নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে সিটি করপোরেশনে (বিসিসি) ভোটের ক্ষণগণনা শুরু হবে আগামী ১৪ মে। সেই হিসাবে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। আগামী নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে যেমন আলোচনার শেষ নেই, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। বিএনপির আশঙ্কা, আগামী জাতীয় নির্বাচনের আগে বরিশাল বিএনপিতে বিভাজন সৃষ্টি করতে চাইবে সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় যেমন উকিল সাত্তারকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, বরিশালেও বিএনপির এমন কাউকে সামনে নিয়ে আসতে পারে ক্ষমতাসীনেরা। এ জন্য আওয়ামী লীগ ঘেঁষা অর্ধডজন নেতাকে সন্দেহের তালিকায় রেখেছে বিএনপির হাইকমান্ড।
বিএনপিদলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে যাতে উকিল সাত্তার-কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে জন্য একজন সাবেক মেয়র প্রার্থী, একজন সাবেক মেয়রের স্বজন, বিসিসির একজন সাবেক জনপ্রতিনিধি এবং দলে বারবার বিদ্রোহী হয়ে ওঠা এক নেতাকে চোখে চোখে রেখেছে বিএনপি।
দলীয় হাইকমান্ডের সন্দেহের তালিকায় থাকা এসব নেতার একজন অন্য দল থেকে বিএনপিতে আসা ও দুজন বিগত সিটি করপোরেশনে আওয়ামী ঘেঁষা ছিলেন। এ ছাড়া একজন পদধারী কেন্দ্রীয় নেতা রয়েছেন, যিনি বারবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিসিসি নির্বাচনে বিএনপির কোনো ছায়া প্রার্থী থাকবে না। ব্রাহ্মণবাড়িয়ার উকিল সাত্তার ইস্যুর ন্যায় বরিশালে কোনো তৎপরতা আছে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও এ-জাতীয় ঘটনা ঘটেছে। সব সময়ই কিছু দুশ্চরিত্র নেতা কেনাবেচা হয়। বরিশালের ক্ষেত্রে এমনটা হবে বলে বিশ্বাস করি না। তবে গুঞ্জন আছে, সাবেক কোনো মেয়রের পরিবারের লোক কিংবা দলের কেউ কেউ এমন লোভে পড়তে পারেন। এ ধরনের সন্দেহভাজনেরা হাইকমান্ডের “ওয়াচে” আছেন। দলে যাঁরা নিজেদের ইমানদার মনে করেন তাঁদের অনেকের ব্যাপারেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক।’
নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এখানে দলের অনেক প্রার্থী আছেন। ছায়া প্রার্থীর প্রশ্নই আসে না। তবে উকিল সাত্তারের মতো কেউ পল্টি মারলে বহিষ্কার হয়ে যাবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের নাম বিক্রি করে নির্বাচন করলে মহানগর বিএনপি তাকে সহযোগিতা করবে না। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও সতর্ক। এরা ওয়াচে থাকাটাই স্বাভাবিক। আমরা যাঁরা দল করি তাঁরাও ওয়াচে থাকি।’
তবে ব্রাহ্মণবাড়িয়া আর বরিশালের প্রেক্ষাপট এক নয় বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া আর বরিশালের প্রেক্ষাপট এক নয়। নেত্রী কখন কাকে মনোনয়ন দেবেন, তা বলা কঠিন। তবে বরিশালে মেয়র সাদিকের বিকল্প নাই। বরিশালে উকিল সাত্তারের প্রয়োজনীয়তা আছে কি না বলা যায় না। নৌকা নিয়ে যে আসবেন তাঁর পক্ষেই প্রকৃত কর্মীরা কাজ করবেন।’
প্রসঙ্গত, ২০০৩ সালে বরিশাল সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়। ওই সময় বিসিসির নির্বাচিত মেয়র ছিলেন বিএনপির মজিবর রহমান সরোয়ার। এরপর পর্যায়ক্রমে আওয়ামী লীগের শওকত হোসেন হিরন, পরের ধাপে বিএনপির আহসান হাবিব কামাল এবং নৌকার সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ মেয়র হন। বিসিসির বর্তমান ভোটার ২ লাখ ৭৫ হাজার ১৭৭ জন।
