বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে
নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনও তবলা, কখনও হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।