রতিবছরের ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে ৮ জুলাই ঢাকায় আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি), প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ), আজকের পত্রিকা এবং দ্য ডেইলি নিউ এইজ। পাঠকদের জন্য গোলটেবিলের আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো—
নিজস্ব প্রতিবেদক, ঢাকা


তরুণদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়
বাংলাদেশ বেশ এগিয়েছে। আমরা যদি গড় আয়ু চিন্তা করি, সারা বিশ্বে পুরুষের গড় আয়ু ৭১ বছর। বাংলাদেশে এটা ৭৪। সারা বিশ্বে নারীর গড় আয়ু ৭৪। বাংলাদেশে এটা ৭৬ বছর। সুতরাং এদিকে আমাদের অগ্রগতি হয়েছে। আমাদের দেশের জনসংখ্যা ১৭ কোটি বা ১৮ কোটি হলে তার মোটামুটি ৯ কোটি নারী। অ্যাডোলেসেন্ট বা কিশোর-কিশোরী এত দিন ২০ শতাংশ ছিল, এখন একটু কমে ১৯ শতাংশ হয়েছে। তাতেও বর্তমানে এই বয়সীদের সংখ্যা দেশে সাড়ে ৩ কোটির মতো। বাংলাদেশে তরুণদের সংজ্ঞা একটু ভিন্ন। আমাদের দেশে এটা ১৮ থেকে ৩৫ বছর। কিন্তু জাতিসংঘের হিসাবে ১৫ থেকে ২৪ বছর পর্যন্ত তরুণ হিসেবে ধরা হয়। ‘অ্যাডোলেসেন্ট এবং ইয়ুথ’ একসঙ্গে যদি চিন্তা করি—আমরা যাকে ‘ইয়াং পিপল’ বলি, সেই তরুণেরা আমাদের জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তরুণ জনগোষ্ঠীর গুরুত্ব কত। যে দেশে তরুণেরা জনগোষ্ঠীর এত বিশাল অংশ, সে দেশে তাদের বাদ দিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা নীতি নিয়ে আমরা এগোতে পারব বলে মনে করি না। ক্লাইমেট ভালনারেবল সিচুয়েশনে আমাদের ছেলেমেয়েরা ‘আনসারটেইনিটি অব প্যারেন্টহুড’ এর কারণে হয় আগে, না হয় দেরিতে বিয়ে করছে। তাদের কেন্দ্র করে পরিবার গঠনের বিষয় নিয়ে আরও গভীরে ভাবতে হবে।

কিশোরীদের ক্ষমতায়নে পিতৃতন্ত্র বড় বাধা এখনো
জলবায়ু পরিবর্তন আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিশোরীদের প্রজননস্বাস্থ্যের ওপর ভয়াবহ বিপদ হয়ে উঠতে পারে। ভবিষ্যতে স্বাস্থ্যের জন্য একটা খারাপ দিক হয়ে দাঁড়াবে এটি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে তরুণদের সক্ষমতা আর কতখানি? এই সমাজে এখনো পরিবারের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকার চেষ্টা করি। আমরা হয়তো সবকিছু প্রস্তুত করে তাঁদের সামনে নিয়ে গেলাম। তাঁরা ‘হ্যাঁ’ অথবা ‘না’—বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন। সঙ্গী নির্বাচন থেকে কিন্তু বিষয়টা শুরু হলো। এরপরে বিয়ে, বাচ্চা নেওয়ার সময়—এ বিষয়গুলো ক্ষমতায়নের মধ্যে আসবে। কয়টা বাচ্চা নেব? দুই বাচ্চার মধ্যে কত বছর ব্যবধান থাকবে? এই প্রতিটি বিষয় পরিবারের যাঁর কাছে সিদ্ধান্তের জন্য উপস্থাপন করেছিলাম, তাঁর কাছ থেকেই নির্দেশনা আসে। জ্ঞান, দক্ষতা, অধিকার ও সুযোগ—এগুলো ক্ষমতায়নের মাধ্যম। কিন্তু এগুলো একজন কিশোরী বা কিশোরকে দিলেই কি সে ক্ষমতাবান হয়ে যাবে? আমাদের দেশে এ ক্ষেত্রে কিছু সাংস্কৃতিক প্রতিবন্ধকতা আছে। সেই জায়গায় আলোকপাত করতে হবে। পিতৃতন্ত্র পরিবর্তন হয়নি এখনো। পরিবারের যাঁরা সিদ্ধান্ত নেন, সেই বড়দের যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে যতই তরুণদের ক্ষমতায়নের চেষ্টা করি না কেন, প্রকৃত ক্ষমতায়ন হবে না। এ জন্য আমাদের বড়দের ওপরও নজর দিতে হবে।

নীতির ঘাটতি নয়, বাস্তবায়নেই সবচেয়ে বিপত্তি
আমাদের অনেক কিছুই অর্জিত হয়েছে। কিন্তু ১৫-১৬ বছরের কাজের অভিজ্ঞতা থেকে বলব, একটা অতৃপ্তি থেকেই গেছে। এত কিছু করলাম, তার কতটুকু টেকসই হলো? অ্যাডোলেসেন্ট কর্নারের কথা বলা হয়েছে, এটা স্বাস্থ্য বিভাগের অপারেশন প্ল্যানে চলে গেছে। সেখানে কিশোর বয়সীরা তাদের প্রজননস্বাস্থ্য সম্পর্কে জানার সুযোগ পাবে। সরকারের সেবার গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু তারপরেও তো কিছু একটা পাবে। কিশোর-কিশোরীরা অন্তত একটা জায়গায় যেতে পারবে। এখনকার যে স্বাস্থ্যবিষয়ক প্রকল্পগুলো হচ্ছে, সেগুলো একেবারেই আলাদা। যেভাবে ওনাদের সঙ্গে দাতাগোষ্ঠী কাজ করেছে, সরকারের কাজটাকে যে জায়গায় নিয়ে আসা হয়েছিল, সেটি এখন আর খুঁজে পাচ্ছি না। আমি একপ্রকার হতাশ। এখনো অনেক কাজ করতে হবে। বাংলাদেশে অনেক ভালো নীতি তৈরি হয়। কিন্তু আমাদের নীতিগুলোতে আন্তসম্পর্ক থাকে না। আমরা যেসব আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করি, স্থানীয় নীতির সঙ্গে তার একটা দূরত্ব থেকে যায়। আমরা যে কনভেনশনে স্বাক্ষর করলাম, সেটার আঙ্গিকেই তো স্থানীয় নীতি নির্ধারিত হবে। কিন্তু ওই জায়গায় আমরা যেতে পারছি না। গৃহীত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশে অনেক সমস্যা। নীতি, অ্যাকশন প্ল্যান তৈরিসহ সবকিছু শেষ করলাম। তখন সরকার পরিবর্তন হয়ে গেল। গৃহীত নীতিগুলো বাস্তবায়ন করা গেলেও কিন্তু অনেক দূর এগোনো যায়। ২০২৪ সালের পরে বাংলাদেশে একটা পরিবর্তিত প্রেক্ষাপট দেখতে পাচ্ছি।

নীতিনির্ধারণে তরুণদের কণ্ঠ শুনতে হবে
তারুণ্যের ক্ষমতায়ন কীভাবে হবে, যদি তরুণদের কণ্ঠই শোনা না যায়? আমরা প্রায়ই দেখি, পরিবার পরিকল্পনা কিংবা স্বাস্থ্যনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তরুণদের অংশগ্রহণকে অগ্রাহ্য করা হয়। প্রায়ই দেখা যায়, জ্যেষ্ঠ নীতিনির্ধারকেরা মনে করেন, তারুণ্যের ব্যাপারে তাঁরাই ভালো বোঝেন। তাঁরা নিজেদের সময়ের অভিজ্ঞতা দিয়ে আজকের তরুণদের বাস্তবতা মেপে ফেলেন। তাঁদের বুঝতে হবে, সময় পাল্টে গেছে। এখনকার প্রজন্ম সম্পূর্ণ আলাদাভাবে বড় হচ্ছে। তাদের সমাজভাবনা, প্রযুক্তির সঙ্গে যোগাযোগ—সবকিছুই আলাদা। আমাদের মত যদি শোনা না হয়, তাহলে তো সমস্যা। আমি মনে করি, যেসব নীতি আমাদের জীবনের ওপর প্রভাব ফেলবে, সেসব নীতিতে আমাদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা উচিত। সব নীতি নির্ধারণের জায়গায় তারুণ্যের অংশগ্রহণ রাখতে হবে। শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণ নয়, নীতি নির্ধারণে তাদের গুরুত্ব দিতে হবে। শুধু শহর নয়, তৃণমূল পর্যায় থেকেও তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। তরুণদের বাস্তবতা, বয়স ও প্রেক্ষাপট বুঝে বন্ধুত্বপূর্ণ ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

অবহেলিত জনগোষ্ঠীর জন্য নেই টেকসই সমাধান
আমরা ২০ থেকে ২৫ বছর ধরে যৌনকর্মী ও মাদকসেবীদের নিয়ে কাজ করেছি। দুই জায়গায় দুই ধরনের চ্যালেঞ্জ। যৌনকর্মীরা খুব অল্প বয়সে পেশায় প্রবেশ করেন। বেশির ভাগ ক্ষেত্রে অনিচ্ছায়। বিভিন্ন সামাজিক কারণে তাঁরা স্বাস্থ্যসেবা থেকে অনেক দূরে থাকেন। যেমন একসময় তাঁরা স্যান্ডেল পর্যন্ত পরতে পারতেন না। সামাজিক ট্যাবু ছিল, তাঁরা স্যান্ডেল পরতে পারবেন না। এটার পরিবর্তন হয়েছে। নিজেদের কাজের ধরন কেমন হবে, এটা তাঁরাও নির্ধারণ করতে পারেন না। কারণ, গ্রাহকের চাহিদা অনুযায়ী তাঁদের সেবা দিতে হয়। অনেক গ্রাহক কনডম ব্যবহার করতে চান না। যদি বলি, যৌনকর্ম একটা পেশা; তাহলে সেই পেশায় তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা বাংলাদেশে তৈরি হয়নি। মাদকসেবীদের কথা বললে রাষ্ট্র এটাকে অপরাধ হিসেবে দেখে। মাদকের সঙ্গে জড়িতরা এ থেকে নিরাময়ের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে, দেশে প্রায় এক কোটি মাদকসেবী আছে। এই বিশাল জনগোষ্ঠীকে আমরা আসলে কোনো পরিকল্পনার মধ্যে রেখেছি বলে মনে হয় না। রাষ্ট্র কোনো সিদ্ধান্তে না এলে এটা অর্থনৈতিক বা সামাজিকভাবে একটা ভয়ংকর দুর্যোগ তৈরি করবে।

প্রকল্প নয়, চাই টেকসই রাজনৈতিক অঙ্গীকার
বাংলাদেশে বেশির ভাগ কাজই হয় প্রকল্পভিত্তিক। প্রকল্প শেষ তো কাজও শেষ। তরুণ জনগোষ্ঠীকে ‘পাওয়ার অব দ্য গ্লোব’ বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই শক্তিটা কীভাবে ব্যবহার করা হবে। এ রকম একটা শক্তি যদি খারাপ দিকে যায়, তা সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর ভালো দিকটা যদি ব্যবহার করা হয়, তাহলে এটা নতুন একটি পৃথিবী গড়তে পারে। আমাদের দেশে ৭৭ শতাংশ নারীই সন্তানধারণের ক্ষেত্রে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না। প্রতি তিনজনে একজন মা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হচ্ছেন। এত বছর যে হাজার হাজার কোটি টাকা আমরা বিনিয়োগ করলাম, তার টেকসই প্রভাব কোথায়? সরকারের রাজনৈতিক অঙ্গীকার না থাকলে এই বিষয়ে অগ্রগতি সম্ভব নয়। কারণ, এনজিওগুলো একা এটা পারবে না। কারণ, তারা কেবল তহবিল পেলেই কাজ করতে পারে, অন্যথায় নয়। ‘রিটার্ন অব ইনভেস্টমেন্ট’ (বিনিয়োগের ফলাফল)-এর বিষয়টিও আমাদের দেখতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত এসআরএইচআরের (যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার) পেছনে যে বিনিয়োগ করা হয়েছে, তার কি ফল আমরা পেয়েছি? নাকি এটা ওয়েস্টেজ (অপব্যয়)? এক ডলার খরচ করে যদি আমরা দেখি, হাফ ডলারও আসেনি, তাহলে এটা অপব্যয়। এক ডলার খরচ করে যদি শিক্ষা, জ্ঞান, স্বাস্থ্য বা প্রজননস্বাস্থ্যের মাধ্যমে দেড় ডলারও ফিরে আসে, তাহলে বলব, এটা একটা ভালো ইঙ্গিত।

ক্ষমতায়নে বাদ না পড়ুক কেউই কখনো
সার্বিকভাবে তারুণ্যের ক্ষমতা তখনই কাজে আসবে, যখন সব ধরনের তরুণকে কাজে লাগানো হবে। আমি বলতে চাচ্ছি বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের কথা। তাঁদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যখন মাঠপর্যায়ে কাজ করতে যাই, তখন দেখি, বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীরা স্বাস্থ্যসেবা থেকে উপেক্ষিত থাকেন। ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন না। এটা শুধু উন্নয়নগত চ্যালেঞ্জ নয়, মানবাধিকার লঙ্ঘনও বটে। সে কারণে আহ্বান থাকবে, আমরা যেন সব প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের শারীরিক প্রবেশাধিকার নিশ্চিত করতে পারি। আর কেউ যেন তাঁর লৈঙ্গিক কিংবা সামাজিক পরিচয়ের কারণে পিছিয়ে না পড়েন।

তরুণদের অংশগ্রহণ ছাড়া পরিবর্তন সম্ভব নয়
সহিংসতা, বাল্যবিবাহ, কম বয়সে গর্ভধারণ—এগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত। এর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে। এটাকে পরিবর্তন করতে চাইলে তরুণদের ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। তবে শুধু তরুণদের ক্ষমতায়ন এককভাবে এর পরিবর্তন করতে পারবে না। এর সঙ্গে আরও নানা বিষয় যুক্ত আছে। সেগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ২০ বছর আগের চিত্রের সঙ্গে এখনকার চিত্রের অনেক পার্থক্য। আগে বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণেরা ছিলেন না, কিন্তু এখন আছেন। প্রশ্ন হলো, তাঁরা কি নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারছেন? তরুণদেরও তথ্য দিয়ে তৈরি করতে হবে। তাঁরা যখন প্রতিনিধিত্ব করবেন, তখন সিদ্ধান্ত দেওয়ার বিষয়টা আরও অনেক শক্তিশালী হবে।

তরুণদের জনস্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার জরুরি
বিশ্ব জনসংখ্যা দিবস পালন প্রথম শুরু হয় ১৯৮৯ সালে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির উদ্যোগে। এর পর থেকে দিবসটি পালনে সমন্বয় করে আসছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এর লক্ষ্য হলো, জনসংখ্যা-সম্পর্কিত বিষয়সমূহ এবং উন্নয়ন, স্বাস্থ্য, মানবাধিকার সম্পর্কে বৈশ্বিক সচেতনতা বাড়ানো। বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ত্রিশের নিচে। বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা জনসংখ্যার ২৮ শতাংশ। এই জনমিতির সুবিধা নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমান তরুণ প্রজন্মের পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।

অচলায়তন ভাঙতে হবে
তরুণদের ক্ষমতায়ন ছাড়া সুষ্ঠু পরিবার গঠন করা সম্ভব নয়। জাতীয় সমীক্ষার তথ্য অনুযায়ী, আমাদের দেশে ৬৪ শতাংশ কিশোরী জীবনে প্রথম মাসিক হওয়ার আগে এ সম্পর্কে জানতই না। ৫০ শতাংশ কিশোরী এখনো মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করে। আবার মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলার চেয়ে যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলা আরও কঠিন। এই অচলায়তন চলতে দেওয়া যায় না। এটি ভাঙতে না পারাটা আমাদের জন্য লজ্জার। তরুণদের আমি চেঞ্জমেকার হিসেবে দেখি। তাদের ক্ষমতায়ন করা জরুরি। আচরণগত পরিবর্তন আসতে হবে। শুধু জ্ঞানই সবকিছু নয়।

সেবাকেন্দ্র তরুণদের প্রয়োজন অনুযায়ী প্রস্তুত হোক
আমরা অনেক সামাজিক ট্যাবু, লজ্জা ভাঙতে পারছি না। এটা নতুন প্রজন্মের জীবনযাপনে প্রভাব ফেলছে। অ্যাডোলেসেন্ট কর্নারের কথা আমরা বলছি, কিন্তু প্রয়োজনের তুলনায় এটা সীমিত। এই যে এত গার্মেন্টস শ্রমিক রয়েছে বা স্কুল-কলেজে যারা পড়ছে, তারা কি ওই সময়টায় সেবাকেন্দ্রে সেবা নিতে যেতে পারে? যখন তারা সময় পায়, তখন সেবাকেন্দ্রই বন্ধ থাকে। আমাদের সেবাকেন্দ্রগুলো তরুণদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত কি না, সেটা দেখতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। হতাশ হলে চলবে না। অনেক দূর যেতে হবে। সেই প্রত্যয় ও চেষ্টাটা থাকা দরকার।

জনগণের কাছে পৌঁছাতে হবে স্বাস্থ্যসেবা কার্যক্রম
দেশের একজন নাগরিক হিসেবে চাই, আমাদের ছেলেমেয়েরা সব রকমের সাহায্য-সহযোগিতা ও সমর্থন পাক। যৌন, প্রজননস্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে যেন তারা সঠিকভাবে জানতে পারে। নীতিনির্ধারণী পর্যায়ে অনেক কিছুই হয়, কিন্তু সেটা কতটা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটা দেখা দরকার। সিডব্লিউএফডির একটি কর্মসূচি থেকে আমরা স্যানিটারি ন্যাপকিন দিয়ে থাকি। এটা আমরা শুধু কিশোরীদের নয়, তাদের মায়েদেরও দিয়ে থাকি। স্কুলের টয়লেট সংস্কার করে দিচ্ছি। কিন্তু এগুলো সবই পাইলটিং বা পরীক্ষামূলক। কয়েকটি এলাকার মুষ্টিমেয় কিছু মেয়ে এগুলো সম্পর্কে জানছে। তাদের মাধ্যমে হয়তো অন্যরা জানছে। কিন্তু সরকারের মাধ্যমে হলে আরও অনেকের কাছে এ সেবা পৌঁছে দেওয়া যেত।

স্পর্শকাতর অংশ সম্পর্কে শিশু বয়স থেকেই জানাতে হবে
আমরা তরুণদের ক্ষমতায়নের কথা বলছি। তাদের ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য একটা বড় শক্তি। তরুণদের ওপর নানা ক্ষেত্রে নানা মাত্রায় লৈঙ্গিকভিত্তিক সহিংসতা হচ্ছে। তরুণদের কাছে পর্যাপ্ত তথ্য না থাকা এর অন্যতম কারণ। বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন কিংবা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সহিংসতা চালানো হচ্ছে। কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়। রাস্তাঘাটেও সহিংসতা হচ্ছে। সহিংসতা কমাতে হলে তরুণ প্রজন্মের কাছে সঠিক তথ্য দিতে হবে। এটাকে আমরা কীভাবে মোকাবিলা করব, সেটা ভাবতে হবে। শিশু-কিশোরদের শুরু থেকে খারাপ স্পর্শ, ভালো স্পর্শ নিয়ে শিক্ষা দিতে হবে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশ সম্পর্কে শিশু বয়স থেকেই জানাতে হবে।

এসডিজি অর্জন করতে পারব বলে মনে হয় না
বিশ্বে বর্তমানে জনসংখ্যা ৮১০ কোটি। তার মধ্যে তরুণদের সংখ্যা ১৮০ কোটি। তার অর্থ, এরা একটা বিশাল জনগোষ্ঠী। এই তরুণদের বেশির ভাগ উন্নয়নশীল দেশগুলোতে বাস করে। বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট (সিপিআর) এ দেশে খুবই কম। এ কারণে অনিচ্ছাকৃত গর্ভধারণ অনেক বেশি। এ কারণে এইচআইভিতেও আক্রান্ত হচ্ছে অনেকে। মেয়েরা অনেক এগিয়েছে, কিন্তু বাল্যবিবাহের হার এখনো অনেক বেশি। অর্ধেক মেয়েরই ১৫ বছরের আগে বিয়ে হচ্ছে। সামাজিক কারণে এটা হচ্ছে। আমাদের মাতৃমৃত্যুর হার অনেক কমেছে। কিন্তু আমরা কি ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে পারব? আমার মনে হয়, পারব না।

তরুণেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পান না
আমরা প্রায়ই বলি, ইয়ুথ এমপাওয়ারমেন্ট বা মিনিংফুল ইয়ুথ পার্টিসিপেশন। আজকাল প্রায় প্রতিটি এনজিওতে কিছু না কিছু তরুণ স্বেচ্ছাসেবকের গ্রুপ বা তরুণদের ফোরাম থাকে। তরুণেরা কি সত্যি সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার অংশ হচ্ছেন, নাকি তাঁদেরকে নামেমাত্র যুক্ত করা হচ্ছে? অনেক সময় অংশগ্রহণটা মনে হয় নেহাতই নামসর্বস্ব। তরুণেরা অংশগ্রহণ করার সুযোগ পেলেও সব সময় তাঁরা কথা বলার সুযোগ পান না কিংবা কথা বলার সুযোগ পেলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা পান না। এখন তরুণদের ফোরামগুলোতে সিদ্ধান্ত নেন সিনিয়ররা। তরুণদের কাজ শুধু সহযোগিতা বা প্রতিনিধিত্ব করাতে আটকে থাকে।

তরুণ প্রজন্ম একটি বড় ধরনের নিয়ন্ত্রক শক্তি
আমাদের জনসংখ্যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তরুণ; যা জনসংখ্যার প্রায় সাড়ে পাঁচ কোটি। অবশ্য বয়সের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে তরুণের সংজ্ঞা ভিন্ন। কোথাও ২৫ বছর, কোথাও বা ৩৫ বছর বয়স পর্যন্ত তরুণ হিসেবে বিবেচনা করা হয়। এই পার্থক্যটাও আমাদের মাথায় রাখতে হবে। তরুণ প্রজন্ম একটি বড় ধরনের নিয়ন্ত্রক শক্তি বলে মনে করি। তারা সমাজ নিয়ন্ত্রণ করতে পারে। সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আবার এই শক্তিটাকে আমরা যদি সুপথে না রাখতে পারি, যদি সঠিক পরামর্শ দিতে না পারি, তাহলে তাদের মিসলিড (ভুল দিকে চালিত) হওয়ার আশঙ্কাও থেকে যায়।

প্রশ্ন করতে শেখা তরুণ নেতৃত্বের ভিত্তি
প্রশ্ন করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। তরুণ সম্প্রদায় প্রশ্ন করতে শিখলে আগামীতে তাঁদের সমস্যার খানিকটা সমাধান তাঁরাই করতে পারবেন। তরুণেরাই নেতৃত্ব দেবেন। তাহলে আমরা কেমন নেতৃত্ব তৈরি করব? এই সমাজ, এই রাষ্ট্র থেকে বের হয়ে আজকের তরুণেরাই তো নেতৃত্বে যাবেন। তাঁদের স্বাস্থ্য, শিক্ষা, তথ্য পাওয়ার অধিকার—এ সবকিছুই শুধু প্রকল্পভিত্তিক হলে তা টেকসই হবে কি না, এই শঙ্কা থেকে যায়। সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে পরিবর্তনগুলো আনতে হবে। সামগ্রিকভাবে সমাজে যদি পরিবর্তন না আসে, তাহলে পরিবর্তন সম্ভব নয়। এই সমাজ মানে শুধু ঢাকা নয়; এটা অন্তর্ভুক্তিমূলক করতে হবে। যেমন প্রান্তিক জনগোষ্ঠী। তাদের স্বাস্থ্য, খাদ্য—সবকিছুই অন্তর্ভুক্ত করতে হবে।

কথা বোঝানোর দক্ষতা শেখানোয় জোর দিতে হবে
আমরা অনেক উদ্যোগ নিই। কিন্তু সেগুলো সঠিকভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা উচিত। যেমন বাল্যবিবাহ বা কম বয়সে গর্ভধারণ রোধে আমরা কিশোরীদের সঙ্গে কাজ করি। এতে মনে হয়, বাল্যবিবাহ বা কম বয়সে গর্ভধারণ রোধের দায়িত্ব শুধু কিশোরীদের। আমরা যখন এ সম্পর্কে কিশোরীদের পড়াশোনা করাচ্ছি, তখন তাদের কেবল জ্ঞানটুকুই দিচ্ছি। তাকে কেবল এ সম্পর্কে পড়ানোই হয়। কিন্তু ওই মেয়েটাকে এটা শেখানো হয় না যে কীভাবে মা-বাবাকে বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বোঝাতে হবে। এ কারণে তারা প্রায় কখনোই মা-বাবাকে সেভাবে বোঝাতে পারে না। তাদের অন্যকে কথা বোঝানোর দক্ষতা শেখানোয় জোর দিতে হবে।

অধিকাংশ নারী নিজে সিদ্ধান্ত নিতে পারেন না
একটা মেয়ের ১৮ বছর বয়স হওয়ার পর সে পরিণত হয়। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী, একটা মেয়ের পিরিয়ড শুরু হওয়া মানেই সে পরিণত হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া যায়। পিরিয়ডের কারণে অনেকের স্কুলে যাওয়ায় ছেদ পড়ছে, বাল্যবিবাহ হচ্ছে। এখনো অধিকাংশ নারী নিজে সিদ্ধান্ত নিতে পারেন না যে তিনি সন্তান নেবেন কি না। তাই এখনো অসংখ্য প্রসবকালীন মাতৃমৃত্যু ঘটছে। এসআরএইচআর আমার একটা অধিকার। এই অধিকার প্রতিনিয়ত হরণ করে নেওয়া হচ্ছে। প্রত্যেক তরুণের মনে এই ধারণাটা রাখতে হবে, আমার পরিবার আমার পছন্দে। আমি যদি আমার পছন্দে পরিবার গড়তে পারি, তাহলে আমার জীবন পরিবর্তন করতে পারব।
যাঁরা অংশ নিয়েছিলেন
সঞ্চালক
ড. নূর মোহাম্মদ
নির্বাহী পরিচালক, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)
আলোচক
আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন
অধ্যাপক ও চেয়ারম্যান, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মাশফিকা জামান সাটিয়ার
সিনিয়র পলিসি অ্যাডভাইজার, জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি, নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকা
সাবিক রহমান
সদস্যসচিব, ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক
ড. মো. গোলাম রহমান
সম্পাদক, আজকের পত্রিকা
ডা. মো. শহিদুল ইসলাম
সিনিয়র ম্যানেজার, এইচআইভি প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল
ডা. কাজী গোলাম রাসুল
সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব হেলথ, ফ্রেন্ডশিপ
সুহাস মাহমুদ
প্রোগ্রাম কো-অর্ডিনেটর, পিএসটিসি
ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার
প্রেসিডেন্ট, নেয়ার্স (এনইএআরএস)
ডা. মো. মাহবুবুল আলম
হেড অব প্রোগ্রামস, পিএসটিসি
অলক কুমার মজুমদার
পরিচালক, প্রোগ্রাম অ্যান্ড অপারেশনস, রেডঅরেঞ্জ কমিউনিকেশনস
অনিতা শরীফ চৌধুরী
টিম লিডার, ফোকাস প্রজেক্ট, পিএসটিসি
ড. লাডলি ফায়্জ
নির্বাহী পরিচালক, সিডব্লিউএফডি
কানিজ গোফরানী কোরায়শী
প্রকল্প ব্যবস্থাপক, পিএসটিসি
ডা. নাফিসা লিরা হক
অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, জেপিজিএসএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
এ. কিউ. শুদ্ধ হক
প্রোগ্রাম অফিসার, পিএসটিসি
মো. মুস্তাফিজুর রহমান
প্রধান প্রতিবেদক, নিউ এইজ
মো. মশিউর রহমান
জেনারেল ম্যানেজার, ফিল্ড ইমপ্লিমেন্টেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
ফারজানা আক্তার রিমু
পিয়ার এডুকেটর, গোল প্রজেক্ট


তরুণদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়
বাংলাদেশ বেশ এগিয়েছে। আমরা যদি গড় আয়ু চিন্তা করি, সারা বিশ্বে পুরুষের গড় আয়ু ৭১ বছর। বাংলাদেশে এটা ৭৪। সারা বিশ্বে নারীর গড় আয়ু ৭৪। বাংলাদেশে এটা ৭৬ বছর। সুতরাং এদিকে আমাদের অগ্রগতি হয়েছে। আমাদের দেশের জনসংখ্যা ১৭ কোটি বা ১৮ কোটি হলে তার মোটামুটি ৯ কোটি নারী। অ্যাডোলেসেন্ট বা কিশোর-কিশোরী এত দিন ২০ শতাংশ ছিল, এখন একটু কমে ১৯ শতাংশ হয়েছে। তাতেও বর্তমানে এই বয়সীদের সংখ্যা দেশে সাড়ে ৩ কোটির মতো। বাংলাদেশে তরুণদের সংজ্ঞা একটু ভিন্ন। আমাদের দেশে এটা ১৮ থেকে ৩৫ বছর। কিন্তু জাতিসংঘের হিসাবে ১৫ থেকে ২৪ বছর পর্যন্ত তরুণ হিসেবে ধরা হয়। ‘অ্যাডোলেসেন্ট এবং ইয়ুথ’ একসঙ্গে যদি চিন্তা করি—আমরা যাকে ‘ইয়াং পিপল’ বলি, সেই তরুণেরা আমাদের জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তরুণ জনগোষ্ঠীর গুরুত্ব কত। যে দেশে তরুণেরা জনগোষ্ঠীর এত বিশাল অংশ, সে দেশে তাদের বাদ দিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা নীতি নিয়ে আমরা এগোতে পারব বলে মনে করি না। ক্লাইমেট ভালনারেবল সিচুয়েশনে আমাদের ছেলেমেয়েরা ‘আনসারটেইনিটি অব প্যারেন্টহুড’ এর কারণে হয় আগে, না হয় দেরিতে বিয়ে করছে। তাদের কেন্দ্র করে পরিবার গঠনের বিষয় নিয়ে আরও গভীরে ভাবতে হবে।

কিশোরীদের ক্ষমতায়নে পিতৃতন্ত্র বড় বাধা এখনো
জলবায়ু পরিবর্তন আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিশোরীদের প্রজননস্বাস্থ্যের ওপর ভয়াবহ বিপদ হয়ে উঠতে পারে। ভবিষ্যতে স্বাস্থ্যের জন্য একটা খারাপ দিক হয়ে দাঁড়াবে এটি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে তরুণদের সক্ষমতা আর কতখানি? এই সমাজে এখনো পরিবারের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকার চেষ্টা করি। আমরা হয়তো সবকিছু প্রস্তুত করে তাঁদের সামনে নিয়ে গেলাম। তাঁরা ‘হ্যাঁ’ অথবা ‘না’—বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন। সঙ্গী নির্বাচন থেকে কিন্তু বিষয়টা শুরু হলো। এরপরে বিয়ে, বাচ্চা নেওয়ার সময়—এ বিষয়গুলো ক্ষমতায়নের মধ্যে আসবে। কয়টা বাচ্চা নেব? দুই বাচ্চার মধ্যে কত বছর ব্যবধান থাকবে? এই প্রতিটি বিষয় পরিবারের যাঁর কাছে সিদ্ধান্তের জন্য উপস্থাপন করেছিলাম, তাঁর কাছ থেকেই নির্দেশনা আসে। জ্ঞান, দক্ষতা, অধিকার ও সুযোগ—এগুলো ক্ষমতায়নের মাধ্যম। কিন্তু এগুলো একজন কিশোরী বা কিশোরকে দিলেই কি সে ক্ষমতাবান হয়ে যাবে? আমাদের দেশে এ ক্ষেত্রে কিছু সাংস্কৃতিক প্রতিবন্ধকতা আছে। সেই জায়গায় আলোকপাত করতে হবে। পিতৃতন্ত্র পরিবর্তন হয়নি এখনো। পরিবারের যাঁরা সিদ্ধান্ত নেন, সেই বড়দের যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে যতই তরুণদের ক্ষমতায়নের চেষ্টা করি না কেন, প্রকৃত ক্ষমতায়ন হবে না। এ জন্য আমাদের বড়দের ওপরও নজর দিতে হবে।

নীতির ঘাটতি নয়, বাস্তবায়নেই সবচেয়ে বিপত্তি
আমাদের অনেক কিছুই অর্জিত হয়েছে। কিন্তু ১৫-১৬ বছরের কাজের অভিজ্ঞতা থেকে বলব, একটা অতৃপ্তি থেকেই গেছে। এত কিছু করলাম, তার কতটুকু টেকসই হলো? অ্যাডোলেসেন্ট কর্নারের কথা বলা হয়েছে, এটা স্বাস্থ্য বিভাগের অপারেশন প্ল্যানে চলে গেছে। সেখানে কিশোর বয়সীরা তাদের প্রজননস্বাস্থ্য সম্পর্কে জানার সুযোগ পাবে। সরকারের সেবার গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু তারপরেও তো কিছু একটা পাবে। কিশোর-কিশোরীরা অন্তত একটা জায়গায় যেতে পারবে। এখনকার যে স্বাস্থ্যবিষয়ক প্রকল্পগুলো হচ্ছে, সেগুলো একেবারেই আলাদা। যেভাবে ওনাদের সঙ্গে দাতাগোষ্ঠী কাজ করেছে, সরকারের কাজটাকে যে জায়গায় নিয়ে আসা হয়েছিল, সেটি এখন আর খুঁজে পাচ্ছি না। আমি একপ্রকার হতাশ। এখনো অনেক কাজ করতে হবে। বাংলাদেশে অনেক ভালো নীতি তৈরি হয়। কিন্তু আমাদের নীতিগুলোতে আন্তসম্পর্ক থাকে না। আমরা যেসব আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করি, স্থানীয় নীতির সঙ্গে তার একটা দূরত্ব থেকে যায়। আমরা যে কনভেনশনে স্বাক্ষর করলাম, সেটার আঙ্গিকেই তো স্থানীয় নীতি নির্ধারিত হবে। কিন্তু ওই জায়গায় আমরা যেতে পারছি না। গৃহীত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশে অনেক সমস্যা। নীতি, অ্যাকশন প্ল্যান তৈরিসহ সবকিছু শেষ করলাম। তখন সরকার পরিবর্তন হয়ে গেল। গৃহীত নীতিগুলো বাস্তবায়ন করা গেলেও কিন্তু অনেক দূর এগোনো যায়। ২০২৪ সালের পরে বাংলাদেশে একটা পরিবর্তিত প্রেক্ষাপট দেখতে পাচ্ছি।

নীতিনির্ধারণে তরুণদের কণ্ঠ শুনতে হবে
তারুণ্যের ক্ষমতায়ন কীভাবে হবে, যদি তরুণদের কণ্ঠই শোনা না যায়? আমরা প্রায়ই দেখি, পরিবার পরিকল্পনা কিংবা স্বাস্থ্যনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তরুণদের অংশগ্রহণকে অগ্রাহ্য করা হয়। প্রায়ই দেখা যায়, জ্যেষ্ঠ নীতিনির্ধারকেরা মনে করেন, তারুণ্যের ব্যাপারে তাঁরাই ভালো বোঝেন। তাঁরা নিজেদের সময়ের অভিজ্ঞতা দিয়ে আজকের তরুণদের বাস্তবতা মেপে ফেলেন। তাঁদের বুঝতে হবে, সময় পাল্টে গেছে। এখনকার প্রজন্ম সম্পূর্ণ আলাদাভাবে বড় হচ্ছে। তাদের সমাজভাবনা, প্রযুক্তির সঙ্গে যোগাযোগ—সবকিছুই আলাদা। আমাদের মত যদি শোনা না হয়, তাহলে তো সমস্যা। আমি মনে করি, যেসব নীতি আমাদের জীবনের ওপর প্রভাব ফেলবে, সেসব নীতিতে আমাদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা উচিত। সব নীতি নির্ধারণের জায়গায় তারুণ্যের অংশগ্রহণ রাখতে হবে। শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণ নয়, নীতি নির্ধারণে তাদের গুরুত্ব দিতে হবে। শুধু শহর নয়, তৃণমূল পর্যায় থেকেও তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। তরুণদের বাস্তবতা, বয়স ও প্রেক্ষাপট বুঝে বন্ধুত্বপূর্ণ ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

অবহেলিত জনগোষ্ঠীর জন্য নেই টেকসই সমাধান
আমরা ২০ থেকে ২৫ বছর ধরে যৌনকর্মী ও মাদকসেবীদের নিয়ে কাজ করেছি। দুই জায়গায় দুই ধরনের চ্যালেঞ্জ। যৌনকর্মীরা খুব অল্প বয়সে পেশায় প্রবেশ করেন। বেশির ভাগ ক্ষেত্রে অনিচ্ছায়। বিভিন্ন সামাজিক কারণে তাঁরা স্বাস্থ্যসেবা থেকে অনেক দূরে থাকেন। যেমন একসময় তাঁরা স্যান্ডেল পর্যন্ত পরতে পারতেন না। সামাজিক ট্যাবু ছিল, তাঁরা স্যান্ডেল পরতে পারবেন না। এটার পরিবর্তন হয়েছে। নিজেদের কাজের ধরন কেমন হবে, এটা তাঁরাও নির্ধারণ করতে পারেন না। কারণ, গ্রাহকের চাহিদা অনুযায়ী তাঁদের সেবা দিতে হয়। অনেক গ্রাহক কনডম ব্যবহার করতে চান না। যদি বলি, যৌনকর্ম একটা পেশা; তাহলে সেই পেশায় তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা বাংলাদেশে তৈরি হয়নি। মাদকসেবীদের কথা বললে রাষ্ট্র এটাকে অপরাধ হিসেবে দেখে। মাদকের সঙ্গে জড়িতরা এ থেকে নিরাময়ের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে, দেশে প্রায় এক কোটি মাদকসেবী আছে। এই বিশাল জনগোষ্ঠীকে আমরা আসলে কোনো পরিকল্পনার মধ্যে রেখেছি বলে মনে হয় না। রাষ্ট্র কোনো সিদ্ধান্তে না এলে এটা অর্থনৈতিক বা সামাজিকভাবে একটা ভয়ংকর দুর্যোগ তৈরি করবে।

প্রকল্প নয়, চাই টেকসই রাজনৈতিক অঙ্গীকার
বাংলাদেশে বেশির ভাগ কাজই হয় প্রকল্পভিত্তিক। প্রকল্প শেষ তো কাজও শেষ। তরুণ জনগোষ্ঠীকে ‘পাওয়ার অব দ্য গ্লোব’ বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই শক্তিটা কীভাবে ব্যবহার করা হবে। এ রকম একটা শক্তি যদি খারাপ দিকে যায়, তা সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর ভালো দিকটা যদি ব্যবহার করা হয়, তাহলে এটা নতুন একটি পৃথিবী গড়তে পারে। আমাদের দেশে ৭৭ শতাংশ নারীই সন্তানধারণের ক্ষেত্রে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না। প্রতি তিনজনে একজন মা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হচ্ছেন। এত বছর যে হাজার হাজার কোটি টাকা আমরা বিনিয়োগ করলাম, তার টেকসই প্রভাব কোথায়? সরকারের রাজনৈতিক অঙ্গীকার না থাকলে এই বিষয়ে অগ্রগতি সম্ভব নয়। কারণ, এনজিওগুলো একা এটা পারবে না। কারণ, তারা কেবল তহবিল পেলেই কাজ করতে পারে, অন্যথায় নয়। ‘রিটার্ন অব ইনভেস্টমেন্ট’ (বিনিয়োগের ফলাফল)-এর বিষয়টিও আমাদের দেখতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত এসআরএইচআরের (যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার) পেছনে যে বিনিয়োগ করা হয়েছে, তার কি ফল আমরা পেয়েছি? নাকি এটা ওয়েস্টেজ (অপব্যয়)? এক ডলার খরচ করে যদি আমরা দেখি, হাফ ডলারও আসেনি, তাহলে এটা অপব্যয়। এক ডলার খরচ করে যদি শিক্ষা, জ্ঞান, স্বাস্থ্য বা প্রজননস্বাস্থ্যের মাধ্যমে দেড় ডলারও ফিরে আসে, তাহলে বলব, এটা একটা ভালো ইঙ্গিত।

ক্ষমতায়নে বাদ না পড়ুক কেউই কখনো
সার্বিকভাবে তারুণ্যের ক্ষমতা তখনই কাজে আসবে, যখন সব ধরনের তরুণকে কাজে লাগানো হবে। আমি বলতে চাচ্ছি বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের কথা। তাঁদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যখন মাঠপর্যায়ে কাজ করতে যাই, তখন দেখি, বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীরা স্বাস্থ্যসেবা থেকে উপেক্ষিত থাকেন। ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন না। এটা শুধু উন্নয়নগত চ্যালেঞ্জ নয়, মানবাধিকার লঙ্ঘনও বটে। সে কারণে আহ্বান থাকবে, আমরা যেন সব প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের শারীরিক প্রবেশাধিকার নিশ্চিত করতে পারি। আর কেউ যেন তাঁর লৈঙ্গিক কিংবা সামাজিক পরিচয়ের কারণে পিছিয়ে না পড়েন।

তরুণদের অংশগ্রহণ ছাড়া পরিবর্তন সম্ভব নয়
সহিংসতা, বাল্যবিবাহ, কম বয়সে গর্ভধারণ—এগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত। এর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে। এটাকে পরিবর্তন করতে চাইলে তরুণদের ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। তবে শুধু তরুণদের ক্ষমতায়ন এককভাবে এর পরিবর্তন করতে পারবে না। এর সঙ্গে আরও নানা বিষয় যুক্ত আছে। সেগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ২০ বছর আগের চিত্রের সঙ্গে এখনকার চিত্রের অনেক পার্থক্য। আগে বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণেরা ছিলেন না, কিন্তু এখন আছেন। প্রশ্ন হলো, তাঁরা কি নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারছেন? তরুণদেরও তথ্য দিয়ে তৈরি করতে হবে। তাঁরা যখন প্রতিনিধিত্ব করবেন, তখন সিদ্ধান্ত দেওয়ার বিষয়টা আরও অনেক শক্তিশালী হবে।

তরুণদের জনস্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার জরুরি
বিশ্ব জনসংখ্যা দিবস পালন প্রথম শুরু হয় ১৯৮৯ সালে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির উদ্যোগে। এর পর থেকে দিবসটি পালনে সমন্বয় করে আসছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এর লক্ষ্য হলো, জনসংখ্যা-সম্পর্কিত বিষয়সমূহ এবং উন্নয়ন, স্বাস্থ্য, মানবাধিকার সম্পর্কে বৈশ্বিক সচেতনতা বাড়ানো। বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ত্রিশের নিচে। বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা জনসংখ্যার ২৮ শতাংশ। এই জনমিতির সুবিধা নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমান তরুণ প্রজন্মের পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।

অচলায়তন ভাঙতে হবে
তরুণদের ক্ষমতায়ন ছাড়া সুষ্ঠু পরিবার গঠন করা সম্ভব নয়। জাতীয় সমীক্ষার তথ্য অনুযায়ী, আমাদের দেশে ৬৪ শতাংশ কিশোরী জীবনে প্রথম মাসিক হওয়ার আগে এ সম্পর্কে জানতই না। ৫০ শতাংশ কিশোরী এখনো মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করে। আবার মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলার চেয়ে যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলা আরও কঠিন। এই অচলায়তন চলতে দেওয়া যায় না। এটি ভাঙতে না পারাটা আমাদের জন্য লজ্জার। তরুণদের আমি চেঞ্জমেকার হিসেবে দেখি। তাদের ক্ষমতায়ন করা জরুরি। আচরণগত পরিবর্তন আসতে হবে। শুধু জ্ঞানই সবকিছু নয়।

সেবাকেন্দ্র তরুণদের প্রয়োজন অনুযায়ী প্রস্তুত হোক
আমরা অনেক সামাজিক ট্যাবু, লজ্জা ভাঙতে পারছি না। এটা নতুন প্রজন্মের জীবনযাপনে প্রভাব ফেলছে। অ্যাডোলেসেন্ট কর্নারের কথা আমরা বলছি, কিন্তু প্রয়োজনের তুলনায় এটা সীমিত। এই যে এত গার্মেন্টস শ্রমিক রয়েছে বা স্কুল-কলেজে যারা পড়ছে, তারা কি ওই সময়টায় সেবাকেন্দ্রে সেবা নিতে যেতে পারে? যখন তারা সময় পায়, তখন সেবাকেন্দ্রই বন্ধ থাকে। আমাদের সেবাকেন্দ্রগুলো তরুণদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত কি না, সেটা দেখতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। হতাশ হলে চলবে না। অনেক দূর যেতে হবে। সেই প্রত্যয় ও চেষ্টাটা থাকা দরকার।

জনগণের কাছে পৌঁছাতে হবে স্বাস্থ্যসেবা কার্যক্রম
দেশের একজন নাগরিক হিসেবে চাই, আমাদের ছেলেমেয়েরা সব রকমের সাহায্য-সহযোগিতা ও সমর্থন পাক। যৌন, প্রজননস্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে যেন তারা সঠিকভাবে জানতে পারে। নীতিনির্ধারণী পর্যায়ে অনেক কিছুই হয়, কিন্তু সেটা কতটা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটা দেখা দরকার। সিডব্লিউএফডির একটি কর্মসূচি থেকে আমরা স্যানিটারি ন্যাপকিন দিয়ে থাকি। এটা আমরা শুধু কিশোরীদের নয়, তাদের মায়েদেরও দিয়ে থাকি। স্কুলের টয়লেট সংস্কার করে দিচ্ছি। কিন্তু এগুলো সবই পাইলটিং বা পরীক্ষামূলক। কয়েকটি এলাকার মুষ্টিমেয় কিছু মেয়ে এগুলো সম্পর্কে জানছে। তাদের মাধ্যমে হয়তো অন্যরা জানছে। কিন্তু সরকারের মাধ্যমে হলে আরও অনেকের কাছে এ সেবা পৌঁছে দেওয়া যেত।

স্পর্শকাতর অংশ সম্পর্কে শিশু বয়স থেকেই জানাতে হবে
আমরা তরুণদের ক্ষমতায়নের কথা বলছি। তাদের ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য একটা বড় শক্তি। তরুণদের ওপর নানা ক্ষেত্রে নানা মাত্রায় লৈঙ্গিকভিত্তিক সহিংসতা হচ্ছে। তরুণদের কাছে পর্যাপ্ত তথ্য না থাকা এর অন্যতম কারণ। বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন কিংবা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সহিংসতা চালানো হচ্ছে। কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়। রাস্তাঘাটেও সহিংসতা হচ্ছে। সহিংসতা কমাতে হলে তরুণ প্রজন্মের কাছে সঠিক তথ্য দিতে হবে। এটাকে আমরা কীভাবে মোকাবিলা করব, সেটা ভাবতে হবে। শিশু-কিশোরদের শুরু থেকে খারাপ স্পর্শ, ভালো স্পর্শ নিয়ে শিক্ষা দিতে হবে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশ সম্পর্কে শিশু বয়স থেকেই জানাতে হবে।

এসডিজি অর্জন করতে পারব বলে মনে হয় না
বিশ্বে বর্তমানে জনসংখ্যা ৮১০ কোটি। তার মধ্যে তরুণদের সংখ্যা ১৮০ কোটি। তার অর্থ, এরা একটা বিশাল জনগোষ্ঠী। এই তরুণদের বেশির ভাগ উন্নয়নশীল দেশগুলোতে বাস করে। বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট (সিপিআর) এ দেশে খুবই কম। এ কারণে অনিচ্ছাকৃত গর্ভধারণ অনেক বেশি। এ কারণে এইচআইভিতেও আক্রান্ত হচ্ছে অনেকে। মেয়েরা অনেক এগিয়েছে, কিন্তু বাল্যবিবাহের হার এখনো অনেক বেশি। অর্ধেক মেয়েরই ১৫ বছরের আগে বিয়ে হচ্ছে। সামাজিক কারণে এটা হচ্ছে। আমাদের মাতৃমৃত্যুর হার অনেক কমেছে। কিন্তু আমরা কি ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে পারব? আমার মনে হয়, পারব না।

তরুণেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পান না
আমরা প্রায়ই বলি, ইয়ুথ এমপাওয়ারমেন্ট বা মিনিংফুল ইয়ুথ পার্টিসিপেশন। আজকাল প্রায় প্রতিটি এনজিওতে কিছু না কিছু তরুণ স্বেচ্ছাসেবকের গ্রুপ বা তরুণদের ফোরাম থাকে। তরুণেরা কি সত্যি সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার অংশ হচ্ছেন, নাকি তাঁদেরকে নামেমাত্র যুক্ত করা হচ্ছে? অনেক সময় অংশগ্রহণটা মনে হয় নেহাতই নামসর্বস্ব। তরুণেরা অংশগ্রহণ করার সুযোগ পেলেও সব সময় তাঁরা কথা বলার সুযোগ পান না কিংবা কথা বলার সুযোগ পেলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা পান না। এখন তরুণদের ফোরামগুলোতে সিদ্ধান্ত নেন সিনিয়ররা। তরুণদের কাজ শুধু সহযোগিতা বা প্রতিনিধিত্ব করাতে আটকে থাকে।

তরুণ প্রজন্ম একটি বড় ধরনের নিয়ন্ত্রক শক্তি
আমাদের জনসংখ্যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তরুণ; যা জনসংখ্যার প্রায় সাড়ে পাঁচ কোটি। অবশ্য বয়সের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে তরুণের সংজ্ঞা ভিন্ন। কোথাও ২৫ বছর, কোথাও বা ৩৫ বছর বয়স পর্যন্ত তরুণ হিসেবে বিবেচনা করা হয়। এই পার্থক্যটাও আমাদের মাথায় রাখতে হবে। তরুণ প্রজন্ম একটি বড় ধরনের নিয়ন্ত্রক শক্তি বলে মনে করি। তারা সমাজ নিয়ন্ত্রণ করতে পারে। সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আবার এই শক্তিটাকে আমরা যদি সুপথে না রাখতে পারি, যদি সঠিক পরামর্শ দিতে না পারি, তাহলে তাদের মিসলিড (ভুল দিকে চালিত) হওয়ার আশঙ্কাও থেকে যায়।

প্রশ্ন করতে শেখা তরুণ নেতৃত্বের ভিত্তি
প্রশ্ন করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। তরুণ সম্প্রদায় প্রশ্ন করতে শিখলে আগামীতে তাঁদের সমস্যার খানিকটা সমাধান তাঁরাই করতে পারবেন। তরুণেরাই নেতৃত্ব দেবেন। তাহলে আমরা কেমন নেতৃত্ব তৈরি করব? এই সমাজ, এই রাষ্ট্র থেকে বের হয়ে আজকের তরুণেরাই তো নেতৃত্বে যাবেন। তাঁদের স্বাস্থ্য, শিক্ষা, তথ্য পাওয়ার অধিকার—এ সবকিছুই শুধু প্রকল্পভিত্তিক হলে তা টেকসই হবে কি না, এই শঙ্কা থেকে যায়। সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে পরিবর্তনগুলো আনতে হবে। সামগ্রিকভাবে সমাজে যদি পরিবর্তন না আসে, তাহলে পরিবর্তন সম্ভব নয়। এই সমাজ মানে শুধু ঢাকা নয়; এটা অন্তর্ভুক্তিমূলক করতে হবে। যেমন প্রান্তিক জনগোষ্ঠী। তাদের স্বাস্থ্য, খাদ্য—সবকিছুই অন্তর্ভুক্ত করতে হবে।

কথা বোঝানোর দক্ষতা শেখানোয় জোর দিতে হবে
আমরা অনেক উদ্যোগ নিই। কিন্তু সেগুলো সঠিকভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা উচিত। যেমন বাল্যবিবাহ বা কম বয়সে গর্ভধারণ রোধে আমরা কিশোরীদের সঙ্গে কাজ করি। এতে মনে হয়, বাল্যবিবাহ বা কম বয়সে গর্ভধারণ রোধের দায়িত্ব শুধু কিশোরীদের। আমরা যখন এ সম্পর্কে কিশোরীদের পড়াশোনা করাচ্ছি, তখন তাদের কেবল জ্ঞানটুকুই দিচ্ছি। তাকে কেবল এ সম্পর্কে পড়ানোই হয়। কিন্তু ওই মেয়েটাকে এটা শেখানো হয় না যে কীভাবে মা-বাবাকে বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বোঝাতে হবে। এ কারণে তারা প্রায় কখনোই মা-বাবাকে সেভাবে বোঝাতে পারে না। তাদের অন্যকে কথা বোঝানোর দক্ষতা শেখানোয় জোর দিতে হবে।

অধিকাংশ নারী নিজে সিদ্ধান্ত নিতে পারেন না
একটা মেয়ের ১৮ বছর বয়স হওয়ার পর সে পরিণত হয়। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী, একটা মেয়ের পিরিয়ড শুরু হওয়া মানেই সে পরিণত হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া যায়। পিরিয়ডের কারণে অনেকের স্কুলে যাওয়ায় ছেদ পড়ছে, বাল্যবিবাহ হচ্ছে। এখনো অধিকাংশ নারী নিজে সিদ্ধান্ত নিতে পারেন না যে তিনি সন্তান নেবেন কি না। তাই এখনো অসংখ্য প্রসবকালীন মাতৃমৃত্যু ঘটছে। এসআরএইচআর আমার একটা অধিকার। এই অধিকার প্রতিনিয়ত হরণ করে নেওয়া হচ্ছে। প্রত্যেক তরুণের মনে এই ধারণাটা রাখতে হবে, আমার পরিবার আমার পছন্দে। আমি যদি আমার পছন্দে পরিবার গড়তে পারি, তাহলে আমার জীবন পরিবর্তন করতে পারব।
যাঁরা অংশ নিয়েছিলেন
সঞ্চালক
ড. নূর মোহাম্মদ
নির্বাহী পরিচালক, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)
আলোচক
আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন
অধ্যাপক ও চেয়ারম্যান, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মাশফিকা জামান সাটিয়ার
সিনিয়র পলিসি অ্যাডভাইজার, জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি, নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকা
সাবিক রহমান
সদস্যসচিব, ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক
ড. মো. গোলাম রহমান
সম্পাদক, আজকের পত্রিকা
ডা. মো. শহিদুল ইসলাম
সিনিয়র ম্যানেজার, এইচআইভি প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল
ডা. কাজী গোলাম রাসুল
সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব হেলথ, ফ্রেন্ডশিপ
সুহাস মাহমুদ
প্রোগ্রাম কো-অর্ডিনেটর, পিএসটিসি
ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার
প্রেসিডেন্ট, নেয়ার্স (এনইএআরএস)
ডা. মো. মাহবুবুল আলম
হেড অব প্রোগ্রামস, পিএসটিসি
অলক কুমার মজুমদার
পরিচালক, প্রোগ্রাম অ্যান্ড অপারেশনস, রেডঅরেঞ্জ কমিউনিকেশনস
অনিতা শরীফ চৌধুরী
টিম লিডার, ফোকাস প্রজেক্ট, পিএসটিসি
ড. লাডলি ফায়্জ
নির্বাহী পরিচালক, সিডব্লিউএফডি
কানিজ গোফরানী কোরায়শী
প্রকল্প ব্যবস্থাপক, পিএসটিসি
ডা. নাফিসা লিরা হক
অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, জেপিজিএসএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
এ. কিউ. শুদ্ধ হক
প্রোগ্রাম অফিসার, পিএসটিসি
মো. মুস্তাফিজুর রহমান
প্রধান প্রতিবেদক, নিউ এইজ
মো. মশিউর রহমান
জেনারেল ম্যানেজার, ফিল্ড ইমপ্লিমেন্টেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
ফারজানা আক্তার রিমু
পিয়ার এডুকেটর, গোল প্রজেক্ট

