যেভাবে কাটবে তারাদের ঈদ
সংগীতশিল্পী কনা ঈদ কাটাতে যাবেন দাদাবাড়ি। মিম আবার ঘরে শুয়ে-বসে-সিনেমা দেখে কাটিয়ে দেবেন ঈদের ছুটি। শ্বশুরবাড়ি আর নিজের বাড়ি মিলিয়ে ভালোই যাবে সিয়ামের। নুসরাত ফারিয়া ছুটবেন ময়মনসিংয়ে, তাঁদের খামারবাড়িতে। তাঁরা প্রত্যেকেই আজকের পত্রিকাকে জানালেন, ঈদ নিয়ে তাঁদের প্রস্তুতি-পরিকল্পনা।