Ajker Patrika

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহারের সামনে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন করা হয়। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহারের সামনে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহারের সামনে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। য়ংড বৌদ্ধবিহারের বৌদ্ধ ভিক্ষু উ সারা ভিক্ষু পঞ্চশীল প্রার্থনা পড়ান।

এ সময় খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুধীন চাকমা, কলেজের প্রাক্তন অধ্যাপক মধু মঙ্গল চাকমা, য়ংড বৌদ্ধবিহারের পরিচালনা কমিটির সভাপতি থৈয়াইপ্রু চৌধুরী, সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা, শিক্ষার্থী ও অভিভাবকসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

কলেজের সাবেক অধ্যাপক মধু মঙ্গল চাকমা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা এবং যারা আহত হয়েছে, তাদের সুস্থতা কামনা করছি। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা আজ এই অনুষ্ঠান আয়োজন করেছে, তাদের আন্তরিক অভিনন্দন এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত