Ajker Patrika

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নবম গ্রেডে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১১: ৩৯
Thumbnail image

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পের তিন পদের জন্য জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (ওয়েব অ্যাডমিন)। 
পদের সংখ্যা: ১টি। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটিইই লেভেল-২ সার্টিফিকেট বা লিনাক্স, উইন্ডোজ, ওরাকল, জাভা—এর কোনোটিতে আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 
বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। 
পদের সংখ্যা: ১টি। 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আইটিইই লেভেল-২ সার্টিফিকেট বা লিনাক্স, উইন্ডোজ, ওরাকল, জাভা—এর কোনো একটিতে আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 
বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী

পদের নাম: রিসার্চ অফিসার। 
পদের সংখ্যা: ১টি। 
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা এবং সর্ব প্রকার কোটা পদ্ধতির ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে।

আবেদন ফি: ৩১২ টাকা (রকেট, বিকাশ ও নগদের মাধ্যমে জমা দিতে হবে)।

আবেদনের লিংক: আবেদন ও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন।  

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত