Ajker Patrika

অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুসহ নানা ঘটনায় গত কদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টালমাটাল অবস্থা। এমন পরিস্থিতিতে বিসিবি আজ বিকেলে একটি জরুরি সভা ডেকেছে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে জরুরি সভা হবে। বিসিবি সূত্রে জানা গেছে, আম্পায়ারিং, আর্থিক অনিয়মের বিষয়সহ অন্যান্য অনেক কিছু নিয়ে সভায় আলোচনা হবে। এমন এক সভায় জরুরি সভা ডেকেছে বিসিবি, যেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অবস্থান করছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট।

এর আগে ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। তবে তামিম ইকবাল বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেকারণে সেটা বাতিল করা হয়েছিল। পরবর্তীতে ডিপিএলে হৃদয়ের আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ফিক্সিং সন্দেহ, বিসিবিতে দুদকের অভিযানসহ অনেক ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর ঘরের মাঠে টেস্ট সিরিজের আগে বিসিবি একটি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হাথুরুর জায়গায় এরপর আসেন সিমন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত