Ajker Patrika

গুজরাটে মাখনের বিজ্ঞাপনে ‘কেষ্টা বেটাই চোর’, প্রতিবাদ তৃণমূলের 

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

জন্মাষ্টমী উপলক্ষে ভারতের বিখ্যাত মাখন প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমূলের বিজ্ঞাপনকে ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। গুজরাট রাজ্যের প্রতিষ্ঠানটি তাদের মাখনের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘পুরাতন ভৃত্য’-এর একটি লাইন ব্যবহার করে লিখেছে, ‘কেষ্টা বেটাই চোর’! প্রকাশিত হওয়ার পরপরই বিজ্ঞাপনটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। 

গত শুক্রবার ভারতে জন্মাষ্টমীর উৎসব ছিল। তাই বিজ্ঞাপনটিতে ছিল জন্মাষ্টমীর শুভেচ্ছাও। তবে বিতর্কের কারণ, কেষ্টা শব্দটি। সম্প্রতি গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ডাক নামও কেষ্ট। তাই বিজেপি, কংগ্রেস বা সিপিএম নেতারা এমন বিজ্ঞাপনে খুশি হলেও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস। 

তৃণমূলে মুখপাত্র কুণাল ঘোষ আমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, রবীন্দ্রনাথের কবিতা বিকৃতির। তবে বিরোধীরা কুণালের বক্তব্যকে গুরুত্ব দিতেই নারাজ। সামাজিক গণমাধ্যমেও বেশ জনপ্রিয় হয়েছে বিজ্ঞাপনটি। আমূল এর আগেও সমসাময়িক বিষয় নিয়ে বহু বিজ্ঞাপন করেছে। তবে এবারের বিজ্ঞাপনই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। 

কুণাল ঘোষ বলেছেন, ‘মাখন তৈরির গুজরাটি সংস্থা একটি বিজ্ঞাপন দিয়েছে। গুজরাট থেকে যে ধরনের রাজনীতি হচ্ছে তার মধ্যে একটি সংস্থা যদি ঢুকে যায় সেটি ঠিক নয়। আমি কারও পক্ষে বা বিপক্ষে বলছি না। কিন্তু যেভাবে বিজ্ঞাপন দিয়েছেন তাতে রবীন্দ্রনাথের কাজকে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত