Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচন: আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র সাদিকসহ ৭ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ১৫
Thumbnail image

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে ৭ জন আবেদন করেছেন। আজ বুধবার শেষ দিন পর্যন্ত তাঁরা এই আবেদন করেন। এর মধ্যে ৬ জনই বরিশাল নগরের রাজনীতিতে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিরোধী হিসেবে পরিচিতি।

জানা গেছে, ওই ৬ জন একসঙ্গে মেয়র সাদিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোট।

নৌকা প্রতীক চেয়ে আবেদনকারীরা হলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

মেয়র সাদিক বিরোধী প্রার্থীরা বলেছেন বিভিন্ন সময়ে তাঁরা সাদিকের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রলীগ নেতা মঈন তুষার ফেসবুক লাইভে বলেন, ‘উনি (মেয়র) প্রধানমন্ত্রীর আত্মীয় দাবি করেন, এক টাকাও বরাদ্দ পান নাই, এটা মেয়রের ব্যর্থতা, তাঁর মধ্যে সমস্যা আছে।’

খোকন সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে সুস্থ ধারার রাজনীতি নেই, উন্নয়ন নেই। এতে হতাশাগ্রস্ত বরিশালবাসীকে আশার আলো দেখাতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

মাহমুদুল হক খান মামুন বলেন, ‘আগের দুটি নির্বাচনে মনোনয়ন চেয়ে পাইনি। তখন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এবার আশাকরি দলের মনোনয়ন পাবো।’ তিনি বলেন, ‘বরিশালের মানুষ পরিবর্তন চান, উন্নয়ন চান।’

নগর আওয়ামী লীগের সহসভাপতি প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘মেয়র সাদিক তাঁদের দলের একক প্রার্থী। তাঁরা মেয়র সাদিকের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা শতভাগ আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত