বিনোদন প্রতিবেদক
ঢাকা: গত বছরের শেষ দিকে শুরু হয়েছিল বিদ্যা সিনহা মিমের ‘দামাল’ ছবির শুটিং। করোনার কারণে কয়েকবার বিরতি দিয়ে কিছুদিন আগে শেষ হয়েছে শুটিং। ঘুরেফিরে মিমের এই একটা ছবির খবরই পাওয়া যাচ্ছিল গত দেড় বছর ধরে। নতুন কোনো সিনেমার খবর দেবেন কি মিম?
করোনার মধ্যেও একাধিক প্রযোজক-পরিচালকের সঙ্গে ছবি নিয়ে বসেছেন। তবে সবমিলিয়ে হয়ে উঠছিল না। অবশেষে জানা গেল মিমের নতুন ছবির খবর। দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’–এ যুক্ত হলেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন। বিদ্যা সিনহা মিম ছাড়া এতে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহ এর আগে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সে যুদ্ধ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’।
ছবিতে মিম প্রযুক্তি ও সাইবার বিষয়ে বিদেশ থেকে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন।
মিম বলেন, ‘একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করেন। এই ছবিতে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামব সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে।’
মিম এর আগে এমন চরিত্রে কাজ করেননি। বলেন তিনি, ‘আমি অনেক ছবিতে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এই চরিত্রটির মতো কোনো চরিত্র আমার ক্যারিয়ারে নেই। সত্যি বলতে এই ধরনের গল্প ও ক্যারেক্টার বাংলা ছবিতে আগে আসেনি।’
ছবির জন্য প্রস্তুতিও নিচ্ছেন পুরোদমে। চরিত্র অনুযায়ী ফিটনেস আনতে জিমে দুই ঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন। মিম বললেন, ‘জিমের টার্গেট হচ্ছে। মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম। এখন টার্গেট করেছি, একটা লিন বডি (মেদহীন) বানাব। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি। ওয়েট ট্রেলিং করি। এতে প্রায় দুই ঘণ্টার মতো লাগে।’
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া ছবি ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’। এছাড়া ‘ইত্তেফাক’ ও ‘দামাল’ ছবির সব কাজ শেষ হয়ে এই বছরই মুক্তি পাবে।
ঢাকা: গত বছরের শেষ দিকে শুরু হয়েছিল বিদ্যা সিনহা মিমের ‘দামাল’ ছবির শুটিং। করোনার কারণে কয়েকবার বিরতি দিয়ে কিছুদিন আগে শেষ হয়েছে শুটিং। ঘুরেফিরে মিমের এই একটা ছবির খবরই পাওয়া যাচ্ছিল গত দেড় বছর ধরে। নতুন কোনো সিনেমার খবর দেবেন কি মিম?
করোনার মধ্যেও একাধিক প্রযোজক-পরিচালকের সঙ্গে ছবি নিয়ে বসেছেন। তবে সবমিলিয়ে হয়ে উঠছিল না। অবশেষে জানা গেল মিমের নতুন ছবির খবর। দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’–এ যুক্ত হলেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন। বিদ্যা সিনহা মিম ছাড়া এতে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহ এর আগে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সে যুদ্ধ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’।
ছবিতে মিম প্রযুক্তি ও সাইবার বিষয়ে বিদেশ থেকে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন।
মিম বলেন, ‘একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করেন। এই ছবিতে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামব সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে।’
মিম এর আগে এমন চরিত্রে কাজ করেননি। বলেন তিনি, ‘আমি অনেক ছবিতে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এই চরিত্রটির মতো কোনো চরিত্র আমার ক্যারিয়ারে নেই। সত্যি বলতে এই ধরনের গল্প ও ক্যারেক্টার বাংলা ছবিতে আগে আসেনি।’
ছবির জন্য প্রস্তুতিও নিচ্ছেন পুরোদমে। চরিত্র অনুযায়ী ফিটনেস আনতে জিমে দুই ঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন। মিম বললেন, ‘জিমের টার্গেট হচ্ছে। মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম। এখন টার্গেট করেছি, একটা লিন বডি (মেদহীন) বানাব। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি। ওয়েট ট্রেলিং করি। এতে প্রায় দুই ঘণ্টার মতো লাগে।’
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া ছবি ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’। এছাড়া ‘ইত্তেফাক’ ও ‘দামাল’ ছবির সব কাজ শেষ হয়ে এই বছরই মুক্তি পাবে।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৩ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৩ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৩ ঘণ্টা আগে