তারকাদের থানা দর্শনের বছর
সিনেমা, নাটক, বিজ্ঞাপন এবং এসবের সূত্র ধরে চাকচিক্যময় এক দুনিয়া হিসেবেই পরিচিত বিনোদন জগৎ। সবার একটা আগ্রহ থাকে। এবার সেই জন-আগ্রহের একটা বড় অংশই মিটিয়েছে পর্দা নয়, বাস্তব জগৎ। বাস্তবের এই জগতে কেবলই ছিল সাসপেন্স, ড্রামা ও ক্লাইমেক্স উপহার দিয়েছে। পরীমণি, পিয়াসা, মৌ হয়ে হয়ে মাহিয়া মাহি পর্যন্ত কত কি