Ajker Patrika

বিসিসির ৬ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯: ২৩
বিসিসির ৬ কর্মকর্তা বরখাস্ত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলা, অর্থ আত্মসাৎ এবং উৎকোচ গ্রহণের অভিযোগে আজ সোমবার তাঁদের বরখাস্ত করা হয়। করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরখাস্ত ৬ জন হলেন বিসিসির সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন, কার্যসহকারী (অস্থায়ী) শাহ জালাল, কর আদায় সহকারী নূর হোসেন ও শাহিন হোসেন। 

জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, নগরের ধান গবেষণা-সংলগ্ন সড়কে নির্মাণকাজের মান খারাপ হলেও দায়িত্বরতরা সঠিকভাবে দেখভাল করেননি। এ কারণে সহকারী প্রকৌশলী বাকি উল্লাহ, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর শাওন আকন, কার্য সহকারী শাহ জালালকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া নগরের ৫ নম্বর ওয়ার্ডের একটি হোল্ডিং নম্বরের অনুকূলে গ্রাহকের কাছ থেকে ২ অর্থবছরের জমা টাকা আত্মসাৎ করেন কর আদায় সহকারী নূর হোসেন। এই অভিযোগে তাঁকেও চাকরিচ্যুত করা হয়। অপরদিকে ৬ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির কাছ থেকে হোল্ডিংয় ট্যাক্স বাবদ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা অবৈধভাবে আদায় করেন। যে কারণে তাঁকেও বরখাস্ত করা হয়। 

এদিকে বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন করিয়ে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আকাশ নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত