Ajker Patrika

বরিশালে গত ৫ বছরে কোনো উন্নয়ন হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৭: ৩৬
বরিশালে গত ৫ বছরে কোনো উন্নয়ন হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী  

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বরিশালে গত পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু সারা দেশে হয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠতে আপনারা বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন ভাইকে ভোট দেবেন।

আজ শুক্রবার বরিশাল নগরের জামে কসাই মসজিদে জুমাতুল বিদা নামাজ আদায়ের আগে তিনি এ কথা বলেন।

এ সময় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, যা ওয়াদা দেব সে অনুযায়ী কাজ করব। ওয়াদার বরখেলাপ করব না। আমার অঙ্গীকার নতুন বরিশাল গড়ার। আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাকে ভোট দিন। আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত