ক্ষমতা প্রদর্শনীর লড়াইয়ে বিপর্যস্ত দেশের ক্রিকেট
দেশের ক্রিকেটে এখন যা চলছে, তাকে আর যা-ই হোক, ক্রিকেট নয়; বলা যায় ‘চলিতেছে সার্কাস ’! দেশের ক্রিকেটে শৃঙ্খলা, নিয়ন্ত্রণ, খেলার চেতনা, নৈতিকতা, আচরণবিধি, সততা, সম্মানবোধ, দায়িত্ববোধ—সবই যেন উঠে যেতে বসেছে; নিজেদের ক্ষমতা প্রদর্শন আর স্বার্থ উদ্ধারই যেন বড় হয়ে উঠেছে। গত কিছুদিনে দেশের ঘরোয়া ক্রিকেটে..