Ajker Patrika

বিইউএফটি-তে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে শৈল্পিক অভিজাত্য প্রদর্শনী

শিক্ষা ডেস্ক
ফ্যাশন প্রদর্শনী ‘শৈল্পিক অভিজাত্য’। ছবি: সংগৃহীত
ফ্যাশন প্রদর্শনী ‘শৈল্পিক অভিজাত্য’। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ফ্যাশন প্রদর্শনী ‘শৈল্পিক অভিজাত্য’। যেখানে ব্যাচেলর অব ফ্যাশন স্টাডিজের ২২২তম ব্যাচের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে আধুনিক ও টেকসই ফ্যাশনের সংমিশ্রণে নতুন মাত্রায় উপস্থাপন করেছেন।

১০ ও ১১ মার্চে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে জামদানি, ট্রাইবাল ফ্যাব্রিক, হ্যান্ডলুম টেক্সটাইল ও গামছা বিশেষভাবে তুলে ধরা হয়। এগুলোকে আধুনিক ফ্যাশন থিমের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যেমন পাঙ্ক অনুপ্রাণিত সিলুয়েট ও এক্সপেরিমেন্টাল ড্র্যাপিং। বিশেষত, গামছা-পাঙ্ক ফিউশন ডিজাইনে হস্তনির্মিত গামছার কাপড়কে অভিনব স্টাইলে রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি সায়ানো ডাইয়ের ব্যবহার, যা প্রাকৃতিক ও সাসটেইনেবল রঙের জন্য গুরুত্বপূর্ণ, আধুনিক ডাইং প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া টাই-ডাই ও বিডওয়ার্কের সংযোজন ডিজাইনে গভীরতা ও নিখুঁত কারুকাজের ছাপ এনেছে।

এটি শুধু একটি ফ্যাশন প্রদর্শনী ছিল না, বরং শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় তুলে ধরেছেন, যেমন মানসিক স্বাস্থ্য, আসক্তি, বডি পজিটিভিটি ও পরিবেশগত সচেতনতা। কিছু ডিজাইন ভিটিলিগো থিমে তৈরি করা হয়েছিল, যা প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে বৈচিত্র্য ও সহনশীলতাকে তুলে ধরেছে। অন্য কিছু ডিজাইনে মানসিক স্বাস্থ্য ও আসক্তির জটিলতা ফুটিয়ে তোলার জন্য ডিস্ট্রেসড টেক্সচার, অ্যাসিমেট্রিক্যাল কাটস ও লেয়ারড ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা উদ্বেগ, বিষণ্ণতা ও মাদকের আসক্তির মতো মানসিক সংকটের প্রতিচ্ছবি বহন করে।

ঐতিহ্য ও উদ্ভাবনের অসাধারণ মিশ্রণে শিক্ষার্থীদের সৃষ্ট নকশাগুলো দর্শকদের মুগ্ধ করেছে। এই প্রদর্শনী ফ্যাশনকে শুধু নান্দনিকতার গণ্ডিতে আবদ্ধ না রেখে একটি শিল্পমাধ্যম ও সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে তুলে ধরেছে। বিইউএফটির শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, ঐতিহ্যের নতুন ব্যাখ্যার মাধ্যমে ভবিষ্যৎবান্ধব ও টেকসই ফ্যাশনের সম্ভাবনা অনন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত