নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের নম্বরপ্লেট দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। আজ বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডা. মনিষা বলেন, শুধু বরিশালের চালকদের নম্বরপ্লেট দিচ্ছে বিসিসি। এর মাধ্যমে আসন্ন সিটি নির্বাচনে ইজিবাইকচালক ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা। অপর দিকে মেয়র সাদিক আবদুল্লাহও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
ডা. মনিষা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আইনি লড়াই করায় মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইক বৈধ যানবহন ঘোষণা করেছেন উচ্চ আদালত। যান্ত্রিক এই যানবহনের কাগজপত্র দেওয়ার এখতিয়ার হচ্ছে বিআরটিএর। কিন্তু চালকদের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের লাইসেন্স দিচ্ছে বিসিসি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল নগরীতে ১০ সহস্রাধিক ইজিবাইকচালক রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা শুধু বরিশাল নগরীর ভোটার তাঁদের গত ২৬ মার্চ ঘটা করে নম্বরপ্লেট ও ব্লু বুক প্রদান করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ। এতে নম্বরপ্লেটপ্রাপ্ত চালকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না।
ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে ইজিবাইকচালকদের অধিকার নিয়ে দীর্ঘ বছর যাবৎ আন্দোলন করছে সংগ্রাম পরিষদ। বিসিসির অসৎ উদ্দেশ্য থাকায় নম্বরপ্লেট প্রদান কার্যক্রমে এ সংগঠনকে যুক্ত করা হয়নি।
বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি এবং বিসিসির পক্ষপাতিত্বে প্রকৃত চালকেরা নম্বরপ্লেট প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কাল বৃহস্পতিবার বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে।
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের নম্বরপ্লেট দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। আজ বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডা. মনিষা বলেন, শুধু বরিশালের চালকদের নম্বরপ্লেট দিচ্ছে বিসিসি। এর মাধ্যমে আসন্ন সিটি নির্বাচনে ইজিবাইকচালক ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা। অপর দিকে মেয়র সাদিক আবদুল্লাহও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
ডা. মনিষা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আইনি লড়াই করায় মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইক বৈধ যানবহন ঘোষণা করেছেন উচ্চ আদালত। যান্ত্রিক এই যানবহনের কাগজপত্র দেওয়ার এখতিয়ার হচ্ছে বিআরটিএর। কিন্তু চালকদের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের লাইসেন্স দিচ্ছে বিসিসি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল নগরীতে ১০ সহস্রাধিক ইজিবাইকচালক রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা শুধু বরিশাল নগরীর ভোটার তাঁদের গত ২৬ মার্চ ঘটা করে নম্বরপ্লেট ও ব্লু বুক প্রদান করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ। এতে নম্বরপ্লেটপ্রাপ্ত চালকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না।
ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে ইজিবাইকচালকদের অধিকার নিয়ে দীর্ঘ বছর যাবৎ আন্দোলন করছে সংগ্রাম পরিষদ। বিসিসির অসৎ উদ্দেশ্য থাকায় নম্বরপ্লেট প্রদান কার্যক্রমে এ সংগঠনকে যুক্ত করা হয়নি।
বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি এবং বিসিসির পক্ষপাতিত্বে প্রকৃত চালকেরা নম্বরপ্লেট প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কাল বৃহস্পতিবার বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
৩২ মিনিট আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
১ ঘণ্টা আগে