Ajker Patrika

বাংলাদেশ ‘এ’ দলে মোস্তাফিজ-বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ‘এ’ দলে আছেন মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ ‘এ’ দলে আছেন মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিরতি দিয়ে মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে। আগামী মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফরের আগে মোস্তাফিজকে যেন একেবারে বসে থাকতে না হয়, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে রাখা হয়েছে মোস্তাফিজকে।

মোস্তাফিজের মতো বাংলাদেশ ‘এ’ দলে আছেন ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো খেলা এনামুল হক বিজয়ও। কদিন আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ পূর্ণ করেছেন বিজয়। ‘এ’ দলে আছেন ডিপিএলে ভালো খেলা নাঈম শেখ। অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান আছেন ‘এ’ দলে। বোলারদের ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাঈম হাসানকে রাখা হয়েছে কিউইদের বিপক্ষে ‘এ’ দলের এই হোম সিরিজে।

৩ ওয়ানডে আর ২টি চার দিনের ম্যাচ খেলতে আগামী ১ মে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৫ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৭ মে ও ১০ মে একই মাঠে সিরিজের পরের দুটি ওয়ানডে। ১৪ মে থেকে চারদিনের ম্যাচ শুরু সিলেটেই। দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু ২১ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল (প্রথম দুই ওয়ানডে)

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামিম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত