Ajker Patrika

কী আছে মিম-মেহজাবিনের ‘না’ করা বলিউড ছবিতে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১: ১৭
Thumbnail image

প্রথমে বিদ্যা সিনহা সাহা মিম, এরপর মেহজাবিনকেও দেওয়া হয় প্রস্তাব। বলিউড ছবি ‘খুফিয়া’-তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই বাংলাদেশি অভিনেত্রীরা। জাতীয় পুরস্কার পাওয়া বিশাল ভারদ্বাজের মতো পরিচালকের ছবি ফিরিয়ে দেওয়ার কারণও আছে বটে। ছবিতে বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য তুলে ধরা হচ্ছে। কি আছে এই ছবির গল্পে? মুখ খুলেননি মিম কিংবা মেহজাবিন।

মেহজাবিন চৌধুরীএদিকে, ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা-এর প্রতিবেদনে উঠে এসেছে এর গল্প। জানা যায়, চলচ্চিত্রটি তৈরি হচ্ছে অমর ভূষণের বই থেকে। যার নাম- ‘এসকেপ টু নো হোয়ার’। এতে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার (র) ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব হঠাৎই অদৃশ্য হয়ে যান।

টাবুতবে চলচ্চিত্রটি যেহেতু গোপন নথির ওপর তৈরি হচ্ছে তাই অনেক কিছুই এখনও প্রকাশ্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। তবে মিম ও মেহজাবীনের বরাতে যেহেতু দেশের নাম এসেছে তাই ধরে নেওয়া হচ্ছে এই যুগ্ন সচিব বাংলাদেশেরই কেউ। কিংবা তার সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ।

বিশাল ভারদ্বাজবিশাল ভারদ্বাজের ছেলে আসমানের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, নেটফ্লিক্স প্রযোজিত এ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন বলিউড অভিনেত্রী টাবু। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আলি ফজল।

ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন পাঞ্জাবি নায়িকা ওয়ামিকা গাব্বি ও আশিষ বিদ্যার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত