গেল ছয় মাস ভীষণ পরিশ্রম করেছেন বিদ্যা সিনহা মিম। তাঁর সোশ্যাল মিডিয়া টাইমলাইন ঘাঁটলে সেটার প্রমাণ পাওয়া যাবে। কয়েকদিন পরপরই ব্যায়াম করার ছবি পোস্ট করেছেন মিম। ঘাম ঝরিয়েছেন বাড়িতে ও জিমে। খাবারের তালিকাও বদলেছেন। যার ফলে ছয় মাসেই জিরো ফিগারে দেখা দিয়েছেন অভিনেত্রী।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘জিরো ফিগার’-এর বেশকিছু ছবি আপলোড করেছেন মিম। রফিকুল ইসলাম র্যাফের তোলা ওই ছবিতে মিম ধরা দিয়েছেন আকর্ষণীয় ভঙ্গিতে।
তাঁর এই নতুন লুক এরইমধ্যে ভাইরাল অনলাইনে। রোববার সন্ধ্যা পর্যন্ত মিমের ফেসবুক পেজে আপলোড করা ছবির পোস্টে রিঅ্যাকশন পড়েছে প্রায় ষাট হাজার। কমেন্ট করেছেন প্রায় নয় হাজার লোক।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। তবে যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’ ওই পোস্টে মিম ধন্যবাদ জানিয়েছেন তার জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি।
মিমের এই নতুন লুক কি নতুন কোনো সিনেমার জন্য? সেটা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি যে ভেতরে ভেতরে বড় কোনো কাজের প্রস্তুতি নিচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত।
মাঝে অনেকদিন মিমের নতুন কোনো ছবির খবর ছিল না। লকডাউন শেষে ‘অন্তর্জাল’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন কিছুদিন আগে। দীপংকর দীপন পরিচালিত এই ছবিতে মিমের সঙ্গে আছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তারকারা।
গেল ছয় মাস ভীষণ পরিশ্রম করেছেন বিদ্যা সিনহা মিম। তাঁর সোশ্যাল মিডিয়া টাইমলাইন ঘাঁটলে সেটার প্রমাণ পাওয়া যাবে। কয়েকদিন পরপরই ব্যায়াম করার ছবি পোস্ট করেছেন মিম। ঘাম ঝরিয়েছেন বাড়িতে ও জিমে। খাবারের তালিকাও বদলেছেন। যার ফলে ছয় মাসেই জিরো ফিগারে দেখা দিয়েছেন অভিনেত্রী।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘জিরো ফিগার’-এর বেশকিছু ছবি আপলোড করেছেন মিম। রফিকুল ইসলাম র্যাফের তোলা ওই ছবিতে মিম ধরা দিয়েছেন আকর্ষণীয় ভঙ্গিতে।
তাঁর এই নতুন লুক এরইমধ্যে ভাইরাল অনলাইনে। রোববার সন্ধ্যা পর্যন্ত মিমের ফেসবুক পেজে আপলোড করা ছবির পোস্টে রিঅ্যাকশন পড়েছে প্রায় ষাট হাজার। কমেন্ট করেছেন প্রায় নয় হাজার লোক।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। তবে যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’ ওই পোস্টে মিম ধন্যবাদ জানিয়েছেন তার জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি।
মিমের এই নতুন লুক কি নতুন কোনো সিনেমার জন্য? সেটা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি যে ভেতরে ভেতরে বড় কোনো কাজের প্রস্তুতি নিচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত।
মাঝে অনেকদিন মিমের নতুন কোনো ছবির খবর ছিল না। লকডাউন শেষে ‘অন্তর্জাল’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন কিছুদিন আগে। দীপংকর দীপন পরিচালিত এই ছবিতে মিমের সঙ্গে আছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তারকারা।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
২ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৩ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৩ ঘণ্টা আগে