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৫
আগামীর পৃথিবী গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি। নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে নিজেদের পরিবার গঠনের ক্ষেত্রে তারুণ্যকে ক্ষমতায়ন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। সম্পর্ক, পরিবার গঠন, পিতামাতার ভূমিকা গ্রহণ বিষয়ে সচেতন...
০৯ জুলাই ২০২৫
মাসিক বা পিরিয়ড নারীজীবনের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আমাদের দেশে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে অস্বস্তিতে পড়েন। মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। প্রতিবছরের ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মে আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত
২৮ মে ২০২৫
নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে জনসমক্ষে আলোচনা ও সচেতনতা জরুরি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার ভেঙে বিষয়টিকে নারী ও পুরুষ সবার কাছে সহজ ও স্বাভাবিক করে তুলতে সবাইকে কাজ করতে হবে। স্যানিটারি প্যাডের সহজলভ্যতা, তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এবং ব্যবহারের পরে পরিবেশসম্মতভাবে ফেলে দেওয়ার দিক
২৫ মে ২০২৫নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীর পৃথিবী গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি। নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে নিজেদের পরিবার গঠনের ক্ষেত্রে তারুণ্যকে ক্ষমতায়ন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। সম্পর্ক, পরিবার গঠন, পিতামাতার ভূমিকা গ্রহণ বিষয়ে সচেতন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, লৈঙ্গিক সমতা এবং স্বাস্থ্যসেবায় তাঁদের প্রবেশাধিকারে গুরুত্ব দেওয়া দরকার।
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন কথা বলেছেন আলোচকেরা। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে ‘আজকের পত্রিকা’ কার্যালয়ে এর আয়োজন করা হয়। জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি), প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ), দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক নিউ এজ এই আয়োজন করে।
পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন পিএসটিসির হেড অব প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম। তিনি বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস পালনে সমন্বয় করে আসছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা এখন দেশের মোট জনসংখ্যার ২৮ শতাংশ। তবে এই জনমিতির সুবিধা নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে বর্তমান তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।
ড. নূর মোহাম্মদ বলেন, ‘তরুণ জনগোষ্ঠী আমাদের দেশে এক-তৃতীয়াংশ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তরুণ জনগোষ্ঠীর গুরুত্ব কত। যে দেশে তরুণ জনগোষ্ঠী এত বিশাল অংশ, তাদের বাদ দিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা নীতি নিয়ে আমরা এগোতে পারব বলে মনে করি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান আবু হাসানাত মো. কিশোয়ার হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিশোরীদের প্রজননস্বাস্থ্যের জন্য একটা ভয়াবহ বিপদের কারণ। তরুণদেরকেই আমরা শুধু বিবেচনায় রাখব, কিন্তু পরিবারের যাঁরা সিদ্ধান্ত নেন, সেই বড়দের যদি বিবেচনায় না রাখি, তাহলে যতই তরুণদের ক্ষমতায়ন করি না কেন, ক্ষমতায়ন হবে না।’
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি) মাশফিকা জামান সাটিয়ার বলেন, ‘নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশে অনেক সমস্যা। নীতি যেগুলো নেওয়া হয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলেও কিন্তু অনেক দূর আগানো যায়।’
ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও হেড অব হেলথ ডা. কাজী গোলাম রাসুল বলেন, ‘তরুণ জনগোষ্ঠীকে পাওয়ার অব দ্য গ্লোব বলা যেতে পারে। এই শক্তিটা কীভাবে ব্যবহার করা হবে? এটার ভালো দিক ব্যবহার হবে, নাকি খারাপ দিক? একটা শক্তি যদি খারাপ দিকে যায়, এটা সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর এটার ভালো দিকটা যদি ব্যবহার করা হয়, তাহলে এটা নতুন একটি পৃথিবী গড়তে পারে।’
ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের সদস্যসচিব সাবিক রহমান বলেন, ‘তারুণ্যের ক্ষমতায়ন কীভাবে হবে, যদি তরুণদের কণ্ঠই শোনা না যায়। আমরা প্রায়ই দেখি, পরিবার পরিকল্পনা কিংবা স্বাস্থ্যনীতি—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের অংশগ্রহণকে অনেক সময় অগ্রাহ্য করা হয়।’
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার (এইচআইভি প্রোগ্রাম) ডা. মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ২০-২৫ বছর ধরে যৌনকর্মী ও মাদকসেবীদের নিয়ে কাজ করেছি। দুই জায়গায় দুই ধরনের চ্যালেঞ্জ। যৌনকর্মীরা খুব অল্প বয়সে, অনিচ্ছায় যৌনজীবনে প্রবেশ করে। সামাজিক বিভিন্ন পরিস্থিতির কারণে তারা স্বাস্থ্যসেবা থেকে অনেক দূরে থাকে। মাদকের সঙ্গে যারা জড়িত, তারা এর নিরাময়ের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’
আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘তরুণ প্রজন্ম একটি বড় ধরনের নিয়ন্ত্রণশক্তি। এই শক্তিটাকে আমরা যদি সুপথে না রাখতে পারি, আমরা যদি সঠিকভাবে পরামর্শ দিতে না পারি, তাহলে তাদের মিসলিড (ভুল দিকে চালিত) হওয়ার সুযোগ থেকে যায়।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেপিজিএসএইচের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডা. নাফিসা লিরা হক বলেন, ‘বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ক্ষেত্রে গর্ভনিরোধক প্রিভালেন্স রেট (সিপিআর) খুবই কম। যার কারণে অনিচ্ছাকৃত গর্ভধারণ আমাদের দেশে অনেক বেশি। এ কারণে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে অনেকে।’
নেয়ার্সের (এনইএআরএস) প্রেসিডেন্ট ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার বলেন, ‘২০ বছর আগের চিত্রের সঙ্গে এখনকার চিত্রের অনেক পার্থক্য। বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণেরা ছিল না, কিন্তু এখন আছে। প্রশ্ন হলো, তারা কি নীতিনির্ধারণী পর্যায়ে যেতে পারছে? তাদেরও তথ্য দিয়ে তৈরি করতে হবে।’
পিএসটিসির প্রকল্প ব্যবস্থাপক কানিজ গোফরানী কোরায়শী বলেন, ‘লিঙ্গভিত্তিক সহিংসতা নানাভাবে হচ্ছে। এগুলো হচ্ছে তরুণদের কাছে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে। সহিংসতা কমাতে হলে তরুণ প্রজন্মের কাছে সঠিক তথ্য দিতে হবে।’
পিএসটিসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুহাস মাহমুদ বলেন, ‘সার্বিকভাবে তারুণ্যের ক্ষমতা তখনই আসবে, যখন সব ধরনের তরুণ; বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের আমরা যদি মেইনস্ট্রিমে অন্তর্ভুক্ত করতে পারি।’
নিউ এজের প্রধান প্রতিবেদক মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রশ্ন করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। যখন তরুণ সম্প্রদায় প্রশ্ন করতে শিখবে, তাদের সমস্যা খানিকটা তারাই সমাধানের দিকে নিয়ে যেতে পারবে।’
পিএসটিসির প্রোগ্রাম অফিসার এ কিউ শুদ্ধ হক বলেন, ‘আজকাল প্রায় প্রতিটি এনজিও আইএনজিওতে কিছু না কিছু তরুণ স্বেচ্ছাসেবকের গ্রুপ বা তরুণদের ফোরাম থাকে। কিন্তু এই অংশগ্রহণ তরুণদের জন্য কতটা অর্থপূর্ণ? তরুণেরা কি সত্যিই সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার অংশ হচ্ছে, নাকি তাদেরকে নামেমাত্র যুক্ত করা হচ্ছে?’
পিএসটিসির ফোকাস প্রজেক্টের টিম লিডার অনিতা শরীফ চৌধুরী বলেন, ‘সমাজে আমাদের কিছু ভঙ্গুর মানুষ আছে। তাদের কথা আরেকটু বেশি করে চিন্তা করতে হবে। অন্যভাবে ভাবতে হবে। তাদেরও ক্ষমতায়নের প্রয়োজন আছে।’
সিডব্লিউএফডির নির্বাহী পরিচালক ড. লাডলি ফায়্জ বলেন, ‘১৯৯০ সালের দিকে যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়গুলো ভেঙে বলার মতো পরিবেশ ছিল না। আমি চাই, আমাদের ছেলেমেয়েরা সব রকমের সহযোগিতা-সমর্থন পাক। যৌন, প্রজননস্বাস্থ্য এবং অধিকার সম্পর্কেও যেন তারা সঠিকভাবে জানতে পারে।’
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ফিল্ড ইমপ্লিমেন্টেশনের জেনারেল ম্যানেজার মো. মশিউর রহমান বলেন, ‘কিশোরী মেয়েদের বাল্যবিবাহ সম্পর্কে পড়ানো হয়। কিন্তু ওই মেয়েটাকে এটা শেখানো হয় না যে কীভাবে বাবা-মাকে বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বোঝাতে হবে।’
গোল প্রজেক্টের পিয়ার এডুকেটর ফারজানা আক্তার রিমু বলেন, ‘আমরা প্রতিবছর জাঁকজমকভাবে মিনিস্ট্রিয়াল হাইজিন ডে পালন করলাম। মেয়েরা বাড়িতে গেল। পরের দিন পিরিয়ড হওয়ার পর তাদের মা আর স্কুলে আসতে দিল না। তাহলে এই উদ্যাপনের মানে কী রইল?’
রেডঅরেঞ্জ কমিউনিকেশনসের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড অপারেশনস) অলক কুমার মজুমদার বলেন, ‘তরুণদের ক্ষমতায়ন ছাড়া সুস্থ পরিবার গঠন সম্ভব নয়। কিশোর-কিশোরীদের (অ্যাডলসেন্স) ক্ষেত্রে একটা নলেজ গ্যাপ ভীষণভাবে রয়ে গেছে। সরকারের জাতীয় জরিপে দেখেছি, ৬৪ শতাংশ মেয়ে মাসিক হওয়ার আগে জানতই না।’

আগামীর পৃথিবী গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি। নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে নিজেদের পরিবার গঠনের ক্ষেত্রে তারুণ্যকে ক্ষমতায়ন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। সম্পর্ক, পরিবার গঠন, পিতামাতার ভূমিকা গ্রহণ বিষয়ে সচেতন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, লৈঙ্গিক সমতা এবং স্বাস্থ্যসেবায় তাঁদের প্রবেশাধিকারে গুরুত্ব দেওয়া দরকার।
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন কথা বলেছেন আলোচকেরা। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে ‘আজকের পত্রিকা’ কার্যালয়ে এর আয়োজন করা হয়। জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি), প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ), দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক নিউ এজ এই আয়োজন করে।
পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন পিএসটিসির হেড অব প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম। তিনি বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস পালনে সমন্বয় করে আসছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা এখন দেশের মোট জনসংখ্যার ২৮ শতাংশ। তবে এই জনমিতির সুবিধা নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে বর্তমান তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।
ড. নূর মোহাম্মদ বলেন, ‘তরুণ জনগোষ্ঠী আমাদের দেশে এক-তৃতীয়াংশ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তরুণ জনগোষ্ঠীর গুরুত্ব কত। যে দেশে তরুণ জনগোষ্ঠী এত বিশাল অংশ, তাদের বাদ দিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা নীতি নিয়ে আমরা এগোতে পারব বলে মনে করি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান আবু হাসানাত মো. কিশোয়ার হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিশোরীদের প্রজননস্বাস্থ্যের জন্য একটা ভয়াবহ বিপদের কারণ। তরুণদেরকেই আমরা শুধু বিবেচনায় রাখব, কিন্তু পরিবারের যাঁরা সিদ্ধান্ত নেন, সেই বড়দের যদি বিবেচনায় না রাখি, তাহলে যতই তরুণদের ক্ষমতায়ন করি না কেন, ক্ষমতায়ন হবে না।’
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি) মাশফিকা জামান সাটিয়ার বলেন, ‘নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশে অনেক সমস্যা। নীতি যেগুলো নেওয়া হয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলেও কিন্তু অনেক দূর আগানো যায়।’
ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও হেড অব হেলথ ডা. কাজী গোলাম রাসুল বলেন, ‘তরুণ জনগোষ্ঠীকে পাওয়ার অব দ্য গ্লোব বলা যেতে পারে। এই শক্তিটা কীভাবে ব্যবহার করা হবে? এটার ভালো দিক ব্যবহার হবে, নাকি খারাপ দিক? একটা শক্তি যদি খারাপ দিকে যায়, এটা সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর এটার ভালো দিকটা যদি ব্যবহার করা হয়, তাহলে এটা নতুন একটি পৃথিবী গড়তে পারে।’
ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের সদস্যসচিব সাবিক রহমান বলেন, ‘তারুণ্যের ক্ষমতায়ন কীভাবে হবে, যদি তরুণদের কণ্ঠই শোনা না যায়। আমরা প্রায়ই দেখি, পরিবার পরিকল্পনা কিংবা স্বাস্থ্যনীতি—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের অংশগ্রহণকে অনেক সময় অগ্রাহ্য করা হয়।’
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার (এইচআইভি প্রোগ্রাম) ডা. মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ২০-২৫ বছর ধরে যৌনকর্মী ও মাদকসেবীদের নিয়ে কাজ করেছি। দুই জায়গায় দুই ধরনের চ্যালেঞ্জ। যৌনকর্মীরা খুব অল্প বয়সে, অনিচ্ছায় যৌনজীবনে প্রবেশ করে। সামাজিক বিভিন্ন পরিস্থিতির কারণে তারা স্বাস্থ্যসেবা থেকে অনেক দূরে থাকে। মাদকের সঙ্গে যারা জড়িত, তারা এর নিরাময়ের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’
আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘তরুণ প্রজন্ম একটি বড় ধরনের নিয়ন্ত্রণশক্তি। এই শক্তিটাকে আমরা যদি সুপথে না রাখতে পারি, আমরা যদি সঠিকভাবে পরামর্শ দিতে না পারি, তাহলে তাদের মিসলিড (ভুল দিকে চালিত) হওয়ার সুযোগ থেকে যায়।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেপিজিএসএইচের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডা. নাফিসা লিরা হক বলেন, ‘বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ক্ষেত্রে গর্ভনিরোধক প্রিভালেন্স রেট (সিপিআর) খুবই কম। যার কারণে অনিচ্ছাকৃত গর্ভধারণ আমাদের দেশে অনেক বেশি। এ কারণে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে অনেকে।’
নেয়ার্সের (এনইএআরএস) প্রেসিডেন্ট ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার বলেন, ‘২০ বছর আগের চিত্রের সঙ্গে এখনকার চিত্রের অনেক পার্থক্য। বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণেরা ছিল না, কিন্তু এখন আছে। প্রশ্ন হলো, তারা কি নীতিনির্ধারণী পর্যায়ে যেতে পারছে? তাদেরও তথ্য দিয়ে তৈরি করতে হবে।’
পিএসটিসির প্রকল্প ব্যবস্থাপক কানিজ গোফরানী কোরায়শী বলেন, ‘লিঙ্গভিত্তিক সহিংসতা নানাভাবে হচ্ছে। এগুলো হচ্ছে তরুণদের কাছে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে। সহিংসতা কমাতে হলে তরুণ প্রজন্মের কাছে সঠিক তথ্য দিতে হবে।’
পিএসটিসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুহাস মাহমুদ বলেন, ‘সার্বিকভাবে তারুণ্যের ক্ষমতা তখনই আসবে, যখন সব ধরনের তরুণ; বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের আমরা যদি মেইনস্ট্রিমে অন্তর্ভুক্ত করতে পারি।’
নিউ এজের প্রধান প্রতিবেদক মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রশ্ন করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। যখন তরুণ সম্প্রদায় প্রশ্ন করতে শিখবে, তাদের সমস্যা খানিকটা তারাই সমাধানের দিকে নিয়ে যেতে পারবে।’
পিএসটিসির প্রোগ্রাম অফিসার এ কিউ শুদ্ধ হক বলেন, ‘আজকাল প্রায় প্রতিটি এনজিও আইএনজিওতে কিছু না কিছু তরুণ স্বেচ্ছাসেবকের গ্রুপ বা তরুণদের ফোরাম থাকে। কিন্তু এই অংশগ্রহণ তরুণদের জন্য কতটা অর্থপূর্ণ? তরুণেরা কি সত্যিই সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার অংশ হচ্ছে, নাকি তাদেরকে নামেমাত্র যুক্ত করা হচ্ছে?’
পিএসটিসির ফোকাস প্রজেক্টের টিম লিডার অনিতা শরীফ চৌধুরী বলেন, ‘সমাজে আমাদের কিছু ভঙ্গুর মানুষ আছে। তাদের কথা আরেকটু বেশি করে চিন্তা করতে হবে। অন্যভাবে ভাবতে হবে। তাদেরও ক্ষমতায়নের প্রয়োজন আছে।’
সিডব্লিউএফডির নির্বাহী পরিচালক ড. লাডলি ফায়্জ বলেন, ‘১৯৯০ সালের দিকে যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়গুলো ভেঙে বলার মতো পরিবেশ ছিল না। আমি চাই, আমাদের ছেলেমেয়েরা সব রকমের সহযোগিতা-সমর্থন পাক। যৌন, প্রজননস্বাস্থ্য এবং অধিকার সম্পর্কেও যেন তারা সঠিকভাবে জানতে পারে।’
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ফিল্ড ইমপ্লিমেন্টেশনের জেনারেল ম্যানেজার মো. মশিউর রহমান বলেন, ‘কিশোরী মেয়েদের বাল্যবিবাহ সম্পর্কে পড়ানো হয়। কিন্তু ওই মেয়েটাকে এটা শেখানো হয় না যে কীভাবে বাবা-মাকে বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বোঝাতে হবে।’
গোল প্রজেক্টের পিয়ার এডুকেটর ফারজানা আক্তার রিমু বলেন, ‘আমরা প্রতিবছর জাঁকজমকভাবে মিনিস্ট্রিয়াল হাইজিন ডে পালন করলাম। মেয়েরা বাড়িতে গেল। পরের দিন পিরিয়ড হওয়ার পর তাদের মা আর স্কুলে আসতে দিল না। তাহলে এই উদ্যাপনের মানে কী রইল?’
রেডঅরেঞ্জ কমিউনিকেশনসের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড অপারেশনস) অলক কুমার মজুমদার বলেন, ‘তরুণদের ক্ষমতায়ন ছাড়া সুস্থ পরিবার গঠন সম্ভব নয়। কিশোর-কিশোরীদের (অ্যাডলসেন্স) ক্ষেত্রে একটা নলেজ গ্যাপ ভীষণভাবে রয়ে গেছে। সরকারের জাতীয় জরিপে দেখেছি, ৬৪ শতাংশ মেয়ে মাসিক হওয়ার আগে জানতই না।’

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিবছরের ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে ৮ জুলাই ঢাকায় আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস...
১১ জুলাই ২০২৫
মাসিক বা পিরিয়ড নারীজীবনের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আমাদের দেশে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে অস্বস্তিতে পড়েন। মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। প্রতিবছরের ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মে আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত
২৮ মে ২০২৫
নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে জনসমক্ষে আলোচনা ও সচেতনতা জরুরি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার ভেঙে বিষয়টিকে নারী ও পুরুষ সবার কাছে সহজ ও স্বাভাবিক করে তুলতে সবাইকে কাজ করতে হবে। স্যানিটারি প্যাডের সহজলভ্যতা, তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এবং ব্যবহারের পরে পরিবেশসম্মতভাবে ফেলে দেওয়ার দিক
২৫ মে ২০২৫আজকের পত্রিকা ডেস্ক

মাসিক বা পিরিয়ড নারীজীবনের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আমাদের দেশে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে অস্বস্তিতে পড়েন। মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। প্রতিবছরের ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মে আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘মাসিকবান্ধব বিশ্বের জন্য একতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে সহযোগী ছিল বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এবং ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)। লিখেছেন আজকের পত্রিকার প্রতিবেদক অর্চি হক।

মানুষকে বোঝাতে হবে, এটা নিষিদ্ধ বিষয় নয়
এই ইস্যুকে আমরা অনেক শব্দের মাধ্যমে চিহ্নিত করি। মাসিক হলো সবচেয়ে প্রচলিত শব্দ। প্রতি মাসে এটা আসে, তাই এটাকে মাসিক বলা হয়। অনেক ছেলে মাসিক কী, এটা নিয়ে কৌতুক করে, হাসাহাসি করে। ইংরেজিতে পিরিয়ড শব্দটি প্রচলিত। ‘মেন্সট্রুয়েশন’—এই লম্বা শব্দটি না বলে অনেকে মিনস বলে। শব্দচয়ন বা শব্দের ব্যবহার—এগুলোও অনেক কিছু নির্দেশ করে।
এই সভার মূল উপস্থাপনায় বলা হয়েছে, পুরুষ অথবা ছেলেদেরও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার কাজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটা নিয়ে ভাবা উচিত। তবে মাসিক বিষয়টা কি স্বাস্থ্যের নাকি জনস্বাস্থ্যের, এটা নিয়ে বিতর্ক রয়েছে।
মাসিক নিয়ে আমরা যে কণ্ঠস্বর তৈরি করেছি, এটা ছড়িয়ে দিতে চাই। এটাই আমাদের এই সংলাপের মূল উদ্দেশ্য। পরিবারের প্রত্যেক মানুষকে বোঝাতে হবে যে এটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। শিক্ষকদের বলতে হবে। শিক্ষার্থীদের সামনেই আলোচনা করতে হবে।
যখন দুর্যোগ হয়, বন্যা হয়, তখন আমরা চিন্তা করি, চাল, ডাল, পানি, লবণ সাহায্যের জন্য নিয়ে যেতে হবে। কিন্তু কেউ চিন্তা করে না, ওখানে স্যানিটারি প্যাড নিতে হবে। কেউ চিন্তা করি না যে ওখানে একজন গর্ভবতী মা থাকতে পারেন, একজন কিশোরী বা তরুণী থাকতে পারে। তার নিরাপত্তা দিতে হবে। তার জন্য মাসিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা থাকতে হবে। এই চিন্তাগুলো সবাইকে করতে হবে। অন্যথায় মাসিকবান্ধব বিশ্ব গড়ে তোলা সম্ভব নয়।

মেয়েদের স্কুলে অনুপস্থিতির বড় কারণ অপরিষ্কার টয়লেট
কিশোর-কিশোরীর স্বাস্থ্য নিয়ে স্কুল পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, স্কুলগুলো আমাদের শক্তির জায়গা। সেখানে ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। মেয়েরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু জানে না, এমন নয়। গবেষণার কাজে নীলফামারী ও ভোলার স্কুলে গিয়ে আমরা দেখেছি, স্কুলে মেয়েদের অনুপস্থিত থাকার অনেক কারণ রয়েছে। সবচেয়ে কমন (সাধারণ) কারণ হলো, তারা অপরিষ্কার টয়লেট ব্যবহার করতে চায় না। এই বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মেয়েরা বলেছে, মাসিকের সময় পেটব্যথা হয়, ওষুধ খেলে ব্যথা কমেও যায়। তাই ব্যথার কারণে তারা স্কুলে অনুপস্থিত থাকে, তা নয়; বরং অপরিষ্কার জায়গাটাকে তারা এড়াতে চায় বলেই স্কুলে যায় না।
শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ডিসপোজাল আরেকটি সমস্যা। মেয়েরা এমনটাও বলেছে, ‘স্কুলে আসতে চাই না, সেটার আরও একটা কারণ, ব্যবহৃত স্যানিটারি প্যাড অথবা কাপড়টা আমি কোথায় ফেলব?’ যেসব স্কুলে পাঁচ শ বা এক হাজার কিশোরী থাকে, সবার একসঙ্গে মাসিক হয় না, এটা ঠিক। কিন্তু প্রতি মাসেই কারও না কারও তো হচ্ছে। ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনগুলো কীভাবে ডিসপোজাল হবে, সেটা কি আমরা ভাবছি? স্কুলের কোন জায়গাটাতে এগুলো ডিসপোজাল হবে? শহরের কথা যদি ধরি, সিটি করপোরেশন থেকে এগুলো কীভাবে সংগ্রহ করা হচ্ছে?
ছেলেদেরও মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা উচিত। তাদের বোঝানো উচিত, এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তার মায়ের এবং বোনেরও এটা হয়। সে যদি এটা না বোঝে, তবে বিয়ের পর তার দাম্পত্যজীবনেও সমস্যা তৈরি হতে পারে।

মাসিকবান্ধব বিশ্ব গড়তে হলে পরিবেশকেন্দ্রিক হতে হবে
টয়লেট ফ্যাসিলিটি, ওয়াশ ফ্যাসিলিটি নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এরপর আর আমরা কথা বলছি না। সেকেন্ডারি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে এই প্যাডগুলো, স্যানিটারি ন্যাপকিনগুলো কীভাবে ডিসপোজ হচ্ছে, এটার মেকানিজম আমাদের দেশে কেমন আছে? এটা গৃহস্থালি বর্জ্যের সঙ্গে মিলে আমাদের ভূমিতে কীভাবে চলে যাচ্ছে, তা নিয়ে নীতিগত জায়গায় আলোচনা আমি কখনোই শুনি না। এই আলোচনা হওয়া জরুরি। মাসিকবান্ধব বিশ্ব যদি আমাদের তৈরি করতে হয়, শুধু মানুষকেন্দ্রিক নয়, পরিবেশকেন্দ্রিকও তৈরি করতে হবে। এটার জন্য সচেতনতা ও গবেষণা জরুরি। আমাদের অনেক ধরনের মিথ (বদ্ধমূল ধারণা) আছে, ভালো লাগা, মন্দ লাগা আছে যে আমার ব্যবহৃত প্যাডটা আসলে কোথায় যাচ্ছে? কার হাতে এটা ম্যানেজ হচ্ছে? অনেক সামাজিক, ধর্মীয় সংস্কার আমাদের মনে কাজ করে। অনেক পরিবার এখন পর্যন্ত প্যাডে কনভার্ট করতে চায় না। এর অন্যতম কারণ হলো, তার প্যাড কোথায় ডিসপোজ হচ্ছে।
বন্যার সময় প্যাড ডিসপোজ করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একতলা, দোতলা বাড়িগুলো তখন পানির নিচে থাকে। প্যাড ফেললে সেটা ভেসে বেড়াচ্ছে। সেখান থেকে পানি নিয়ে আবার ফুটিয়ে খাওয়া হচ্ছে। এটা আসলে হাইজিনের (পরিচ্ছন্নতার) বিপরীতে যায়। আমরা শুধু স্যানিটারি প্যাডের কথা বলি। কিন্তু পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের কথা বলি না। আবার কাপড় ব্যবহার করতে হলে শুধু পুরোনো কাপড়ই দেওয়া হয়। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য নতুন কাপড়ও তো দেওয়া যেতে পারে। এটা নিয়ে আলোচনা হওয়া উচিত।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সরঞ্জামগুলো সুলভে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।
মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয় ২৮ মে মাসিক স্বাস্থ্যবিধি ও নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃত্ব বিষয়টাও মাসিকের সঙ্গে সম্পর্কিত। মাসিকের ব্যবস্থাপনা যদি সঠিক না হয়, মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। ২০২১ সালে জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র করা হয়েছিল। খুব সুন্দর কৌশলপত্র এটা। সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে, তার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে। পিএসটিসি ১৯৭৮ সালে জন্মলগ্ন থেকে যৌন প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করছে। সেই অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারী স্বাস্থ্যবিষয়ক অধিকার বাস্তবায়নে কাজ করছি। একটা প্রকল্পের অধীনে আমরা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি, তারা যেন সিলেবাসে মাসিকসংক্রান্ত অধ্যায়টি স্বাচ্ছন্দ্যে পড়াতে পারেন। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রশিক্ষণ পাওয়ার পর অধিকাংশ শিক্ষক ক্লাসরুমে এ বিষয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে আলোচনা করেছেন। এর সূত্র ধরে আমরা চেষ্টা করেছি, টিচার্স ট্রেনিং কলেজের কারিকুলামেও মাসিক স্বাস্থ্যবিষয়ক তথ্যগুলোকে যুক্ত করার জন্য। কারণ, শিক্ষকেরা যখন প্রশিক্ষণ পায়, তখন এই আলোচনাগুলো আসা উচিত। তাহলে পরবর্তীকালে শিক্ষার্থীদের পড়ানোর সময় তাঁরা সেটা বোঝাতে পারবেন।
আমরা বর্তমানে আরেকটি প্রকল্প পরিচালনা করছি, যেখানে খেলাধুলার মাধ্যমে কীভাবে মেয়েদের ট্যাবুসংক্রান্ত বিষয় দূর করা যায়, সেটা নিয়ে কাজ করছি। আমাদের প্রকল্পের কাজ চলছে, যেটার মাধ্যমে মানুষকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি নারীরা যেন সুলভে মাসিক ব্যবস্থাপনা উপকরণ পায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পে ছয় শতাধিক সামাজিক উদ্যোক্তা আমাদের সঙ্গে কাজ করছেন।

বন্ধ্যাত্বের অন্যতম কারণ মাসিক অব্যবস্থাপনা
মাসিকের কারণে দাম্পত্যজীবনেও সমস্যা হয়। এই সমস্যা বন্ধ্যাত্বের দিকেও ঠেলে দিচ্ছে। নারীদের বন্ধ্যাত্বের অন্যতম কারণ হলো মাসিক অব্যবস্থাপনা। এই জিনিসগুলো জানাবার জন্য আমাদের কাজ করা উচিত। কমিউনিকেশন ম্যাটেরিয়ালে এই জিনিসগুলো আমাদের যুক্ত করা উচিত। বেদেসহ বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, তাদের কত অজ্ঞতা আছে, কত বদ্ধমূল ধারণা আছে। এই সভ্য যুগেও মাসিক হলে সেই মেয়েটাকে বা নারীটাকে আলাদা করে দিচ্ছে। খাবার থেকে বঞ্চিত করা হচ্ছে। পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না। এক কোণে করে রাখার ফলে তার মানসিক সমস্যা হচ্ছে। সামাজিক অন্তর্ভুক্তির জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে। তার মানসিক আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে মাসিক অব্যবস্থাপনা।
আমাদের দেশের অনেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানেও ব্যবহারযোগ্য বাথরুম নেই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে অনেক মেয়েকে মাসিক নিয়ে অনেকটা সময় কাটাতে হয়, সেখানে বাথরুমগুলো কতটা মাসিকবান্ধব? সেই বাথরুমগুলো ছেলেমেয়ে-নির্বিশেষে সবাই ব্যবহার করছে। সেগুলো কতটুকু পরিষ্কার, ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, সেখানে নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারছি। এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।
সচেতনতা তৈরির ক্ষেত্রে কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো (যোগাযোগ উপকরণ) প্রান্তিক অঞ্চলের জন্য কেমন হবে, নৃগোষ্ঠীর জন্য কেমন হবে আর শহুরে এলাকার জন্য কেমন হবে, এটা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে মাসিকবান্ধব বাংলাদেশ গড়তে পারব।

বন্যার সময় বেশি সমস্যায় পড়েন নারীরা
বাংলাদেশে প্রায় সাড়ে ৫ কোটি নারী রয়েছেন, যাঁরা ১৫ থেকে ৪৯ বছর বয়সী। কিশোরী রয়েছেন ১৭ মিলিয়ন। প্রতি মাসেই তাঁরা এই অবস্থার মধ্য দিয়ে যান। কিন্তু এ নিয়ে কথা বলতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই তাঁরা সঠিকভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারেন না। বিশেষ চাহিদাসম্পন্ন নারী, পথ বা বস্তির তরুণী এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা বেশি সমস্যার মধ্যে আছেন। জলবায়ু পরিবর্তনের সমস্যাগ্রস্ত এলাকায়, বিশেষ করে বন্যার সময়ে মাসিক নিয়ে বেশি সমস্যায় পড়েন নারীরা।

এ সময়ে নারী কর্মীদের ডেস্কে কাজের ব্যবস্থা করতে হবে
আমাদের সিস্টেম চেঞ্জ নিয়ে ভাবতে হবে। প্রতি মাসের এই দিনগুলো নারীদের জন্য কঠিন হয়। আমাদের যে মানবসম্পদ নীতি আছে, জেন্ডার নীতি আছে, সেখানে এই বিষয়ে ভাবা প্রয়োজন। যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, এই দিনগুলোতে তাঁদের অফিসের ডেস্কে কাজ দেওয়া যায় কি না, দেখতে হবে। আমরা যারা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাতৃস্বাস্থ্য অথবা জনস্বাস্থ্য খাতে কাজ করি, তারা বলতে পারি, আজ আমি এটা করতে পারছি না। কারণ, আমি ভালো বোধ করছি না। এই সুযোগ সব নারীর থাকা উচিত। আমি স্কুল-কলেজ কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা পরীক্ষা, একটা ইনকোর্স অথবা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা; ওই দিনটা কঠিন হতে পারে। বিষয়টি সিস্টেমে নিয়ে যাওয়া খুব সহজ নয়। কিন্তু আমরা যদি একটু মানবিক হয়ে বিষয়টি প্রাতিষ্ঠানিক সিস্টেমে নিতে পারি, সেটাও খুব ইতিবাচক হবে বলে মনে করি।

পাইলট আকারে কিছু করা যায় কি না ভাবা দরকার
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং মাসিকবান্ধব বিশ্ব গড়তে এ ধরনের বৈঠক হওয়া জরুরি। তবে গবেষণা, সেমিনার ইত্যাদির তুলনায় প্রয়োগ কতটুকু হচ্ছে? স্বল্প মেয়াদে পাইলট আকারে কিছু করা যায় কি না, সেটা ভাবা দরকার। খুচরা প্যাড বিক্রি হওয়া প্রয়োজন। আমাদের লজ্জা-দ্বিধার ক্ষেত্রে কতটুকু উত্তরণ ঘটাতে পেরেছি, সেটা ভাবতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটা ছোট প্রকল্প ছিল, স্কুলে স্যানিটারি প্যাড সরবরাহ করা। স্কুলে শিক্ষার্থীরা নিজেরাও যেন প্যাড তৈরি করতে পারে, সে জন্য যন্ত্রপাতিও দেওয়া হয়েছিল। এই প্রকল্পকে আরও বৃহদাকারে করার জন্য আমি প্রস্তাব রেখেছিলাম। কিন্তু সেটা কার্যকর হয়নি।

মাসিকের সঙ্গে বাল্যবিবাহ সম্পর্কিত
মাসিকের সময় স্যানিটারি প্যাড ডিজপোজালের বিষয়টি একটি বড় ইস্যু। বিশেষ করে, বন্যার সময়ে এটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। স্কুল-কলেজে একদম গ্রামের দিকে বা প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে, সেখানে আরও বেশি সমস্যা। বেশির ভাগ সময় দেখা যায়, নদী বা এ রকম জায়গাতে স্যানিটারি প্যাড ছুড়ে ফেলা হয়। মাসিক বিষয়টাকে সেন্টার অব ডিসকাশনে রাখতে হবে। কারণ, মাসিকের সঙ্গে বাল্যবিবাহ সম্পর্কিত। যখনই মাসিক শুরু হচ্ছে, তখনই বাবা-মা মনে করছেন যে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। এটার সঙ্গে পুষ্টি জড়িত। কারণ, মাসিকের সময় অনেক জায়গায় অনেক খাবার খেতে দেওয়া হয় না। মাসিক স্বাস্থ্য আলাদা না করে মেইনস্ট্রিম হেলথের সঙ্গে এটাকে যুক্ত করা উচিত।

আমাদের অস্তিত্বের সঙ্গে মাসিক সম্পর্কিত
একজন মানুষ পৃথিবীতে সেই নারীর মাধ্যমে আসে, যে মেয়ের বা যেই মায়ের মাসিক হয়েছে। সুতরাং এটা আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এই বিষয়কে আমাদের সম্মান করতেই হবে। আর এই কাজ আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে। মাসিক একটি স্বাভাবিক বিষয়। এ সম্পর্কে আমাদের লজ্জা, ভয় থাকার কথা নয়। আমার অনুরোধ থাকবে, সবাই স্যানিটারি ন্যাপকিন সঙ্গে রাখবেন। কারও প্রয়োজন হলে দেবেন এবং সবাইকে এই পরামর্শ দেবেন।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। সরকারের অর্থনৈতিক সংকট, প্রতিবন্ধকতা ইত্যাদি নানা সমস্যা রয়েছে। তার মধ্যেও আমরা এক কোটি স্যানিটারি ন্যাপকিন কেনার অনুমোদন পেয়েছি। আমরা এগুলো বিতরণ করব। মেনস্ট্রুয়াল হেলথ ম্যানেজমেন্টকে (এমএইচএম) আমরা এখন মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন ম্যানেজমেন্ট বলি। আশির দশকে ১০ শতাংশ স্যানিটারি ন্যাপকিনও ব্যবহৃত হতো না। এখন আমাদের মেয়েরা ৫০ শতাংশ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছে। আশা করি, একসময় আমাদের শতভাগ মেয়েই মানসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে।

মাসিকের সঠিক ব্যবস্থাপনা না হলে স্বাস্থ্যঝুঁকি আছে
নারীদের ক্ষেত্রে মাসিক তার প্রাত্যহিক জীবনের অংশ। এটাকে আলাদা করে দেখার কিছু নেই। একজন নারীকে তাঁর জীবনে গড়ে ৩ হাজার দিন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে হয়। এটা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটা অবশ্যই স্বাস্থ্যের বিষয়। মাসিকের সঠিক ব্যবস্থাপনা না হলে স্বাস্থ্যঝুঁকি আছে। তাই একে স্বাস্থ্যের সঙ্গে চিন্তা করতে হবে। নারীস্বাস্থ্যের ওপর এর প্রভাব বিশাল। প্রত্যেক নারীকে কর্মক্ষম হিসেবে চিন্তা করলে ওই নারীর কর্মক্ষমতার সঙ্গে তাঁর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা সম্পর্ক আছে। এর সঙ্গে অনেক সামাজিক বিষয়ের যোগাযোগ রয়েছে। জেন্ডার বেজড ভায়োলেন্সের সঙ্গে এটার সম্পর্ক আছে। আমাদের বড় বড় দুর্যোগের সময় ভাবি না যে মাসিক ব্যবস্থাপনার সরঞ্জামাদি জরুরি সাহায্যের (ইমিডিয়েট সাপোর্ট) একটা অংশ হওয়া উচিত।

সচেতনতার কোনো বিকল্প নেই
বাংলাদেশ সচেতনতায় অনেক অনেক পিছিয়ে। আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি না। আমাদের দেশে মাসিক হওয়া মানে, বিয়ের জন্য আমরা প্রস্তুত। বাল্যবিবাহের বিষয়টা এখানে চলে আসে। অর্থাৎ মাসিকের সঙ্গে বাল্যবিবাহের সম্পর্ক রয়েছে। আবার মাসিকের সঙ্গে স্বাস্থ্যগত বিষয়ও জড়িত। আমরা যদি সঠিকভাবে মাসিক স্বাস্থ্যবিধি মানতে না পারি, তাহলে আমাদের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। জরায়ু সংক্রমণ হতে পারে, ছত্রাক সংক্রমণ ঘটতে পারে। কিশোরীরা যেন দ্বিধাহীনভাবে এটা নিয়ে কথা বলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। আমার মেয়েকে বলেছি, তোমার মাসিকের সময় স্যানিটারি প্যাডের কথা বললে বাবা কিনে এনে দেবে। আমার মেয়ে তার বাবার কাছে প্যাড চাইতে শিখেছে। এটা একটা উত্তরণ।

অসচ্ছল নারীদের স্যানিটারি প্যাড কিনতে সমস্যা হয়
গ্রামে বা বস্তি এলাকাগুলোতে মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বেশ কাজের। কারণ, এই জায়গাগুলোতে ২০টি পর্যন্ত পরিবার একটি বাথরুম ব্যবহার করে। এসব জায়গায় কাপড় ব্যবহার করা সমস্যাজনক। কারণ, একটা কাপড় ধুয়ে পরিষ্কার করতে যে সময় প্রয়োজন, বাথরুমে সেই সময়টা পাওয়া যায় না। কেউ এসে তাড়া দেয়। যারা আর্থিকভাবে একটু সচ্ছল, তারা স্যানিটারি প্যাড কিনতে পারে। তারা আর কাপড়ে ফেরত যেতে চায় না। তবে যারা অসচ্ছল, তাদের এটা কিনতে সমস্যা হয়। আমরা প্রকল্পের আওতায় মেয়েদের স্যানিটারি প্যাড সরবরাহ করেছি। ওরা এখন বলে, ‘আপা, প্রজেক্ট শেষ হয়ে গেলে আমরা কীভাবে কিনব?’

সহজলভ্য হতে হবে মাসিক ব্যবস্থাপনার পণ্য
মাসিককে এখনো কোনো কোনো জায়গায় শারীরিক অসুস্থতা হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু এটা আসলে সুস্থ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা নিয়ে বারবার কথা বলা উচিত। মেয়েরা যেন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সঠিকভাবে জানতে পারে এবং বলতে পারে, এমন স্বাভাবিক পরিবেশ চাই। এ ছাড়া পিরিয়ডকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার পণ্যগুলো সহজলভ্য করা দরকার।

স্যানিটারি প্যাডের দাম নিয়ন্ত্রণে আনা উচিত
যাঁরা শহরে থাকেন, তাঁদের জন্য স্যানিটারি প্যাড কেনা তুলনামূলক সহজ। কিন্তু যাঁরা গ্রামে থাকেন, তাঁদের স্যানিটারি প্যাড ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। গ্রামে যে নারীরা থাকেন, তাঁরা মাসের হাতখরচ বাঁচিয়ে প্যাড কিনতে পারছেন কি না, এ বিষয়টা চিন্তা করা উচিত। স্যানিটারি প্যাডের দাম নিয়ন্ত্রণে আনা উচিত।

দোকানে খুচরা প্যাডের ব্যবস্থা করতে হবে
আমি গ্রামে দেখেছি, সেখানে শুধু বাজারেই স্যানিটারি প্যাড রাখা হয়। কিন্তু বাড়ির আশপাশের দোকানগুলোতে প্যাড রাখা হয় না। বাড়ির মেয়েরা খুব একটা বাজারে যান না। ফলে প্যাড কিনতে তাঁরা সমস্যায় পড়েন। আরেকটি সমস্যা হলো, বাসার বাইরে থাকার সময় প্যাড লাগলে পুরো প্যাকেট কিনতে হয়। হয়তো বাসায় পর্যাপ্ত প্যাড আছে বা তখন হাতে ওই পরিমাণ টাকা নেই, তাই ওই সময় পুরো প্যাকেট কেনা কষ্টকর হয়ে পড়ে। দোকানে খুচরা প্যাড বিক্রয়ের ব্যবস্থা থাকলে ভালো হতো।

সামাজিক মাধ্যমে হতে হবে ইতিবাচক প্রচার
এখনকার তরুণেরা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান। কিন্তু সেখানে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য খুব একটা পাওয়া যায় না। সামাজিক মাধ্যমে চ্যানেল বা পেজ করে রিলস, ইনফোগ্রাফিকস, কনটেন্ট তুলে ধরে তরুণসমাজকে এ বিষয়ে সচেতন করে তোলা যেতে পারে। একজন নারী গড়ে ৩ হাজার দিন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় কাটান। বছরের হিসাবে এটা ছয় থেকে আট বছর। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

মাসিক নিয়ে ট্যাবু ভাঙতে হবে
মাসিক বিষয়টি এখনো আমাদের সমাজে ট্যাবু। এই ট্যাবু ভাঙার জন্য আমাদের উদার হয়ে সচেতনভাবে নাগরিক দায়িত্ব পালন করা প্রয়োজন। শিশু-কিশোরদের বইপুস্তকে আমরা বিষয়টিকে প্রতিফলিত করতে পারিনি। এটা সহজভাবে পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে। ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, আচার-ব্যবহারের মাধ্যমে এই প্রসঙ্গকে সহজভাবে উপস্থাপন করার চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগোতে হবে।
যাঁরা অংশ নিয়েছিলেন
সঞ্চালক
ড. নূর মোহাম্মদ
নির্বাহী পরিচালক, পিএসটিসি
আলোচক
ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএমএমইউ)
নন্দিনী লোপা
কান্ট্রি কো-অর্ডিনেটর, গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ), বিশ্বব্যাংক
কানিজ গোফরানী কোরায়শী
প্রজেক্ট ম্যানেজার, পিএসটিসি
ডা. ফারহানা হক
ডিরেক্টর (হেলথ কমিউনিকেশন)
রেডঅরেঞ্জ কমিউনিকেশনস
সাঈদা বানী
প্রজেক্ট কো-অর্ডিনেটর, ফেমিনিস্ট অপরচুনিটিস নাউ, ক্রিয়া
রেজিনা আরজু
উপপরিচালক (প্রশিক্ষণ), মহিলা বিষয়ক অধিদপ্তর
মাহবুবা হক কুমকুম
জ্যেষ্ঠ প্রশিক্ষক ও পরামর্শক, এমডিএফ বাংলাদেশ
ডা. মো. মনজুর হোসাইন
প্রোগ্রাম ম্যানেজার (এ অ্যান্ড আরএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর
অনিতা শরীফ চৌধুরী, টিম লিডার, পিএসটিসি
ডা. মো. মাহবুবুল আলম, হেড অব প্রোগ্রামস, পিএসটিসি
ডা. সুস্মিতা আহমেদ, জ্যেষ্ঠ উপদেষ্টা, আইপাস বাংলাদেশ
মাহমুদা নাসরিন, প্রজেক্ট ম্যানেজার, পিএসটিসি
প্রিয়তা মণ্ডল
চেয়ারপারসন, ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক (নয়ন)
তাহরিমা তাসলিম
সদস্য, ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক (নয়ন)
সুমাইয়া আক্তার
ইন্টার্ন, পিএসটিসি (শিক্ষার্থী, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
শুভাশীষ কুমার রিমন, ইন্টার্ন, পিএসটিসি (শিক্ষার্থী, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
ড. মো. গোলাম রহমান
সম্পাদক, আজকের পত্রিকা
সাহিদুল ইসলাম চৌধুরী, উপসম্পাদক, আজকের পত্রিকা

মাসিক বা পিরিয়ড নারীজীবনের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আমাদের দেশে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে অস্বস্তিতে পড়েন। মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। প্রতিবছরের ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মে আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘মাসিকবান্ধব বিশ্বের জন্য একতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে সহযোগী ছিল বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এবং ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)। লিখেছেন আজকের পত্রিকার প্রতিবেদক অর্চি হক।

মানুষকে বোঝাতে হবে, এটা নিষিদ্ধ বিষয় নয়
এই ইস্যুকে আমরা অনেক শব্দের মাধ্যমে চিহ্নিত করি। মাসিক হলো সবচেয়ে প্রচলিত শব্দ। প্রতি মাসে এটা আসে, তাই এটাকে মাসিক বলা হয়। অনেক ছেলে মাসিক কী, এটা নিয়ে কৌতুক করে, হাসাহাসি করে। ইংরেজিতে পিরিয়ড শব্দটি প্রচলিত। ‘মেন্সট্রুয়েশন’—এই লম্বা শব্দটি না বলে অনেকে মিনস বলে। শব্দচয়ন বা শব্দের ব্যবহার—এগুলোও অনেক কিছু নির্দেশ করে।
এই সভার মূল উপস্থাপনায় বলা হয়েছে, পুরুষ অথবা ছেলেদেরও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার কাজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটা নিয়ে ভাবা উচিত। তবে মাসিক বিষয়টা কি স্বাস্থ্যের নাকি জনস্বাস্থ্যের, এটা নিয়ে বিতর্ক রয়েছে।
মাসিক নিয়ে আমরা যে কণ্ঠস্বর তৈরি করেছি, এটা ছড়িয়ে দিতে চাই। এটাই আমাদের এই সংলাপের মূল উদ্দেশ্য। পরিবারের প্রত্যেক মানুষকে বোঝাতে হবে যে এটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। শিক্ষকদের বলতে হবে। শিক্ষার্থীদের সামনেই আলোচনা করতে হবে।
যখন দুর্যোগ হয়, বন্যা হয়, তখন আমরা চিন্তা করি, চাল, ডাল, পানি, লবণ সাহায্যের জন্য নিয়ে যেতে হবে। কিন্তু কেউ চিন্তা করে না, ওখানে স্যানিটারি প্যাড নিতে হবে। কেউ চিন্তা করি না যে ওখানে একজন গর্ভবতী মা থাকতে পারেন, একজন কিশোরী বা তরুণী থাকতে পারে। তার নিরাপত্তা দিতে হবে। তার জন্য মাসিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা থাকতে হবে। এই চিন্তাগুলো সবাইকে করতে হবে। অন্যথায় মাসিকবান্ধব বিশ্ব গড়ে তোলা সম্ভব নয়।

মেয়েদের স্কুলে অনুপস্থিতির বড় কারণ অপরিষ্কার টয়লেট
কিশোর-কিশোরীর স্বাস্থ্য নিয়ে স্কুল পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, স্কুলগুলো আমাদের শক্তির জায়গা। সেখানে ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। মেয়েরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু জানে না, এমন নয়। গবেষণার কাজে নীলফামারী ও ভোলার স্কুলে গিয়ে আমরা দেখেছি, স্কুলে মেয়েদের অনুপস্থিত থাকার অনেক কারণ রয়েছে। সবচেয়ে কমন (সাধারণ) কারণ হলো, তারা অপরিষ্কার টয়লেট ব্যবহার করতে চায় না। এই বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মেয়েরা বলেছে, মাসিকের সময় পেটব্যথা হয়, ওষুধ খেলে ব্যথা কমেও যায়। তাই ব্যথার কারণে তারা স্কুলে অনুপস্থিত থাকে, তা নয়; বরং অপরিষ্কার জায়গাটাকে তারা এড়াতে চায় বলেই স্কুলে যায় না।
শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ডিসপোজাল আরেকটি সমস্যা। মেয়েরা এমনটাও বলেছে, ‘স্কুলে আসতে চাই না, সেটার আরও একটা কারণ, ব্যবহৃত স্যানিটারি প্যাড অথবা কাপড়টা আমি কোথায় ফেলব?’ যেসব স্কুলে পাঁচ শ বা এক হাজার কিশোরী থাকে, সবার একসঙ্গে মাসিক হয় না, এটা ঠিক। কিন্তু প্রতি মাসেই কারও না কারও তো হচ্ছে। ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনগুলো কীভাবে ডিসপোজাল হবে, সেটা কি আমরা ভাবছি? স্কুলের কোন জায়গাটাতে এগুলো ডিসপোজাল হবে? শহরের কথা যদি ধরি, সিটি করপোরেশন থেকে এগুলো কীভাবে সংগ্রহ করা হচ্ছে?
ছেলেদেরও মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা উচিত। তাদের বোঝানো উচিত, এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তার মায়ের এবং বোনেরও এটা হয়। সে যদি এটা না বোঝে, তবে বিয়ের পর তার দাম্পত্যজীবনেও সমস্যা তৈরি হতে পারে।

মাসিকবান্ধব বিশ্ব গড়তে হলে পরিবেশকেন্দ্রিক হতে হবে
টয়লেট ফ্যাসিলিটি, ওয়াশ ফ্যাসিলিটি নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এরপর আর আমরা কথা বলছি না। সেকেন্ডারি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে এই প্যাডগুলো, স্যানিটারি ন্যাপকিনগুলো কীভাবে ডিসপোজ হচ্ছে, এটার মেকানিজম আমাদের দেশে কেমন আছে? এটা গৃহস্থালি বর্জ্যের সঙ্গে মিলে আমাদের ভূমিতে কীভাবে চলে যাচ্ছে, তা নিয়ে নীতিগত জায়গায় আলোচনা আমি কখনোই শুনি না। এই আলোচনা হওয়া জরুরি। মাসিকবান্ধব বিশ্ব যদি আমাদের তৈরি করতে হয়, শুধু মানুষকেন্দ্রিক নয়, পরিবেশকেন্দ্রিকও তৈরি করতে হবে। এটার জন্য সচেতনতা ও গবেষণা জরুরি। আমাদের অনেক ধরনের মিথ (বদ্ধমূল ধারণা) আছে, ভালো লাগা, মন্দ লাগা আছে যে আমার ব্যবহৃত প্যাডটা আসলে কোথায় যাচ্ছে? কার হাতে এটা ম্যানেজ হচ্ছে? অনেক সামাজিক, ধর্মীয় সংস্কার আমাদের মনে কাজ করে। অনেক পরিবার এখন পর্যন্ত প্যাডে কনভার্ট করতে চায় না। এর অন্যতম কারণ হলো, তার প্যাড কোথায় ডিসপোজ হচ্ছে।
বন্যার সময় প্যাড ডিসপোজ করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একতলা, দোতলা বাড়িগুলো তখন পানির নিচে থাকে। প্যাড ফেললে সেটা ভেসে বেড়াচ্ছে। সেখান থেকে পানি নিয়ে আবার ফুটিয়ে খাওয়া হচ্ছে। এটা আসলে হাইজিনের (পরিচ্ছন্নতার) বিপরীতে যায়। আমরা শুধু স্যানিটারি প্যাডের কথা বলি। কিন্তু পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের কথা বলি না। আবার কাপড় ব্যবহার করতে হলে শুধু পুরোনো কাপড়ই দেওয়া হয়। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য নতুন কাপড়ও তো দেওয়া যেতে পারে। এটা নিয়ে আলোচনা হওয়া উচিত।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সরঞ্জামগুলো সুলভে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।
মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয় ২৮ মে মাসিক স্বাস্থ্যবিধি ও নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃত্ব বিষয়টাও মাসিকের সঙ্গে সম্পর্কিত। মাসিকের ব্যবস্থাপনা যদি সঠিক না হয়, মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। ২০২১ সালে জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র করা হয়েছিল। খুব সুন্দর কৌশলপত্র এটা। সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে, তার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে। পিএসটিসি ১৯৭৮ সালে জন্মলগ্ন থেকে যৌন প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করছে। সেই অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারী স্বাস্থ্যবিষয়ক অধিকার বাস্তবায়নে কাজ করছি। একটা প্রকল্পের অধীনে আমরা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি, তারা যেন সিলেবাসে মাসিকসংক্রান্ত অধ্যায়টি স্বাচ্ছন্দ্যে পড়াতে পারেন। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রশিক্ষণ পাওয়ার পর অধিকাংশ শিক্ষক ক্লাসরুমে এ বিষয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে আলোচনা করেছেন। এর সূত্র ধরে আমরা চেষ্টা করেছি, টিচার্স ট্রেনিং কলেজের কারিকুলামেও মাসিক স্বাস্থ্যবিষয়ক তথ্যগুলোকে যুক্ত করার জন্য। কারণ, শিক্ষকেরা যখন প্রশিক্ষণ পায়, তখন এই আলোচনাগুলো আসা উচিত। তাহলে পরবর্তীকালে শিক্ষার্থীদের পড়ানোর সময় তাঁরা সেটা বোঝাতে পারবেন।
আমরা বর্তমানে আরেকটি প্রকল্প পরিচালনা করছি, যেখানে খেলাধুলার মাধ্যমে কীভাবে মেয়েদের ট্যাবুসংক্রান্ত বিষয় দূর করা যায়, সেটা নিয়ে কাজ করছি। আমাদের প্রকল্পের কাজ চলছে, যেটার মাধ্যমে মানুষকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি নারীরা যেন সুলভে মাসিক ব্যবস্থাপনা উপকরণ পায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পে ছয় শতাধিক সামাজিক উদ্যোক্তা আমাদের সঙ্গে কাজ করছেন।

