নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব শেষ হয়েছে গত পরশু। কাঁধের চোটে ভোগার কারণে মোস্তাফিজুর রহমানের খেলা হয়নি সেই অংশ। অবশেষে টুর্নামেন্টের শেষভাগে এসে দল পেয়েছেন তিনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন মোস্তাফিজুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ডিপিএলের সুপার লিগে মোহামেডানের হয়ে মোস্তাফিজ খেলবেন। আগামীকাল ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি হবে বলে দলের ম্যানেজার
সাজ্জাদ আহমেদ শিপন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সুপার লিগের খেলা শুরু হচ্ছে পরশু।
প্রথম রাউন্ডে ১২ দলের খেলা শেষে সবার ওপরে আবাহনী। ১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট এখন তাদের। সমান ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। শীর্ষে থাকা আবাহনীর নেট রানরেট +১.৪৬৮। মোহামেডানের নেট রানরেট +০.৭৭১। মিরপুরে ১২ এপ্রিল আবাহনীকে ৩৯ রানে হারায় মোহামেডান। তিন ও চারে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের পয়েন্ট ১৬ ও ১৫।
তামিম অবশ্য মোহামেডানের অধিনায়ক এখন নন। ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন খেলাধুলা থেকে আপাতত দূরে আছেন তিনি। পরে তাওহিদ হৃদয়ের কাঁধে মোহামেডানের নেতৃত্বভার তুলে দেওয়া হলেও তিনি নিষেধাজ্ঞায় পড়েছেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোস্তাফিজ সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০ ওভারে ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খরুচে বোলিং করেছিলেন তিনি। ৯ ওভারে ৬২ রানে নিয়েছিলেন ১ উইকেট। আইসিসির এই ইভেন্টে বাংলাদেশ দুই ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় তা আর হয়নি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব শেষ হয়েছে গত পরশু। কাঁধের চোটে ভোগার কারণে মোস্তাফিজুর রহমানের খেলা হয়নি সেই অংশ। অবশেষে টুর্নামেন্টের শেষভাগে এসে দল পেয়েছেন তিনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন মোস্তাফিজুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ডিপিএলের সুপার লিগে মোহামেডানের হয়ে মোস্তাফিজ খেলবেন। আগামীকাল ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি হবে বলে দলের ম্যানেজার
সাজ্জাদ আহমেদ শিপন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সুপার লিগের খেলা শুরু হচ্ছে পরশু।
প্রথম রাউন্ডে ১২ দলের খেলা শেষে সবার ওপরে আবাহনী। ১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট এখন তাদের। সমান ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। শীর্ষে থাকা আবাহনীর নেট রানরেট +১.৪৬৮। মোহামেডানের নেট রানরেট +০.৭৭১। মিরপুরে ১২ এপ্রিল আবাহনীকে ৩৯ রানে হারায় মোহামেডান। তিন ও চারে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের পয়েন্ট ১৬ ও ১৫।
তামিম অবশ্য মোহামেডানের অধিনায়ক এখন নন। ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন খেলাধুলা থেকে আপাতত দূরে আছেন তিনি। পরে তাওহিদ হৃদয়ের কাঁধে মোহামেডানের নেতৃত্বভার তুলে দেওয়া হলেও তিনি নিষেধাজ্ঞায় পড়েছেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোস্তাফিজ সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০ ওভারে ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খরুচে বোলিং করেছিলেন তিনি। ৯ ওভারে ৬২ রানে নিয়েছিলেন ১ উইকেট। আইসিসির এই ইভেন্টে বাংলাদেশ দুই ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় তা আর হয়নি।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
২ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
৩ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি ও নানারকম চাকচিক্যতে ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। ধনাঢ্য এই লিগ খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বেশির ভাগ ক্রিকেটার। তবে সব ক্রিকেটারের তো জনপ্রিয় এই লিগে খেলার সুযোগ মেলে না। স্যাম বিলিংস যে এবার সেই অভাগা ক্রিকেটারদেরই একজন হয়ে গেলেন।
৪ ঘণ্টা আগে