বরিশালে সিটি করপোরেশনে (বিসিসি) ভোটের ক্ষণগণনা শুরু হবে আগামী ১৪ মে। সেই হিসাবে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। আগামী নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে যেমন আলোচনার শেষ নেই, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। বিএনপির আশঙ্কা, আগামী জাতীয় নির্বাচনের আগে বরিশাল বিএনপিতে বিভাজন সৃষ্টি করতে চাইবে সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় যেমন উকিল সাত্তারকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, বরিশালেও বিএনপির এমন কাউকে সামনে নিয়ে আসতে পারে ক্ষমতাসীনেরা। এ জন্য আওয়ামী লীগ ঘেঁষা অর্ধডজন নেতাকে সন্দেহের তালিকায় রেখেছে বিএনপির হাইকমান্ড।
বিএনপিদলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে যাতে উকিল সাত্তার-কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে জন্য একজন সাবেক মেয়র প্রার্থী, একজন সাবেক মেয়রের স্বজন, বিসিসির একজন সাবেক জনপ্রতিনিধি এবং দলে বারবার বিদ্রোহী হয়ে ওঠা এক নেতাকে চোখে চোখে রেখেছে বিএনপি।
দলীয় হাইকমান্ডের সন্দেহের তালিকায় থাকা এসব নেতার একজন অন্য দল থেকে বিএনপিতে আসা ও দুজন বিগত সিটি করপোরেশনে আওয়ামী ঘেঁষা ছিলেন। এ ছাড়া একজন পদধারী কেন্দ্রীয় নেতা রয়েছেন, যিনি বারবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিসিসি নির্বাচনে বিএনপির কোনো ছায়া প্রার্থী থাকবে না। ব্রাহ্মণবাড়িয়ার উকিল সাত্তার ইস্যুর ন্যায় বরিশালে কোনো তৎপরতা আছে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও এ-জাতীয় ঘটনা ঘটেছে। সব সময়ই কিছু দুশ্চরিত্র নেতা কেনাবেচা হয়। বরিশালের ক্ষেত্রে এমনটা হবে বলে বিশ্বাস করি না। তবে গুঞ্জন আছে, সাবেক কোনো মেয়রের পরিবারের লোক কিংবা দলের কেউ কেউ এমন লোভে পড়তে পারেন। এ ধরনের সন্দেহভাজনেরা হাইকমান্ডের “ওয়াচে” আছেন। দলে যাঁরা নিজেদের ইমানদার মনে করেন তাঁদের অনেকের ব্যাপারেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক।’
নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এখানে দলের অনেক প্রার্থী আছেন। ছায়া প্রার্থীর প্রশ্নই আসে না। তবে উকিল সাত্তারের মতো কেউ পল্টি মারলে বহিষ্কার হয়ে যাবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের নাম বিক্রি করে নির্বাচন করলে মহানগর বিএনপি তাকে সহযোগিতা করবে না। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও সতর্ক। এরা ওয়াচে থাকাটাই স্বাভাবিক। আমরা যাঁরা দল করি তাঁরাও ওয়াচে থাকি।’
তবে ব্রাহ্মণবাড়িয়া আর বরিশালের প্রেক্ষাপট এক নয় বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া আর বরিশালের প্রেক্ষাপট এক নয়। নেত্রী কখন কাকে মনোনয়ন দেবেন, তা বলা কঠিন। তবে বরিশালে মেয়র সাদিকের বিকল্প নাই। বরিশালে উকিল সাত্তারের প্রয়োজনীয়তা আছে কি না বলা যায় না। নৌকা নিয়ে যে আসবেন তাঁর পক্ষেই প্রকৃত কর্মীরা কাজ করবেন।’
প্রসঙ্গত, ২০০৩ সালে বরিশাল সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়। ওই সময় বিসিসির নির্বাচিত মেয়র ছিলেন বিএনপির মজিবর রহমান সরোয়ার। এরপর পর্যায়ক্রমে আওয়ামী লীগের শওকত হোসেন হিরন, পরের ধাপে বিএনপির আহসান হাবিব কামাল এবং নৌকার সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ মেয়র হন। বিসিসির বর্তমান ভোটার ২ লাখ ৭৫ হাজার ১৭৭ জন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