বন্ধ্যাত্বের অন্যতম কারণ মাসিক অব্যবস্থাপনা
মাসিকের কারণে দাম্পত্যজীবনেও সমস্যা হয়। এই সমস্যা বন্ধ্যাত্বের দিকেও ঠেলে দিচ্ছে। নারীদের বন্ধ্যাত্বের অন্যতম কারণ হলো মাসিক অব্যবস্থাপনা। এই জিনিসগুলো জানাবার জন্য আমাদের কাজ করা উচিত। কমিউনিকেশন ম্যাটেরিয়ালে এই জিনিসগুলো আমাদের যুক্ত করা উচিত। বেদেসহ বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, তাদের কত অজ্ঞতা আছে, কত বদ্ধমূল ধারণা আছে। এই সভ্য যুগেও মাসিক হলে সেই মেয়েটাকে বা নারীটাকে আলাদা করে দিচ্ছে। খাবার থেকে বঞ্চিত করা হচ্ছে। পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না। এক কোণে করে রাখার ফলে তার মানসিক সমস্যা হচ্ছে। সামাজিক অন্তর্ভুক্তির জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে। তার মানসিক আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে মাসিক অব্যবস্থাপনা।
আমাদের দেশের অনেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানেও ব্যবহারযোগ্য বাথরুম নেই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে অনেক মেয়েকে মাসিক নিয়ে অনেকটা সময় কাটাতে হয়, সেখানে বাথরুমগুলো কতটা মাসিকবান্ধব? সেই বাথরুমগুলো ছেলেমেয়ে-নির্বিশেষে সবাই ব্যবহার করছে। সেগুলো কতটুকু পরিষ্কার, ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, সেখানে নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারছি। এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।
সচেতনতা তৈরির ক্ষেত্রে কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো (যোগাযোগ উপকরণ) প্রান্তিক অঞ্চলের জন্য কেমন হবে, নৃগোষ্ঠীর জন্য কেমন হবে আর শহুরে এলাকার জন্য কেমন হবে, এটা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে মাসিকবান্ধব বাংলাদেশ গড়তে পারব।

বন্যার সময় বেশি সমস্যায় পড়েন নারীরা
বাংলাদেশে প্রায় সাড়ে ৫ কোটি নারী রয়েছেন, যাঁরা ১৫ থেকে ৪৯ বছর বয়সী। কিশোরী রয়েছেন ১৭ মিলিয়ন। প্রতি মাসেই তাঁরা এই অবস্থার মধ্য দিয়ে যান। কিন্তু এ নিয়ে কথা বলতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই তাঁরা সঠিকভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারেন না। বিশেষ চাহিদাসম্পন্ন নারী, পথ বা বস্তির তরুণী এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা বেশি সমস্যার মধ্যে আছেন। জলবায়ু পরিবর্তনের সমস্যাগ্রস্ত এলাকায়, বিশেষ করে বন্যার সময়ে মাসিক নিয়ে বেশি সমস্যায় পড়েন নারীরা।

এ সময়ে নারী কর্মীদের ডেস্কে কাজের ব্যবস্থা করতে হবে
আমাদের সিস্টেম চেঞ্জ নিয়ে ভাবতে হবে। প্রতি মাসের এই দিনগুলো নারীদের জন্য কঠিন হয়। আমাদের যে মানবসম্পদ নীতি আছে, জেন্ডার নীতি আছে, সেখানে এই বিষয়ে ভাবা প্রয়োজন। যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, এই দিনগুলোতে তাঁদের অফিসের ডেস্কে কাজ দেওয়া যায় কি না, দেখতে হবে। আমরা যারা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাতৃস্বাস্থ্য অথবা জনস্বাস্থ্য খাতে কাজ করি, তারা বলতে পারি, আজ আমি এটা করতে পারছি না। কারণ, আমি ভালো বোধ করছি না। এই সুযোগ সব নারীর থাকা উচিত। আমি স্কুল-কলেজ কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা পরীক্ষা, একটা ইনকোর্স অথবা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা; ওই দিনটা কঠিন হতে পারে। বিষয়টি সিস্টেমে নিয়ে যাওয়া খুব সহজ নয়। কিন্তু আমরা যদি একটু মানবিক হয়ে বিষয়টি প্রাতিষ্ঠানিক সিস্টেমে নিতে পারি, সেটাও খুব ইতিবাচক হবে বলে মনে করি।

পাইলট আকারে কিছু করা যায় কি না ভাবা দরকার
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং মাসিকবান্ধব বিশ্ব গড়তে এ ধরনের বৈঠক হওয়া জরুরি। তবে গবেষণা, সেমিনার ইত্যাদির তুলনায় প্রয়োগ কতটুকু হচ্ছে? স্বল্প মেয়াদে পাইলট আকারে কিছু করা যায় কি না, সেটা ভাবা দরকার। খুচরা প্যাড বিক্রি হওয়া প্রয়োজন। আমাদের লজ্জা-দ্বিধার ক্ষেত্রে কতটুকু উত্তরণ ঘটাতে পেরেছি, সেটা ভাবতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটা ছোট প্রকল্প ছিল, স্কুলে স্যানিটারি প্যাড সরবরাহ করা। স্কুলে শিক্ষার্থীরা নিজেরাও যেন প্যাড তৈরি করতে পারে, সে জন্য যন্ত্রপাতিও দেওয়া হয়েছিল। এই প্রকল্পকে আরও বৃহদাকারে করার জন্য আমি প্রস্তাব রেখেছিলাম। কিন্তু সেটা কার্যকর হয়নি।

মাসিকের সঙ্গে বাল্যবিবাহ সম্পর্কিত
মাসিকের সময় স্যানিটারি প্যাড ডিজপোজালের বিষয়টি একটি বড় ইস্যু। বিশেষ করে, বন্যার সময়ে এটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। স্কুল-কলেজে একদম গ্রামের দিকে বা প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে, সেখানে আরও বেশি সমস্যা। বেশির ভাগ সময় দেখা যায়, নদী বা এ রকম জায়গাতে স্যানিটারি প্যাড ছুড়ে ফেলা হয়। মাসিক বিষয়টাকে সেন্টার অব ডিসকাশনে রাখতে হবে। কারণ, মাসিকের সঙ্গে বাল্যবিবাহ সম্পর্কিত। যখনই মাসিক শুরু হচ্ছে, তখনই বাবা-মা মনে করছেন যে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। এটার সঙ্গে পুষ্টি জড়িত। কারণ, মাসিকের সময় অনেক জায়গায় অনেক খাবার খেতে দেওয়া হয় না। মাসিক স্বাস্থ্য আলাদা না করে মেইনস্ট্রিম হেলথের সঙ্গে এটাকে যুক্ত করা উচিত।

আমাদের অস্তিত্বের সঙ্গে মাসিক সম্পর্কিত
একজন মানুষ পৃথিবীতে সেই নারীর মাধ্যমে আসে, যে মেয়ের বা যেই মায়ের মাসিক হয়েছে। সুতরাং এটা আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এই বিষয়কে আমাদের সম্মান করতেই হবে। আর এই কাজ আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে। মাসিক একটি স্বাভাবিক বিষয়। এ সম্পর্কে আমাদের লজ্জা, ভয় থাকার কথা নয়। আমার অনুরোধ থাকবে, সবাই স্যানিটারি ন্যাপকিন সঙ্গে রাখবেন। কারও প্রয়োজন হলে দেবেন এবং সবাইকে এই পরামর্শ দেবেন।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। সরকারের অর্থনৈতিক সংকট, প্রতিবন্ধকতা ইত্যাদি নানা সমস্যা রয়েছে। তার মধ্যেও আমরা এক কোটি স্যানিটারি ন্যাপকিন কেনার অনুমোদন পেয়েছি। আমরা এগুলো বিতরণ করব। মেনস্ট্রুয়াল হেলথ ম্যানেজমেন্টকে (এমএইচএম) আমরা এখন মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন ম্যানেজমেন্ট বলি। আশির দশকে ১০ শতাংশ স্যানিটারি ন্যাপকিনও ব্যবহৃত হতো না। এখন আমাদের মেয়েরা ৫০ শতাংশ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছে। আশা করি, একসময় আমাদের শতভাগ মেয়েই মানসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে।

মাসিকের সঠিক ব্যবস্থাপনা না হলে স্বাস্থ্যঝুঁকি আছে
নারীদের ক্ষেত্রে মাসিক তার প্রাত্যহিক জীবনের অংশ। এটাকে আলাদা করে দেখার কিছু নেই। একজন নারীকে তাঁর জীবনে গড়ে ৩ হাজার দিন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে হয়। এটা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটা অবশ্যই স্বাস্থ্যের বিষয়। মাসিকের সঠিক ব্যবস্থাপনা না হলে স্বাস্থ্যঝুঁকি আছে। তাই একে স্বাস্থ্যের সঙ্গে চিন্তা করতে হবে। নারীস্বাস্থ্যের ওপর এর প্রভাব বিশাল। প্রত্যেক নারীকে কর্মক্ষম হিসেবে চিন্তা করলে ওই নারীর কর্মক্ষমতার সঙ্গে তাঁর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা সম্পর্ক আছে। এর সঙ্গে অনেক সামাজিক বিষয়ের যোগাযোগ রয়েছে। জেন্ডার বেজড ভায়োলেন্সের সঙ্গে এটার সম্পর্ক আছে। আমাদের বড় বড় দুর্যোগের সময় ভাবি না যে মাসিক ব্যবস্থাপনার সরঞ্জামাদি জরুরি সাহায্যের (ইমিডিয়েট সাপোর্ট) একটা অংশ হওয়া উচিত।

সচেতনতার কোনো বিকল্প নেই
বাংলাদেশ সচেতনতায় অনেক অনেক পিছিয়ে। আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি না। আমাদের দেশে মাসিক হওয়া মানে, বিয়ের জন্য আমরা প্রস্তুত। বাল্যবিবাহের বিষয়টা এখানে চলে আসে। অর্থাৎ মাসিকের সঙ্গে বাল্যবিবাহের সম্পর্ক রয়েছে। আবার মাসিকের সঙ্গে স্বাস্থ্যগত বিষয়ও জড়িত। আমরা যদি সঠিকভাবে মাসিক স্বাস্থ্যবিধি মানতে না পারি, তাহলে আমাদের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। জরায়ু সংক্রমণ হতে পারে, ছত্রাক সংক্রমণ ঘটতে পারে। কিশোরীরা যেন দ্বিধাহীনভাবে এটা নিয়ে কথা বলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। আমার মেয়েকে বলেছি, তোমার মাসিকের সময় স্যানিটারি প্যাডের কথা বললে বাবা কিনে এনে দেবে। আমার মেয়ে তার বাবার কাছে প্যাড চাইতে শিখেছে। এটা একটা উত্তরণ।

অসচ্ছল নারীদের স্যানিটারি প্যাড কিনতে সমস্যা হয়
গ্রামে বা বস্তি এলাকাগুলোতে মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বেশ কাজের। কারণ, এই জায়গাগুলোতে ২০টি পর্যন্ত পরিবার একটি বাথরুম ব্যবহার করে। এসব জায়গায় কাপড় ব্যবহার করা সমস্যাজনক। কারণ, একটা কাপড় ধুয়ে পরিষ্কার করতে যে সময় প্রয়োজন, বাথরুমে সেই সময়টা পাওয়া যায় না। কেউ এসে তাড়া দেয়। যারা আর্থিকভাবে একটু সচ্ছল, তারা স্যানিটারি প্যাড কিনতে পারে। তারা আর কাপড়ে ফেরত যেতে চায় না। তবে যারা অসচ্ছল, তাদের এটা কিনতে সমস্যা হয়। আমরা প্রকল্পের আওতায় মেয়েদের স্যানিটারি প্যাড সরবরাহ করেছি। ওরা এখন বলে, ‘আপা, প্রজেক্ট শেষ হয়ে গেলে আমরা কীভাবে কিনব?’

সহজলভ্য হতে হবে মাসিক ব্যবস্থাপনার পণ্য
মাসিককে এখনো কোনো কোনো জায়গায় শারীরিক অসুস্থতা হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু এটা আসলে সুস্থ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা নিয়ে বারবার কথা বলা উচিত। মেয়েরা যেন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সঠিকভাবে জানতে পারে এবং বলতে পারে, এমন স্বাভাবিক পরিবেশ চাই। এ ছাড়া পিরিয়ডকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার পণ্যগুলো সহজলভ্য করা দরকার।

স্যানিটারি প্যাডের দাম নিয়ন্ত্রণে আনা উচিত
যাঁরা শহরে থাকেন, তাঁদের জন্য স্যানিটারি প্যাড কেনা তুলনামূলক সহজ। কিন্তু যাঁরা গ্রামে থাকেন, তাঁদের স্যানিটারি প্যাড ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। গ্রামে যে নারীরা থাকেন, তাঁরা মাসের হাতখরচ বাঁচিয়ে প্যাড কিনতে পারছেন কি না, এ বিষয়টা চিন্তা করা উচিত। স্যানিটারি প্যাডের দাম নিয়ন্ত্রণে আনা উচিত।

দোকানে খুচরা প্যাডের ব্যবস্থা করতে হবে
আমি গ্রামে দেখেছি, সেখানে শুধু বাজারেই স্যানিটারি প্যাড রাখা হয়। কিন্তু বাড়ির আশপাশের দোকানগুলোতে প্যাড রাখা হয় না। বাড়ির মেয়েরা খুব একটা বাজারে যান না। ফলে প্যাড কিনতে তাঁরা সমস্যায় পড়েন। আরেকটি সমস্যা হলো, বাসার বাইরে থাকার সময় প্যাড লাগলে পুরো প্যাকেট কিনতে হয়। হয়তো বাসায় পর্যাপ্ত প্যাড আছে বা তখন হাতে ওই পরিমাণ টাকা নেই, তাই ওই সময় পুরো প্যাকেট কেনা কষ্টকর হয়ে পড়ে। দোকানে খুচরা প্যাড বিক্রয়ের ব্যবস্থা থাকলে ভালো হতো।

সামাজিক মাধ্যমে হতে হবে ইতিবাচক প্রচার
এখনকার তরুণেরা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান। কিন্তু সেখানে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য খুব একটা পাওয়া যায় না। সামাজিক মাধ্যমে চ্যানেল বা পেজ করে রিলস, ইনফোগ্রাফিকস, কনটেন্ট তুলে ধরে তরুণসমাজকে এ বিষয়ে সচেতন করে তোলা যেতে পারে। একজন নারী গড়ে ৩ হাজার দিন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় কাটান। বছরের হিসাবে এটা ছয় থেকে আট বছর। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

মাসিক নিয়ে ট্যাবু ভাঙতে হবে
মাসিক বিষয়টি এখনো আমাদের সমাজে ট্যাবু। এই ট্যাবু ভাঙার জন্য আমাদের উদার হয়ে সচেতনভাবে নাগরিক দায়িত্ব পালন করা প্রয়োজন। শিশু-কিশোরদের বইপুস্তকে আমরা বিষয়টিকে প্রতিফলিত করতে পারিনি। এটা সহজভাবে পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে। ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, আচার-ব্যবহারের মাধ্যমে এই প্রসঙ্গকে সহজভাবে উপস্থাপন করার চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগোতে হবে।
যাঁরা অংশ নিয়েছিলেন
সঞ্চালক
ড. নূর মোহাম্মদ
নির্বাহী পরিচালক, পিএসটিসি
আলোচক
ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএমএমইউ)
নন্দিনী লোপা
কান্ট্রি কো-অর্ডিনেটর, গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ), বিশ্বব্যাংক
কানিজ গোফরানী কোরায়শী
প্রজেক্ট ম্যানেজার, পিএসটিসি
ডা. ফারহানা হক
ডিরেক্টর (হেলথ কমিউনিকেশন)
রেডঅরেঞ্জ কমিউনিকেশনস
সাঈদা বানী
প্রজেক্ট কো-অর্ডিনেটর, ফেমিনিস্ট অপরচুনিটিস নাউ, ক্রিয়া
রেজিনা আরজু
উপপরিচালক (প্রশিক্ষণ), মহিলা বিষয়ক অধিদপ্তর
মাহবুবা হক কুমকুম
জ্যেষ্ঠ প্রশিক্ষক ও পরামর্শক, এমডিএফ বাংলাদেশ
ডা. মো. মনজুর হোসাইন
প্রোগ্রাম ম্যানেজার (এ অ্যান্ড আরএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর
অনিতা শরীফ চৌধুরী, টিম লিডার, পিএসটিসি
ডা. মো. মাহবুবুল আলম, হেড অব প্রোগ্রামস, পিএসটিসি
ডা. সুস্মিতা আহমেদ, জ্যেষ্ঠ উপদেষ্টা, আইপাস বাংলাদেশ
মাহমুদা নাসরিন, প্রজেক্ট ম্যানেজার, পিএসটিসি
প্রিয়তা মণ্ডল
চেয়ারপারসন, ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক (নয়ন)
তাহরিমা তাসলিম
সদস্য, ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক (নয়ন)
সুমাইয়া আক্তার
ইন্টার্ন, পিএসটিসি (শিক্ষার্থী, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
শুভাশীষ কুমার রিমন, ইন্টার্ন, পিএসটিসি (শিক্ষার্থী, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
ড. মো. গোলাম রহমান
সম্পাদক, আজকের পত্রিকা
সাহিদুল ইসলাম চৌধুরী, উপসম্পাদক, আজকের পত্রিকা

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিবছরের ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে ৮ জুলাই ঢাকায় আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস...
১১ জুলাই ২০২৫
আগামীর পৃথিবী গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি। নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে নিজেদের পরিবার গঠনের ক্ষেত্রে তারুণ্যকে ক্ষমতায়ন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। সম্পর্ক, পরিবার গঠন, পিতামাতার ভূমিকা গ্রহণ বিষয়ে সচেতন...
০৯ জুলাই ২০২৫
নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে জনসমক্ষে আলোচনা ও সচেতনতা জরুরি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার ভেঙে বিষয়টিকে নারী ও পুরুষ সবার কাছে সহজ ও স্বাভাবিক করে তুলতে সবাইকে কাজ করতে হবে। স্যানিটারি প্যাডের সহজলভ্যতা, তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এবং ব্যবহারের পরে পরিবেশসম্মতভাবে ফেলে দেওয়ার দিক
২৫ মে ২০২৫নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে জনসমক্ষে আলোচনা ও সচেতনতা জরুরি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার ভেঙে বিষয়টিকে নারী ও পুরুষ সবার কাছে সহজ ও স্বাভাবিক করে তুলতে সবাইকে কাজ করতে হবে। স্যানিটারি প্যাডের সহজলভ্যতা, তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এবং ব্যবহারের পরে পরিবেশসম্মতভাবে ফেলে দেওয়ার দিকেও লক্ষ রাখা দরকার। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষায় দেশে ইতিবাচক কিছু পরিবর্তন এলেও এখনো অনেক কিছু করার বাকি।
নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, নারী অধিকারকর্মী এবং পর্যবেক্ষকেরা গতকাল রোববার দৈনিক ‘আজকের পত্রিকা’ আয়োজিত ‘মাসিকবান্ধব বিশ্বের জন্য একতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন অভিমত দিয়েছেন।
মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে নানা পর্যায়ের আলোচনা করেন। ‘আজকের পত্রিকা’ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক আয়োজনে সহযোগিতা করেছে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)।
পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নূর মোহাম্মদের সঞ্চালনায় আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন পিএসটিসির টিম লিডার অনিতা শরীফ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ নারী ট্যাবু (নিষিদ্ধ বিষয়) ও কুসংস্কারের কারণে মাসিক নিয়ে কথা বলেন না। এ কারণে তাঁরা সঠিকভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারেন না। অন্য দিকে মাসিক ব্যবস্থাপনার সরঞ্জামাদি, নারীবান্ধব টয়লেট ব্যবস্থা, মাসিক সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতা না থাকায় নারীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন নারী, পথ বা বস্তির তরুণী এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা বেশি সমস্যার মধ্যে আছেন। জলবায়ু পরিবর্তনের সমস্যাগ্রস্ত এলাকায়, বিশেষ করে বন্যার সময়ে মাসিক নিয়ে বড় সমস্যায় পড়েন নারীরা।
অনিতা শরীফের তুলে ধরা সার্বিক চিত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞসহ অতিথিরা।
বক্তারা নগর থেকে শুরু করে গ্রামীণসহ প্রান্তিক পর্যায়ে নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষার চ্যালেঞ্জের নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা চ্যালেঞ্জগুলো উত্তরণের সম্ভাব্য উপায় নিয়েও কথা বলেন।
বৈঠকের সঞ্চালক পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নূর মোহাম্মদ বলেন, ‘মাসিক নিয়ে আমরা যে কণ্ঠস্বর তৈরি করেছি, এটা ছড়িয়ে দিতে চাই। এটাই আমাদের এই সংলাপের মূল উদ্দেশ্য। পরিবারের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে এটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। শিক্ষকদের বলতে হবে, এটা বাসায় নয় শিক্ষার্থীদের সামনেই আলোচনা করতে হবে।’
মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) রেজিনা আরজু লাভলী বলেন, এ ধরনের বৈঠক হওয়া জরুরি। তবে গবেষণা, সেমিনার ইত্যাদির তুলনায় প্রয়োগ কতটুক হচ্ছে? তাই স্বল্প মেয়াদে পাইলট আকারে কিছু করা যায় কি না, সেটা ভাবা দরকার।
পরিবারের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে মাসিক নিষিদ্ধ কোনো বিষয় নয়। ডা. নূর মোহাম্মদ পিএসটিসির নির্বাহী পরিচালক
পরিবারের সংস্কার ভাঙার একটি উৎসাহব্যঞ্জক উদাহরণ দেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মনজুর হোসাইন। তিনি বলেন, ‘১৯৮০ সালের কথা। আমার খালাতো বোনের প্রথম মাসিক হয়েছে। খালা খালুকে বললেন, তোমার মেয়ের শরীর খারাপ করেছে। খালু শুনে বাজার থেকে প্যাড আর মিষ্টি নিয়ে এলেন। খালার কাছে প্যাডটা দিয়ে বললেন, এটা মেয়ের ব্যবস্থাপনার জন্য। খালা জিজ্ঞেস করলেন, মিষ্টি কিসের জন্য? খালু বললেন, এই মিষ্টি তুমি সবাইকে বিলিয়ে বল যে আমার মেয়ের মাসিক হয়েছে। খালার প্রতিক্রিয়া ছিল, এ রকম একটা শরমের বিষয় আমি কীভাবে মানুষকে বলব? খালু বললেন, “আমি তো আজকে আশ্বস্ত হলাম যে আমার মেয়েটা স্বাভাবিক।” সুতরাং আমি বলতে চাই, মাসিক একটি স্বাভাবিক বিষয়। এ সম্পর্কে আমাদের যে লজ্জা ভয় তা থাকার কোনো কথা নয়।’
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমডিএফের বাংলাদেশ কার্যালয়ের জ্যেষ্ঠ প্রশিক্ষক মাহবুবা হক কুমকুম ব্যবহৃত স্যানিট্যারি প্যাড নষ্ট করার (ডিসপোজাল) সমস্যাটি তুলে ধরেন। তিনি বলেন, বিশেষ করে বন্যার সময় কেমন হবে, স্কুল-কলেজে কীভাবে হবে। গ্রাম বা প্রান্তিক অঞ্চলে আরও সমস্যা।
পিএসটিসির হেড অব প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম বলেন, মাসিকের সঠিক ব্যবস্থাপনা না করা হলে স্বাস্থ্যের ইস্যু আসে। তাই এটাকে স্বাস্থ্যের সঙ্গে চিন্তা করতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হোসেন বলেন, ‘আমাদের মেয়েদের স্কুলে অনুপস্থিত থাকার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, অপরিষ্কার টয়লেট ওরা ব্যবহার করতে চায় না।’
ফেমিনিস্ট অপরচুনিটিস নাউ, ক্রিয়া-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সাঈদা বাণী শহরের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ কতটা নারীবান্ধব, সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনায় বিষয়টি যুক্ত আছে কি না। যে নারীরা মাঠপর্যায়ে কাজ করেন মাসিকের দিনগুলোতে তাঁদের অফিসের ডেস্কে কাজ দেওয়া যায় কি না দেখতে হবে।
আইপাস বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজর সুস্মিতা আহমেদ বলেন, ‘আম্মা বলতেন, মাসিকের কাপড় এমন জায়গায় মেলে দিতে হবে আব্বা যেন না দেখে। সেখান থেকে এক ধাপ এগিয়েছি। আমার মেয়েকে বলেছি, তোমার মাসিকের সময় স্যানিটারি প্যাডের কথা বললে বাবা কিনে এনে দেবে। আমার মেয়ে তার বাবার কাছে প্যাড চাইতে শিখেছে। এটা একটা উত্তরণ।’
রেডঅরেঞ্জ কমিউনিকেশনসের হেলথ কমিউনিকেশন ডিরেক্টর ডা. ফারহানা হক বলেন, মাসিকের বিষয়টাকে কিশোরীদের কাছে এমনভাবে ভয়াবহ করে তোলা হয় যে তারা আতঙ্কিত হয়ে যায়।
পিএসটিসির প্রজেক্ট ম্যানেজার কানিজ গোফরানি কুরাইশি বলেন, একই দিন (২৮ মে) নিরাপদ মাতৃত্ব দিবস। এ বিষয়টাও মাসিকের সঙ্গে সম্পর্কিত। মাসিকের ব্যবস্থাপনা যদি সঠিক না হয়, মাতৃত্ব তখন ঝুঁকিপূর্ণ হয়।
মানবসম্পদ ব্যবস্থাপনায় মাসিকের বিষয়টি যুক্ত আছে কি না দেখতে হবে। সাঈদা বাণী প্রজেক্ট কো-অর্ডিনেটর, ফেমিনিস্ট অপরচুনিটিস নাউ, ক্রিয়া
বিশ্বব্যাংকের গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (জিএফএফ) কান্ট্রি কো-অর্ডিনেটর নন্দিনী লোপা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সরঞ্জামগুলো সুলভে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনায় জোর দেন।
পিএসটিসির প্রজেক্ট ম্যানেজার মাহমুদা নাসরিন মনে করেন বস্তির মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বেশ কাজের। কারণ বস্তির একটা বাথরুম ২০টি পর্যন্ত পরিবার ব্যবহার করে। তবে তাদের নিজে থেকে প্যাড কেনার আর্থিক সমস্যা আছে।
ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের চেয়ারপারসন প্রিয়তা মণ্ডল বলেন, মেয়েরা যেন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সঠিকভাবে জানতে পারে এবং বলতে পারে এমন স্বাভাবিক পরিবেশ চাই। এ ছাড়া পিরিয়ডকালীন শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার পণ্যগুলো সহজলভ্য করা দরকার।
বৈঠকে নিজের অভিজ্ঞতা জানান তরুণেরাও। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের সদস্য তাহরিমা তাসলিম স্যানিটারি ন্যাপকিন সুলভে পাওয়ার ব্যবস্থা করতে বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভাশীষ কুমার ইমন বললেন, এখনকার তরুণেরা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান। কিন্তু সেখানে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য খুব একটা পাওয়া যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, বাসার বাইরে থাকার সময় প্যাড লাগলে পুরো প্যাকেট কিনতে হয়। দোকানে খুচরা প্যাডের ব্যবস্থা থাকলে ভালো হতো।
গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান। তিনি বলেন, ‘ইস্যুটি এখনো আমাদের সমাজে ট্যাবু হিসেবে আছে। এটা ভাঙতে উদার মনে সচেতনভাবে নাগরিক দায়িত্ব পালন প্রয়োজন।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান এবং পিএসটিসি ও আজকের পত্রিকার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে জনসমক্ষে আলোচনা ও সচেতনতা জরুরি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার ভেঙে বিষয়টিকে নারী ও পুরুষ সবার কাছে সহজ ও স্বাভাবিক করে তুলতে সবাইকে কাজ করতে হবে। স্যানিটারি প্যাডের সহজলভ্যতা, তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এবং ব্যবহারের পরে পরিবেশসম্মতভাবে ফেলে দেওয়ার দিকেও লক্ষ রাখা দরকার। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষায় দেশে ইতিবাচক কিছু পরিবর্তন এলেও এখনো অনেক কিছু করার বাকি।
নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, নারী অধিকারকর্মী এবং পর্যবেক্ষকেরা গতকাল রোববার দৈনিক ‘আজকের পত্রিকা’ আয়োজিত ‘মাসিকবান্ধব বিশ্বের জন্য একতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন অভিমত দিয়েছেন।
মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে নানা পর্যায়ের আলোচনা করেন। ‘আজকের পত্রিকা’ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক আয়োজনে সহযোগিতা করেছে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ)।
পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নূর মোহাম্মদের সঞ্চালনায় আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন পিএসটিসির টিম লিডার অনিতা শরীফ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ নারী ট্যাবু (নিষিদ্ধ বিষয়) ও কুসংস্কারের কারণে মাসিক নিয়ে কথা বলেন না। এ কারণে তাঁরা সঠিকভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারেন না। অন্য দিকে মাসিক ব্যবস্থাপনার সরঞ্জামাদি, নারীবান্ধব টয়লেট ব্যবস্থা, মাসিক সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতা না থাকায় নারীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন নারী, পথ বা বস্তির তরুণী এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা বেশি সমস্যার মধ্যে আছেন। জলবায়ু পরিবর্তনের সমস্যাগ্রস্ত এলাকায়, বিশেষ করে বন্যার সময়ে মাসিক নিয়ে বড় সমস্যায় পড়েন নারীরা।
অনিতা শরীফের তুলে ধরা সার্বিক চিত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞসহ অতিথিরা।
বক্তারা নগর থেকে শুরু করে গ্রামীণসহ প্রান্তিক পর্যায়ে নারীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সুরক্ষার চ্যালেঞ্জের নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা চ্যালেঞ্জগুলো উত্তরণের সম্ভাব্য উপায় নিয়েও কথা বলেন।
বৈঠকের সঞ্চালক পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নূর মোহাম্মদ বলেন, ‘মাসিক নিয়ে আমরা যে কণ্ঠস্বর তৈরি করেছি, এটা ছড়িয়ে দিতে চাই। এটাই আমাদের এই সংলাপের মূল উদ্দেশ্য। পরিবারের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে এটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। শিক্ষকদের বলতে হবে, এটা বাসায় নয় শিক্ষার্থীদের সামনেই আলোচনা করতে হবে।’
মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) রেজিনা আরজু লাভলী বলেন, এ ধরনের বৈঠক হওয়া জরুরি। তবে গবেষণা, সেমিনার ইত্যাদির তুলনায় প্রয়োগ কতটুক হচ্ছে? তাই স্বল্প মেয়াদে পাইলট আকারে কিছু করা যায় কি না, সেটা ভাবা দরকার।
পরিবারের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে মাসিক নিষিদ্ধ কোনো বিষয় নয়। ডা. নূর মোহাম্মদ পিএসটিসির নির্বাহী পরিচালক
পরিবারের সংস্কার ভাঙার একটি উৎসাহব্যঞ্জক উদাহরণ দেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মনজুর হোসাইন। তিনি বলেন, ‘১৯৮০ সালের কথা। আমার খালাতো বোনের প্রথম মাসিক হয়েছে। খালা খালুকে বললেন, তোমার মেয়ের শরীর খারাপ করেছে। খালু শুনে বাজার থেকে প্যাড আর মিষ্টি নিয়ে এলেন। খালার কাছে প্যাডটা দিয়ে বললেন, এটা মেয়ের ব্যবস্থাপনার জন্য। খালা জিজ্ঞেস করলেন, মিষ্টি কিসের জন্য? খালু বললেন, এই মিষ্টি তুমি সবাইকে বিলিয়ে বল যে আমার মেয়ের মাসিক হয়েছে। খালার প্রতিক্রিয়া ছিল, এ রকম একটা শরমের বিষয় আমি কীভাবে মানুষকে বলব? খালু বললেন, “আমি তো আজকে আশ্বস্ত হলাম যে আমার মেয়েটা স্বাভাবিক।” সুতরাং আমি বলতে চাই, মাসিক একটি স্বাভাবিক বিষয়। এ সম্পর্কে আমাদের যে লজ্জা ভয় তা থাকার কোনো কথা নয়।’
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমডিএফের বাংলাদেশ কার্যালয়ের জ্যেষ্ঠ প্রশিক্ষক মাহবুবা হক কুমকুম ব্যবহৃত স্যানিট্যারি প্যাড নষ্ট করার (ডিসপোজাল) সমস্যাটি তুলে ধরেন। তিনি বলেন, বিশেষ করে বন্যার সময় কেমন হবে, স্কুল-কলেজে কীভাবে হবে। গ্রাম বা প্রান্তিক অঞ্চলে আরও সমস্যা।
পিএসটিসির হেড অব প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম বলেন, মাসিকের সঠিক ব্যবস্থাপনা না করা হলে স্বাস্থ্যের ইস্যু আসে। তাই এটাকে স্বাস্থ্যের সঙ্গে চিন্তা করতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হোসেন বলেন, ‘আমাদের মেয়েদের স্কুলে অনুপস্থিত থাকার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, অপরিষ্কার টয়লেট ওরা ব্যবহার করতে চায় না।’
ফেমিনিস্ট অপরচুনিটিস নাউ, ক্রিয়া-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সাঈদা বাণী শহরের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ কতটা নারীবান্ধব, সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনায় বিষয়টি যুক্ত আছে কি না। যে নারীরা মাঠপর্যায়ে কাজ করেন মাসিকের দিনগুলোতে তাঁদের অফিসের ডেস্কে কাজ দেওয়া যায় কি না দেখতে হবে।
আইপাস বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজর সুস্মিতা আহমেদ বলেন, ‘আম্মা বলতেন, মাসিকের কাপড় এমন জায়গায় মেলে দিতে হবে আব্বা যেন না দেখে। সেখান থেকে এক ধাপ এগিয়েছি। আমার মেয়েকে বলেছি, তোমার মাসিকের সময় স্যানিটারি প্যাডের কথা বললে বাবা কিনে এনে দেবে। আমার মেয়ে তার বাবার কাছে প্যাড চাইতে শিখেছে। এটা একটা উত্তরণ।’
রেডঅরেঞ্জ কমিউনিকেশনসের হেলথ কমিউনিকেশন ডিরেক্টর ডা. ফারহানা হক বলেন, মাসিকের বিষয়টাকে কিশোরীদের কাছে এমনভাবে ভয়াবহ করে তোলা হয় যে তারা আতঙ্কিত হয়ে যায়।
পিএসটিসির প্রজেক্ট ম্যানেজার কানিজ গোফরানি কুরাইশি বলেন, একই দিন (২৮ মে) নিরাপদ মাতৃত্ব দিবস। এ বিষয়টাও মাসিকের সঙ্গে সম্পর্কিত। মাসিকের ব্যবস্থাপনা যদি সঠিক না হয়, মাতৃত্ব তখন ঝুঁকিপূর্ণ হয়।
মানবসম্পদ ব্যবস্থাপনায় মাসিকের বিষয়টি যুক্ত আছে কি না দেখতে হবে। সাঈদা বাণী প্রজেক্ট কো-অর্ডিনেটর, ফেমিনিস্ট অপরচুনিটিস নাউ, ক্রিয়া
বিশ্বব্যাংকের গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (জিএফএফ) কান্ট্রি কো-অর্ডিনেটর নন্দিনী লোপা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সরঞ্জামগুলো সুলভে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনায় জোর দেন।
পিএসটিসির প্রজেক্ট ম্যানেজার মাহমুদা নাসরিন মনে করেন বস্তির মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বেশ কাজের। কারণ বস্তির একটা বাথরুম ২০টি পর্যন্ত পরিবার ব্যবহার করে। তবে তাদের নিজে থেকে প্যাড কেনার আর্থিক সমস্যা আছে।
ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের চেয়ারপারসন প্রিয়তা মণ্ডল বলেন, মেয়েরা যেন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সঠিকভাবে জানতে পারে এবং বলতে পারে এমন স্বাভাবিক পরিবেশ চাই। এ ছাড়া পিরিয়ডকালীন শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার পণ্যগুলো সহজলভ্য করা দরকার।
বৈঠকে নিজের অভিজ্ঞতা জানান তরুণেরাও। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের সদস্য তাহরিমা তাসলিম স্যানিটারি ন্যাপকিন সুলভে পাওয়ার ব্যবস্থা করতে বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভাশীষ কুমার ইমন বললেন, এখনকার তরুণেরা দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান। কিন্তু সেখানে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য খুব একটা পাওয়া যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, বাসার বাইরে থাকার সময় প্যাড লাগলে পুরো প্যাকেট কিনতে হয়। দোকানে খুচরা প্যাডের ব্যবস্থা থাকলে ভালো হতো।
গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান। তিনি বলেন, ‘ইস্যুটি এখনো আমাদের সমাজে ট্যাবু হিসেবে আছে। এটা ভাঙতে উদার মনে সচেতনভাবে নাগরিক দায়িত্ব পালন প্রয়োজন।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান এবং পিএসটিসি ও আজকের পত্রিকার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে। এই অগ্রযাত্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বড় অবদান রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিবছরের ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে ৮ জুলাই ঢাকায় আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আয়োজনে জনসংখ্যা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস...
১১ জুলাই ২০২৫
আগামীর পৃথিবী গড়তে তরুণদের ক্ষমতায়ন জরুরি। নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে নিজেদের পরিবার গঠনের ক্ষেত্রে তারুণ্যকে ক্ষমতায়ন করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। সম্পর্ক, পরিবার গঠন, পিতামাতার ভূমিকা গ্রহণ বিষয়ে সচেতন...
০৯ জুলাই ২০২৫
মাসিক বা পিরিয়ড নারীজীবনের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আমাদের দেশে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে অস্বস্তিতে পড়েন। মাসিকের ব্যবস্থাপনা সঠিক না হলে মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়। প্রতিবছরের ২৮ মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মে আজকের পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত
২৮ মে ২০২৫