Ajker Patrika

দেশ-বিদেশে প্রশংসিত ফাহাদের বিজ্ঞাপনচিত্র

দেশ-বিদেশে প্রশংসিত ফাহাদের বিজ্ঞাপনচিত্র

পানি নিয়ে বিজ্ঞাপন বানিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশের নির্মাতা ফাহাদ খান। ‘সবার জন্য পানি’ শিরোনামে একটি ওয়াটার পাম্পের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। এক দিন পরেই ‘অ্যাডস অব দ্য ওয়ার্ল্ড’ তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপনটি আপলোড করে। বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও নান্দনিক বিজ্ঞাপনগুলো নিজেদের সাইটে তুলে বিশ্বের অন্যান্য দেশের মানুষকে দেখার সুযোগ করে দেয় অ্যাডস অব দ্য ওয়ার্ল্ড। ফলে শুধু দেশে নয়, বিজ্ঞাপনটির জন্য বিভিন্ন দেশ থেকে সাধুবাদ পাচ্ছেন ফাহাদ।

প্রায় এক মিনিট দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনে ফাহাদ তুলে এনেছেন বাংলাদেশের পানিসম্পদের বৈচিত্র্যময় চিত্র। কতভাবে পানির অপচয় হয়, সেটাও দেখানো হয়েছে বিজ্ঞাপনে।

শুরুতেই দেখা যায়, এক জেলে নদীতে জাল ফেলছেন। বিকেলের আলো পড়ে চিকচিক করছে নদীর পানি। এরপর ক্যামেরা চলে যায় সুন্দরবনবেষ্টিত আরেক নদীতে।

টুকরো টুকরো শটে কখনো দেখা যায় খালে মহিষকে স্নান করানোর দৃশ্য, দল বেঁধে কলসি ভরে খাওয়ার পানি নিয়ে যাচ্ছেন একদল গৃহিণী, স্কুলফেরত শিক্ষার্থীরা টিউবওয়েলের পানিতে ধুয়ে নিচ্ছে ক্লান্তি, ফসলভরা খেতে দাঁড়িয়ে কৃষকের হাসি।

ফাহাদ খানএসব দৃশ্য যখন ভেসে ওঠে, ব্যাকগ্রাউন্ডে শোনা যায় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। তিনি বলে চলেন, ‘এই যে এত পানি, এর শুরু কোথায়? অবিরাম শুধুই বয়ে চলা। জনপদ থেকে জনপদে। কত অপচয়, তবু তার বয়ে চলা থামে না। ক্লান্তি ধুয়ে হাসি ফোটায় কতজনের মুখে।’ নির্মাতা ফাহাদ জানিয়েছেন, এই বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তিনি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চষে বেড়িয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ছবিয়াল’-এর অন্যতম সদস্য ছিলেন ফাহাদ খান। কয়েক বছর হলো নিজেই বিজ্ঞাপন তৈরি করছেন। এরই মধ্যে ৩০টির বেশি বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। ২০১৮ সালে ফারুকীর ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ সিরিজের জন্য ফাহাদ নির্মাণ করেছিলেন টিভি নাটক ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য কোল্ড স্টোরেজ’ প্রদর্শিত হয়েছিল নেপালের চলচ্চিত্র উৎসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত