উকিল সাত্তার-কাণ্ড ঠেকাতে বরিশালে সতর্ক বিএনপি
বরিশালে সিটি করপোরেশনে (বিসিসি) ভোটের ক্ষণগণনা শুরু হবে আগামী ১৪ মে। সেই হিসাবে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। আগামী নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে যেমন আলোচনার শেষ নেই, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ।