Ajker Patrika

প্রথম সম্মানী ৫ হাজার

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১: ৪৭
প্রথম সম্মানী ৫ হাজার

এই সময়ে যাঁরা সর্বোচ্চ সম্মানী নিচ্ছেন, তাঁদের মধ্যে বিদ্যা সিনহা মিম অন্যতম। যদিও মিমের প্রথম সম্মানী ছিল ৫ হাজার টাকা। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তাঁর পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন মিম। সে নাটকে অভিনয়ের জন্য ৫ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন তিনি। ১৪ বছর আগে কিংবদন্তি লেখক-পরিচালকের হাত থেকে পাওয়া প্রথম সম্মানীটা আজও সযত্নে রেখে দিয়েছেন মিম। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে কথাই জানালেন জনপ্রিয় এই নায়িকা।

বিদ্যা সিনহা মিমক্যারিয়ারের এ পর্যায়ে মিম এখন অভিনয়ে প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন। চরিত্র পছন্দ হওয়ায় ‘নট হার ফল্ট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন। ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’সহ সাম্প্রতিক কাজগুলোতে নায়িকা মিমের চেয়েও অভিনেত্রী মিমকে মেলে ধরতে চাইছেন তিনি।

বিদ্যা সিনহা মিমজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম বলেন, ‘শোবিজে আমার যাত্রাটা খুব সহজ ছিল না। শুরুর দিকে অনেক সংগ্রাম করতে হয়েছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার আগে দুই বছর চেষ্টা করেছি মিডিয়ায় কাজ করার। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তবে আমার ইচ্ছা ছিল প্রধান বা নায়িকা চরিত্রেই অভিনয় করব। কাকতালীয়ভাবে আমি আমার প্রথম চলচ্চিত্র ‘আমার আছে জল’-এর অন্যতম নায়ক হিসেবে জাহিদ হাসানকেই পেয়েছি।’

বিদ্যা সিনহা মিমজোবায়ের ইকবালের প্রযোজনা ও রুম্মান রশীদ খান ও নন্দিতার সঞ্চালনায় মিমের সঙ্গে ‘রাঙা সকাল’-এর পর্বটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত