‘কাইল সব বরিশালে চইল্লা আইবে’
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচ মিনিটের দূরত্বে বঙ্গবন্ধু উদ্যান। বিশাল উদ্যানটির সাবেক নাম ‘বেলস পার্ক’। রাস্তার পাশেই রাহাত আনোয়ার হাসপাতাল, শিল্পকলা একাডেমি, স্থানীয় সরকার (এলজিইডি) ভবন, বাঁয়ে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ।